নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

শূন্য শূন্য

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সকল আবেগ নিস্প্রান করে

তুমি হয়তো আকাশে উড়ে বেড়াও।

আমার জিবের ডগায় তেতো,

চারিদিকে শূন্যতা, বিষন্নতার কোলাহল

আমার মগজে মগজে সম্পুর্ন নিসঙ্গতা,

বিষাদ ছুয়েছে চোখ, সারাদিন মন ভালো নেই।

তবুও আমি মাটিতে তোমার চলন্ত ছায়ার পিছে ছুটছিতো ছুটছি।

কখনও সাগরে ডুবে মৃত্যুপ্রায়,

কখনও নির্মম মরুভুমি পাড় হয়ে

তোমার ছায়ার পিছে ছুটছি।

আকাশ উড়ার অক্ষমতা থেকে

মাটিতে পড়ে থাকা ছায়ার কষ্টসাধ্য পিছু নেই।

তবুও শত আঘাতে বিচ্ছন্ন হতে দেয়নি তোমার চলন্ত ছায়াকে।

কারন ওটুকু আমার শেষ ভরসা।

কখনো হয়তো উড়ে উড়ে

তোমার সমান্তরাল জীবনসঙ্গী হতে পারবোনা।

তুমিও নিচে নামবে না

ছায়াটুকুর পিছু নিয়ে না হয় পাড় করে দিবো জীবন।

না হয় চক্ষু লজ্জায় উপর আকাশে না তাকালাম

মাতানত, ঘাড় নিচু হয়ে তোমার ছায়ার পিছু ছুটলাম।

যদিও পথপ্রান্ত স্তম্ভে লেখা শূন্য শূন্য।

মন খারাপের পুরো জীবন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লেগেছে

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.