![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই ভাবছি, ততই পুড়ছি,
ভিতর থেকে ঠেলে উঠে আসে দু:খবোধ, মনখারাপ।
একই সাথে ঘুরে বেড়ানো পথে পথে তুমি একাকী।
কি উল্লাসে, কি সুখে, কোন শক্তিতে
যুগল স্মৃতি স্পটে একাকী ঘুরে বেড়াও?
শহরের অলিগলি ঘুরতে ঘুরতে
মুক্তির ঢেউ উপছে পড়ছে তোমার চিত্তে।
তুমি আন্দোলিত
বৃত্তাবদ্ধ একগুয়েমির মুক্তির নতুন উল্লাসে।
আমি হয়তো ভুল ভাবছি,
তুমি হয়তো-
অনুতপ্ত হৃদয়ে স্মৃতির শোকে চোখ বুঝে
চারিপাশে পুরনো স্মৃতির মতো আমায় অনুভব করো।
ব্যথাতুর হৃদয়কে শান্তনা দাও
সামনের বার আসবো দুজনে একসাথে।
নাকি তোমার একাকী ঘুরে বেড়ানোর স্মৃতি আছে
যাকে আকড়ে ধরে ভুলে গেলে আমাদের ফেলে আসা দিন।
ঘুরে ঘুরে কি খোজ? নিজের অস্তিত্ব?
নিজেকে পরিপূর্ন ফিরে পাবার?
তুমি কি শুনতে পাও?
কানা কানি করে ম্রীয়মান স্তব্ধ হৃদয়গুলো।
ওরা বলে বিপন্ন ভালোবাসার শরীর।
যুগল হৃদয় ছিড়ে পা বাড়িয়েছো কোন সহযাত্রীর হৃদয় খোজে?
চলে যাচ্ছো, যেয়ো।
যেতে যেতে ভালোবাসার ভেতর থেকে বেড়িয়ে-
গা ঘেষে দলবেধে দাড়িয়ে মান অভিমানের ভিড় ভেঙ্গে
ঝড়ে যাবে নাতো?
তোমার এই নির্মম ঝড়ে পড়ার আলোড়নে,
চোখে লেগে থাকা স্বপ্নগুলি হারিয়ে যায়।
তীব্র শোকে জমে উঠে ক্লান্তি
তোমার নিবিড় ফেরার আকুতির ভিড়।
এভাবে আবেগ কমে, জীবন বাস্তবতা শিখে
আর দম বন্ধ হয়ে আসা মূহুর্তের শেষে
বিচ্ছিন্নতার যন্ত্রনা স্মৃতি হয়ে যায়।
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
চিরঞ্জীব লৌকিক বলেছেন: ভালোই লিখেছেন
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
হ্যাপ্পি নিউ ইয়ার
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা। শুভ জন্মদিন