![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনের কথা আড়াল করি,
উদ্বৃত্ত শোকে মুখ হাসে, বিষন্নতা ছুয়ে যায় অন্তর।
নির্ঘুম মাঝ রাত্তিরে দেয়ালে দেয়ালে এপাশ ওপাশ করে
আশাহত, উদ্দেশ্যহীন, নি:সঙ্গ ভরপুরদৃষ্টি।
মনের মধ্যে আটকে থাকে কথার সমষ্টি
খুব বলতে ইচ্ছে করে-
চারিদিকে সুঠোম তোমার উপস্থিতি।
কিন্তু কেউ কি একথা জানতে চায়?
কে নিবে এই কথার ভার?
তাই নিশ্চুপ অপেক্ষায় থাকি।
আমি জানতে চাই
কতটা দীর্ঘ তোমার নিরবতা, উদাসীনতা।
কতটা স্বচ্ছ, গাঢ় তোমার অনুভুতি।
কতটা জীর্ন, ঠুনকো তোমার ভালবাসা।
আমি জানতে চাই
কে চলে যাবে,
কে ফিরে আসবে,
কে ভালবাসবে।
সময়ও কিন্তু চলে যায়, দিনও কাটে
দূরত্বের জড়তা, অভিমানে ধুসর হয়ে যায় বন্ধনের স্মৃতি।
মুঠো মুঠো আত্মনিয়ন্ত্রনের চেষ্টায়,
ক্লান্ত হয়ে পড়ে জীবন।
এই ক্রমশ জমে থাকা কথা, আত্মস্থ মানসিক শক্তি, দৃঢ়তা,
আর পারস্পারিক নি:শব্দের পরে
দূরে চলে যায় শোক, প্রিয় হারানোর অস্থিরতা,
বদল হয় প্রিয়জন, চেনামুখ।
আস্তে আস্তে সাবলীল অকপট নতুন সময়, জীবন।
©somewhere in net ltd.