![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশাপাশি শরীর, নিস্তেজ একক আবেগ
নি:শব্দের ঘন নিরবতা,
গাঢ় বাতাস, পরিনত মান অভিমান।
শোকাবহ দূরত্ব, গভীর মৌন বিষন্ন সময়।
নৈ:শব্দ্যের জলস্রোতে চলমান নি:সঙ্গতা।
তোমার পাশেই স্তব্দ আমি,
তোমার মনের ভিতর অন্যমন।
যৌথ স্বপ্ন নেই, পুরনো স্মৃতির নিশ্চল ছায়া পড়ে আছে রোমন্থনহীণ।
বলতে পারো এতদিন পরে তুমি কার?
কার হতে যাচ্ছো?
বলতে পারো জীবন পুরনো নাকি ভালোবাসা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা । শুভেচ্ছা