নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

চলে যা মন খারাপ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫


খুব ইচ্ছে করে বিষন্নতা থেকে বেড়িয়ে পড়ি,
বন্ধন ছেড়ার তুমুল কষ্টের দরজা পেরিয়ে
ঢুকে পড়ি বৃত্তবন্দী
একা ঘরের একলা উদাস জীবনে।
দু:খদাগ মুছে কিছু কিছু স্মৃতি, না পাওয়া
চাপা পড়ে থাক গাঢ় অতীতে।
অচেনা থাকুক কিছু মুখ, চেনাসুখ।
থেমে যাক জীবন গতির স্রোত ।
আজ বিষাদ ছুঁয়েছে মন,
স্মৃতিনষ্টের তুমুল অস্থিরতায় থেমে থাকা অর্থহীন জীবন।
গৃহ বন্দী একলা থাকার অতল রুগ্নতায়
ঘুম হারিয়েছে চোখ।
সুতো ছেড়া ঘুড়ি হয়ে উড়ছি,
পতনের ঘোরে ঘুরছি,
ভিতরে ভিতরে দৃশ্যহীন দগ্ধের অনুভূতিতে পুড়ছি ।
তোমাদের থেকে বিচ্ছিন্ন হবার অক্ষমতার ভীষণ যন্ত্রণায়,
অনিয়ন্ত্রিত মলিন অনুভুতিতে একাকী ক্লান্ত ।
ভুল অস্তিত্বে বিশুদ্ধ ভালোবাসার বিড়ম্বনায়,
নিজস্ব নারীর নষ্ট হবার অবসরে,
হৃদয়ে হৃদয়ে খুজছে সাবলেট।
লক্ষ্যহীন জীবনের বিষণ্নতায় আটকে গেছে জীবন।
সন্দেহ, অবিশ্বাস, অবিশ্বস্ততার একাকীত্বের প্রদাহ যাতনায়,
চারিদিকে আত্মহননের ডাক।
নির্জনতার গাঢ় রাত্রির অন্ধকারে, ক্রমশ গম্ভীর মৃত্যুর আহবান।
আত্মঘাতী ঘনীভূত শোকের সমাপ্তিহীন আর্তমৌন কান্না।
বোধের দেয়ালে করাঘাত শেষে
একাকীত্বের অরন্যের জানালা খুলে বলি চলে যা মন খারাপ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

গেম চেঞ্জার বলেছেন: নির্জনতার গাঢ় রাত্রির অন্ধকারে, ক্রমশ গম্ভীর মৃত্যুর আহবান।
আত্মঘাতী ঘনীভূত শোকের সমাপ্তিহীন আর্তমৌন কান্না।


চমৎকার কাব্য । লিখে যান ।

সঙিহীন সুগভীর কূয়োর অনেক অনেক নীচে
অস্থিথাপক এই কূয়োর তলায় বাসা বেঁধেছি ।
একটু নীচেই আছে পাতাল জগৎ
নাহ । আমি উপরে আসব না । তুমি চলে যাও ।
আমি পাতালবাসীর সাথেই থাকতে চাই

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

মারুফ মুনজির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ একটি কবিতা , ভীষণ ভালো লাগলো । আপনার কবিতা আমার মনের শুকনো নদীতে পানির জোয়ারে ভাসিয়ে দিলো ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

মারুফ মুনজির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন.।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর্+

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: চমৎকার হয়ছে ভাই। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.