নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত রাতের ছায়া

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

ইচ্ছে করে হারিয়ে যাই পরিচিত শহর থেকে
তারপর সময় নিয়ে স্মৃতিহীন মরে যাই।
ইচ্ছে করে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি,
ঘুমের ভিতর মৃত্যুর পরের জীবনে চলে যাই
ওপাশ থেকে ঘুরে ঘুরে জীবিতদের দেখি।
ইচ্ছে করে পৃথিবীর ভিতরে নেমে যাই,
নামতে নামতে পূর্বপুরুষদের সুখ দু:খ অনুভূতি ছুয়ে
অভিজ্ঞতায় নুজ্য হয়ে ওপাশ দিয়ে বেড়িয়ে পরি।
ইচ্ছে করে সংসারের জেনারেশন গ্যাপ তাড়িয়ে
বাবা মাকে সমবয়সী বানিয়ে ফেলি।
ইচ্ছে করে চারপাশ জ্বালিয়ে পুড়িয়ে
ধ্বংসঝজ্ঞের মধ্যে বুদ্ধ আসনে বসে পড়ি।
ইচ্ছে করে মোমের মতো গলে নিজেকে বিলীণ করে শূন্যতায়
নিজের বিদেহ মৃতছায়ায় বসবাস করি।
ইচ্ছে করে তীক্ষ্ণ চাহনিতে নষ্টদের অজ্ঞান করে ফেলি ।
ইচ্ছে করে উঠতে উঠতে সাত আসমান ছিড়ে উঠে যাই
তারপর চিত হয়ে নিজেকে ছেড়ে দেই,
উপর থেকে অনন্তকাল পরতে পরতে
অতীতকাতরের মানসিক দাসত্ব থেকে নিজেকে মুক্তি দেই।
আজ ক্লান্ত, ক্লান্ত, হৃদয় অশান্ত অশান্ত।
ঝাপসা ঝাপসা চেনামুখ।
দূরে, সীমানা বিহীন দূরে কিছু আলো।
খেয়া ঘাটে নেই মাঝি।
বর্ষনমুখর সন্ধ্যায় গচ্ছিত কষ্ট নিয়ে,
হাহাকারের অন্ধকারে ঘনীভূত শোকে বহুদিন শুয়ে আছি,
একাকিত্ব অরণ্যের চারিদিকে
আত্ম হননের ক্লান্ত রাতের ছায়া।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

মোঃনাজমুল হাসান বলেছেন: Valo Laglo........Chaliye Jao......

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

মারুফ মুনজির বলেছেন: অনেক ধন্যবাদ,

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

চিরন্তন মহাশূন্য বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে…

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

মারুফ মুনজির বলেছেন: অনেক ধন্যবাদ, আমার কবিতা ভালো লাগছে, এটা আমাকে আনন্দ দিচ্ছে, ধন্যবাদ

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

মোঃনাজমুল হাসান বলেছেন: Click This Link

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

মারুফ মুনজির বলেছেন: ঘুরে এলাম আপনার ব্লগ থেকে, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.