নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো, ভালোবাসো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

ভিতরটা বড় অস্থির হয়ে পড়ছে

একটা ফোন দেই তোমায়,

কিছূক্ষন তোমার সাথে কথা বলি,

কিন্তু তোমার যে ঘুম ভেঙ্গে যাবে

তোমার যে কষ্ট হবে

আমি কি কষ্ট দিয়ে তোমার ঘুম ভাঙ্গাতে পারি?

পরিনা বলেই

এই না পারার দ্বন্ধটা আমায় অস্থির করে তোলে

বুকে অজানা ব্যাথা লাগে।

বৃথা ঘুম চেষ্টার আয়োজন,

আমার চারিপাশ ঘুমন্ত হলেও

পুরো মস্তিস্ক ঝুড়ে তোমাকে হারানোর ভয়

আমাকে ঘুমুতে দেয় না।

আমি আর পারছিনা

আমি আর পারছিনা

কি অবাধ চোখের জল গড়িয়ে পড়ে

বুকটা হাহাকার করে উঠে।

বিছানার এপাশ ওপাশ শেষে

অন্ধকার ঘরে পায়চারি করি

কখনো বারান্দায় কখনো ঘরে

কখনো নির্বাক হয়ে আকাশ দেখা

কখনো দরজার সাথে মাথা ঠেকিয়ে

অন্ধকরে নি:শব্দে কাদি।

তবুও ইচ্ছে হয় একটা ফোন দিয়ে তোমার সাথে কথা বলি

আমার ভয়, অস্থিরতার কথা বলি

আমার প্রার্থনা, আমার হতাশা,

আমার শর্তহীন ব্যকুল চিন্তার কথা বলি।

আমি তোমার ঘুম ভাঙ্গাতে চাই না

কিন্তু কথা যে বলতে ইচ্ছে হয়

না বলার অপেক্ষায়

বুকটা চাপা যন্ত্রনায় কাতর হয়ে পড়ে

মাথাটা ঝিমঝিম করে

ঘুমুতে পারি না

ভেতরটার শুন্যতা কানে লাগে

পুরনো স্মৃতিটা আমাকে তুমুলভাবে নাড়িয়ে তোলে

তোমার ভালোবাসাহীন নিরব সময়

আমায় ভেঙ্গেচুড়ে অনুভুতিশুন্য নির্বাক করে তোলে

চারিদিকে না পাওয়ার প্লাবিত চাপা কষ্ট,

আমি আর পারি না

ফিরে এসো, ভালোবাসো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.