নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয়তমার চোখ

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪

সময় নিয়ে অনন্ত সুখপিপাসায় কাতর
তোমার স্থির দৃষ্টির চোখ দেখি।
স্নিগ্ধ মুখের ভাজে, জোড়া চোখপ্রান্তে সতেজ প্রেম,
মানসিক ভাষায় চোখে চোখে বিভোর আমাদের দুজনের চোখ।
তোমার চোখে হারায় আমার চোখ।
আমার চোখের প্রথম প্রেম
সে আমার প্রিয়তমার চোখ।

তোমার চোখের স্বরলিপি খুড়তে
প্রাণোচ্ছল ভালবাসায় তোমার চোখের দরজা খুলতে খুলতে
গভীরে যেতে থাকি
আমি উদ্বেল, যখন দেখি মুগ্ধ দৃশ্য-
তোমার প্রতিশ্রুতিশীল গভীর চোখ দেয়ালে
জলজ লতা আর বনফুলে পরিপাটি সাজানো আমার মুখ।
আমি আরো উচ্ছ্বাসে মানসসুন্দরী’র মনোহারিণী চোখের অলিতে গলিতে
হাটতে হাটতে চোখের গহীনে
বিশাল একলা পাহাড়ের চুড়ায় উঠে পড়ি।
সেখানে দেখি জীবনের দুষণে ক্লান্ত বিমর্ষ ব্যথিত চোখ-
স্মৃতি পীড়নে সে চোখের অশ্রুদাগ ছুঁয়েছে পাহাড়।
আমি সেই জলরেখা ধরে চলতে চলতে
চপল চোখের গভীর বিস্তীর্ন চোখজলের মোহনায়
এসে পড়ি-
আমি বিষণ্ন মনে হাটু ভেঙ্গে
চোখজলের বালূচরে বসে পড়ি আর চিৎকার করে বলি
আমায় ক্ষমা করো
শোকার্ত হৃদয় নিংড়ানো চোখজল উৎপাদন বন্ধ করো।
কানে কানে বলি-
যাপিত জীবনের অশ্রু মুছো,
চিরকাল কারো দু:খ থাকে না।

হে আমার প্রিয়তমার চোখ।
হাজার মানবীর চোখের ভিড়ে
তোমার জোড়াচোখে ডুবে ভুলি সব শোক।
বেচে থাকার প্রয়োজনে একজোড়া চোখ
জীবনের বিকল্প শুধু চোখ,
চোখের টানে চোখ, তোমার যুগলচোখ।
আমার চোখের প্রথম প্রেম
সে আমার প্রিয়তমার চোখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.