নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

যদি পারো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

যদি পারো তোমার সবটুকু দু:খ আমাকে দাও

যদি পারো তোমার শূন্যতার দেয়াল,

নির্ঘুম নিশীথের উত্তপ্ত চোখ,

অবিশ্বাসের দ্বন্ধে জর্জরিত ক্ষতবিক্ষত হদয়টা

আমাকে দিতে।



যদি পারো মননে মগজে

আটকে রাখো পড়ন্ত বিকেলে স্মৃতি সৌধের পথে,

বাহু বন্ধনে ঘরে ফেরার তৃপ্তিটুকু।

যদি পারো পুরনো শোকের স্মৃতি মুছে,

ফিরে এসো বিদেশের পথে পথে

বুকে মাথা রেখে ঘুমুনোর ভালোলাগাটুকু নিয়ে।



যদি পারো কষ্টের শুকনো পাতা ভেবে

আমাকে পোড়াও ।

যদি পারো চক্ষুশুল অপদার্থটাকে

ফুটপাতের জমে থাকা ধুলো হিসেবে পিষে চলো,

যদি পারো তীব্র ইচ্ছায়, ক্ষুদ্ধ চিত্তের ঘনীভূত নোংড়া

ঘৃনাটুকু আমায় দাও।



যদি পারো মুখোমুখি প্রথম দেখার নির্মল হাসিটুকু নিয়ে এসো বারবার

যদি পারো পাশে এসো বসো

স্নিগ্ধ সন্ধ্যায় নুপুরের পদধ্বনি নিয়ে,

সোডিয়াম বাতির অদুরের স্বপ্ন সাজানোর আঙ্গিনায়।

যদি পারো অলস দুপুরে লালবাগ কেল্লার হারেম খানার সিড়ির

উত্তাল আবেগে, অনুরাগের কোমল ঢঙ্গে ফিরে এসো।



যদি পারো জন্মদিনে সাভারের নদী পথে নৌকাতে

সমগ্র সত্তাজুড়ে যে ভালোবেসে ছিলে

সেদিনের নীরব সংলাপে মনোমুগ্ধকর স্মৃতিময় ভালোবাসাটুকু

আবার আমায় দিতে।



আমি চিৎকার করে উম্মুক্ত হস্তে, ব্যর্থতার বলয়ে বিধ্বস্ত আমি বলছি

যদি পারো লজ্জিত নতজানু এই অপরাধীকে ক্ষমা করো।

যদি পারো তোমার বিরহী সত্তার, অনুভুতিশূন্য দীর্ঘ নিরবতা শেষে

যুগল প্রানের বন্ধনে, সবকিছু ভুলে একটু ভালোবাসো।

যদি পারো বিষাদগ্রস্থ নির্লিপ্ততায় ভরা,

নি:সঙ্গ মেঘের মতো পার করা আমার সময়টুকু

অবিরত সুখের স্পর্শে জড়িয়ে রাখো।



৮.৯.১৩

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতা!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

মায়াবী ছায়া বলেছেন: যদি পারো তোমার সবটুকু দু:খ আমাকে দাও
যদি পারো তোমার শূন্যতার দেয়াল,
নির্ঘুম নিশীথের উত্তপ্ত চোখ,
অবিশ্বাসের দ্বন্ধে জর্জরিত ক্ষতবিক্ষত হদয়টা
আমাকে দিতে।

......অনেক ভাল লাগল :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

ডি মুন বলেছেন: বেশ ভাল

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

শুভজিৎ শুভ বলেছেন: Bhalo Hoyeche.. Khub sundor lekha..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.