নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

যখন আমি থাকবোনা তোমাদের মাঝে

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

যখন আমি থাকবোনা তোমাদের মাঝে

মনে করে নিও সেও

শিশির ভেজা ঘাস মাড়িয়ে আনন্দ পেত,

তুমুল বর্ষার দিনে কি রাতে বজ্রের শব্দে কেপে উঠতো,

জোসনারাতে পথে পথে একাকী হেটে বেড়াতো,

মধ্য রাতের দুধ সাদা মেঘের সাথে অবাক দৃষ্টিতে কথা বলতো,

শীতল শেষ রাতের কোলাহল শুন্য নীরবে কারো অপেক্ষায় ছিল।



যখন আমি থাকবোনা তোমাদের মাঝে

মনে করে নিও তারও

অব্যক্ত কিছু আবেগ ছিল, অমলিন অচল উজ্জ্বল স্মৃতি ছিল,

কিছু স্বপ্ন ছিল, কিছু অসহ্য যন্ত্রনা ছিল, নির্জন ঘুমহীন রাত জাগাছিল,

প্রিয় একজনের অপেক্ষায় ছিল, দ্বিধাদন্ধ ছিল, ভালোবাসা ছিল

কিছু অভিমান, নিরব শূন্যতা ছিল, চাপা কষ্ট ছিল।



যখন আমি থাকবোনা তোমাদের মাঝে

মনে করে নিও তারও

মেঘে মেঘের বিশাল নীল আকাশ ছিল,

নক্ষত্রালোকিত রাতে চেনা শরীরের নিবিড় আলিঙ্গনের ইচ্ছে ছিল,

গভীর রাতে নিভে যায় যায় জোনাকীর আলো দেখতো

তারও একটা মন ছিল, খারাপ লাগা ছিল,

কারো ভালোবাসা পেতে বারবার অনুরোধ করেছিল,

ঝড়ে পড়া হুলুদ পাতার মতো নিস্প্রান ছিল চারিধার,

দুপাশে সবুজ ধানশীষ, মাঝখানে গ্রামের মেঠোপথে ধুলো উড়িয়ে

পথচলার কিছু স্মৃতি ছিল,



যখন আমি থাকবোনা তোমাদের মাঝে

মনে করে নিও তারও

মোমের মতো ক্ষীয়মান স্বপ্নভুক হৃদয়,

গভীর কৃষ্ণ জলের শান্তদীঘির মতো নির্মোহ ম্লান চোখ,

কখনও সেও শীতের সন্ধ্যার ঝি ঝি পোকার মতো সরব

কখনও চৈত্রের দুপরে খড়াদাহে ঝড়েপড়া

শুকনো বাশপাতার মতো নির্জীব নিথর।

কখনও পাশাপাশি গনকবরের শুন্যতায় রুদ্ধ,

কখনও অনুরাগের অনুভবে অস্তিত্বজুড়ে আত্মদহন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কিছু কিছু স্থানে ছিল আর ছিলো লেখাটা ঠিক করে নিয়েন আর

ঝড়ে পড়া হুলুদ পাতার মতো নিস্প্রান ছিলো চারিদার,
এর স্থলে

ঝরে পরা হলুদ পাতার মতো নিষ্প্রাণ ছিলো চারিধার, লিখলে বানানগুলো শুদ্ধ হতো।

কবিতায় প্লাস রইল।

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

মারুফ মুনজির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...............

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু্ন্দর কবিতা বানানে একটু দুর্বলতা দেখে নিলে ঠিক হয়ে যাবে। তবে অসাধারন কবিতা বলতে পারি। ভাল লাগল, ভাল লাগা রইল।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

মারুফ মুনজির বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.