![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেকদিন প্রাণখুলে কথা বলিনা
আমরা কেউ কারো হাসি দু:খ, পছন্দ পারস্পারিক শেয়ার করি না।
আমরা অনেক দিন পুর্ন দৃষ্টিতে চোখে চোখ রেখে কথা বলি না।
আমরা লোক সমাজে বলি ভাল আছি,
আমাদের মাঝে প্রগাঢ় সম্পর্ক, অকৃত্রিম হৃদয়যোগ।
অথচ এর আড়ালে মিথ্যা লুকিয়ে আছে।
আমরা চিত্তের মহাশূন্যতায় ক্রমান্বয়ে নি:স্ব,
জীবন থেকে বিচ্ছিন্নতায়
রক্ত কনিকায় আর্তনাদ,
আমরা পরস্পর গোপন করি কান্নার অভ্যাস।
আমরা অন্যদের সাথে ঘুরতে, হাসতে, কথা বলতে স্বতস্ফুর্ত।
আমরা অন্যদের সঙ্গ এনজয় করি,
আমরা অন্যদের সাথে খুব হাসাহাসি করি,
মানুষ ভাবে আহ কত প্রাণবন্ত, কত আনন্দের উর্বর উতস।
অথচ এর ভিতরে ভিতরে আমাদের জমে থাকা
দু:খ যন্ত্রণার মুক্তি দেই।
এর মাঝে আমাদের জীবনের উপসংহার খুজি।
আমরা নিজেদের সাথে কথা বলতে গেলে কথা খুজে পাই না।
আমরা কতদিন নিজেদের কথা বলি না,
আমরা দেখা হলে একে অপরকে মনহীন শরীর দেই,
দূরে গেলে নিয়ম মেনে কিছু কথা বলি।
এই তো আমাদের জীবন, এইতো সম্পর্ক।
এইতো হাহাকারের মরুভূমি, উদ্বেগপূর্ন জীবন।
আমরা একে অপরের অনেক কাজ অপছন্দ করি কিন্তু কাউকে বলি না।
আমরা কষ্ট পাই কিন্তু মানসিক সংযোগ স্থাপন করি না।
আমরা কেউ কাউকে বিরক্ত করতে চাই না।
আমরা অনেক দিন একে অপরকে বলি নাই- আমি তোমাকে ভালবাসি।
আমাদের জীবনে প্রতিদিন নি:সঙ্গ রাত আসে,
আমরা পরস্পর অনুভব করি আমাদের দূরত্ব।
আমাদের পুরনো নি:শেষ স্মৃতি রোমন্থনে
বর্তমান সম্পর্ক চলে ক্ষীণ ধারায়।
ক্রমশ মানসিক টানাপোড়নে
মনের অভ্যন্তরে হৃদয় পোড়ার গন্ধ।
কখনো গভীর রাতে বা দিনের কোন সময় হঠাত করেই
আমাদের কিছু প্রাণবন্ত দিনের স্মৃতি মনে পরে যায়।
তখন আমরা আবেগে আপ্লুত হই,
মন খারাপ করে সব কাজ ফেলে রাখি।
আমরা দুজনে চাই আগের মতো সম্পর্ক হোক আমাদের,
কেউ একজন আগে ফিরে আসুক।
আমাদের মনটানে, কিন্তু বাস্তবতায় আর অনেক দিনের জড়তায়
আমরা উদ্যোগ নেই না,
আমরা আমাদের অনুভূতি নিজেদের ভিতরে চাপা দেই,
সেসব কথা কেউ কাউকে বলি না।
কখনও কখনও এভাবে আত্মিক সম্পর্কহীন,
পারস্পারিক চলার কষ্টে আমরা মরে যেতে চাই।
আমরা তুমুল কষ্টের মাঝে,
এখন সম্পর্কের শেষ পরিণতির অপেক্ষায়।
বিনাশের মাঝে অবিনাশী চিরন্তন সম্পর্ক খুজি।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।