![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গেপড়া পুরনো দালানের মতো
ধীরে ধীরে জীবন ধ্বংসস্তুপের পথে।
চারিদিকে ব্যস্ততম জীবন, শহর, মানুষ, প্রিয়জন।
প্রেম ও চাকরি, জীবন ও জীবিকা,
চলমান গৃহযুদ্ধে দাম্পত্য জীবন।
ভুলে যাই, যায় সুখস্মৃতি, আগত জীবন
বদলে জমা পড়ে ক্ষোভ,
ছেড়ে দেই দেই, যাই যাই বিভেদের মানসিকতা।
মনে পড়ে প্রেমযোগ স্মৃতির সন্ধ্যাবেলা,
মাঝরাত সকাল তোমাকে।
ইচ্ছে জাগে নিঝুম নির্জন রাতে
ঘা ঘেষে কিছুক্ষন থাকি।
চলে যাই ভিতরে অন্তরে
গতিতে মথিতে হৃদয়।
আমি ভীষনভাবে তোমার হতে চেষ্টা করছি,
তুমিও কি?
প্রিয়তম, অনতিদূর অশিষ্ট প্রনয় কোলাহল, মন্দজীবন।
কেউ কি ফিরে
যাবার মতো চলে গেলে?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +
ভালো থাকবেন
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
অন্ধবিন্দু বলেছেন:
প্রেম ও চাকরি, জীবন ও জীবিকা,
চলমান গৃহযুদ্ধে দাম্পত্য জীবন।
মন্দজীবন ?