![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছুই ভালো লাগে না, কিছূ না, এই জীবনের প্রতি আমার ঘৃনা ধরে গেছে, না আছে কোন শান্তি, পুরো জীবনে সংকীর্নতা দ্বারা বেষ্টিত। অসহ্য লাগে। কোন আগ্রহ পাই না আর। এতো হতাশা মানুষের আসতে পারে। এতো অস্থিরতা মানুষের মনে থাকে কেমনে। কেমনে মানুষ অনিশ্চয়তা ভালোবাসে। জানি এক সময় দু:সময় কেটে যাবে, কিন্তু এই যে পার করা সময়টার যন্ত্রনা সামনের ভালো লাগাকে উপভোগ করতে দেবে না। যদি মানুষের মনটাই মরে যায় তখনকার ভালো সময় দিয়ে কি হবে। অতীত ভুলে যেতে পারি কিন্তু কিছু সময় যখন এই অতীত মনে আসে সব কিছু উলোটপালোট করে তুমুল ঝড় উঠে। তখন বর্তমান আর সুখের থাকে না, শুধুই ব্যর্থতা গুলো জড়িয়ে থাকে অস্থির মনের সাথে। কিছু চাই না কিছু চাই না, শুধু জীবন থেকে মুক্তি চাই, মুক্তি চাই। এই অসহ্য ভার নিয়ে আমার জীবনটাকে বহন করতে বড় কষ্ট হয়। যদিও জীবন থেকে পালাতে চাই কিন্তু পারি না, আবার পুনরায় জীবনটাকে সাজাতে ইচ্ছে হয়, সব গুছিয়ে আনি কিন্তু আবার ভালো লাগে না সব মনে হয় শুধু শুধু করছি। মাঝখান থেকে কষ্ট বাড়ছে, জীবনের ভার বাড়ছে, অস্তিরতা বাড়ছে, কিছু দু:সময় বার বার জমা পড়ছে জীবনের সাথে। বার বার এই স্বপ্ন দেখা, নিজেকে তৈরী করা আবার সব বৃথা মনে করে অস্থিরতা থাকার মাঝে জীবন চলছে। একি জীবন, এই চরম দ্বন্ধ নিয়ে জীবন পাড় করার মধ্য কোন আনন্দ নেই, খানিকটা সময় সুখের বাকিটা শুধু জীবনের সাথে যুদ্ধ, এই একটু ভালো থাকা নিয়ে কি ঝুকিটা নেই, জানি সামনে চরম অনিশ্চয়তা তবুও ভালো লাগে এই অনিশ্চয়তা বারবার ফিরে যেতে, কিন্তু এই বারবার ফিরে যাওয়াটা কতদিন চলবে।
September 10, 2013 at 5:31pm
©somewhere in net ltd.