নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

পুরোটা হৃদয় জ্বলছে

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৯

নির্মম গতিতে ভালবাসা আর ক্রোধ জীবনের পথে

যতবার আলতো করে চুমু খেতে যাই

ততবার থু থু দিয়ে ফিরে আসি

বিশ্বাস করো

আমার রাগ, ক্রোধ, ঘৃনা আমাকে নিয়ন্ত্রন করে ফেলছে

আমায় ক্ষমা করো।

তোমার নিস্ক্রীয় নিরবতা উস্কে দেয়

ঘৃনা আর ভালোবাসার তুমুল লড়াই।



পুরোটা হৃদয়

জ্বলছে পুড়ছে কাদছে রাগছে।

ব্যথিত অন্তর, উদাস দৃষ্টি, জীবনবিমুক ভাবনা

সবকিছু ছাপিযে ধাপিয়ে কাপিয়ে ক্রোধ আমায় চুষে খাচ্ছে।

বিশ্বাস করো

তোমায় ঘৃনা করার যন্ত্রনা থেকে মৃত্যু ভালো।



লজ্জায় ক্ষোভে বিলাপে নিলামে তুলে দেই ভালোবাসা, সম্পর্ক,

নিষ্ঠুর পরিকল্পিত ছকে ঘৃনা কিনে নেয় ভালোবাসা।

তারপর যা হয় তোমার অস্তিত্ব নড়বড়ে হয়ে উঠে

সম্পর্ক তুচ্ছ হয়ে যায়।

বিশ্বাস করো নিজের ক্রোধ প্রদীপ্ত চোখ দেখে

ভয়ে কুকরে উঠি

আমি কাকে ঘৃনা করবো?

নিজের অস্তিত্ব, রক্ত

তোমায় ঘৃনা করার যন্ত্রনা থেকে মৃত্যু ভালো।



হয়তো এই ঘৃনাতেই ঝড়ে পড়বো তোমার জীবন থেকে

যেভাবে ঝড়ে পড়ে মেঘ বৃষ্টি বেশে

চোখের জল বেদনাহত শেষে।

হয়তো এই ঘৃনাতেই নিরুদ্দেশ হয়ে যাবো তোমার জীবন থেকে

যেভাবে নিরুদ্দেশ হয় সাগরের ঢেউ,

বেওয়ারিশ কেউ।

হয়তো এই ঘৃনাতেই হারিয়ে যাবো প্রেম থেকে

তোমার জীবন থেকে

যেভাবে নক্ষত্র হারিয়ে যায় রাত্রি শেষে

অতীত বর্তমানের শেষে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.