![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছিচেনাজানা সবাইকে ছেড়ে চলে যাব অনেকদূর যেখানে কেউ আমাকে চিনবে জানবে না, আমি শুধুআমি, নতুন করে সাজিয়ে ফেলবো নিজেকে, কাউকে নিজের সাথে জড়াবো না, কারো সাথে মানঅভিমান থাকবে না, কেউ আমার কাছে আশা করবে না তেমনি আমিও করবো না, বলা যেতেপারে স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জীবনটাকে কোনরকম মরার আগপর্যন্ত চালিয়ে নিতে পারলেই হবে।সংসারধর্ম আমার দ্বারা হবে না, যতই নিজেকে সংসারধর্মের জন্যে প্রস্তুত করছি ততই জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি, খুব কঠিন জায়গা এইসংসারধর্ম, ভেবে পাই না যে বাবা মা আমাকে জন্ম দিলো, এতো বড় করলো, কিভাবে এতোযন্ত্রনা সহ্য করে জীবন পার করতে পারলো। সত পথে জীবিকা, একে অপরের প্রতি বিশ্বাস,নানা চাহিদা পূরনের জন্য কঠিনশ্রম সাধ্যে কাজ করতে কেমনে পারছে এই সংসারধর্মীরা,কি আনন্দ এর মাঝে, অথচ আমি জীবনের প্রতি বিতশ্রদ্ধ, কি দ্বন্ধের মধ্যে পড়ে আছে আমার মন, এটাপেলে অন্যটা পাচ্ছিনা, কারো ইচ্ছে একটা পুরন করলে আরেকটা হাজির, না করতে পারলে তারঅভিমান, চেনা জানা ব্যক্তিদের লোভ ক্ষোভ নোংরামি, কত দায়িত্ব-কর্তব্য, কতো কি মেনেচলতে হবে। চারিদেকে কি এক অসহ্য জটিলতা, আর পারছিনা, মনে হয় কোথাও চলে যাই, জানিএটাকেই বলে জীবন থেকে পালিয়ে যাওয়া, না হয় পালিয়ে পালিয়ে জীবনটাকে পার করে দিলাম,
সন্ধ্যেথেকে ভাবলাম পালিয়ে যাবো, দূরে কোথাও অপরিচিতদের মাঝে চলে যাবো, কিভাবে যাবোপরিকল্পনা করতে থাকলাম, কিন্তু কি এক অসহ্য কষ্ট হচ্ছে সবাইকে ছেড়েযেতে, চারিদিকে বিষন্নতা জাপটে ধরছে, যতবার বাধন কাটতে যাই ততই নিজেকে জড়িয়েফেলছি, কি মায়া পড়ে যাচ্ছে পিছনের জীবনটার প্রতি, কিছূ মানুষের প্রতি, খুব খারাপলাগার অনুভূতি আমাকে বাধন ছিড়ে যেতে দিচ্ছে না, মাথার মধ্যে কিসব যুক্তির পরযুক্তি খুজে বেড়াচ্ছে, ভালো লাগে না এই দ্বন্ধের মধ্যে পড়ে থাকতে, মুক্তি চাই,মুক্তি চাই। সবার কাছে ক্ষমাও চাই, সবাই মাফ করে দিন। আমাকে আমার মতো থাকতে দিন,যদি আপনাদের ভালোবাসি তাহলে যেতে পারবোনা, আর বাধন যদি নড়বড়ে হয় আজ হোক কাল হোকআমি এই বাধন ছিড়ে যাবোই।
October 31, 2013 at 11:11pm
©somewhere in net ltd.