![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রস্থানের পর থেকে নির্বাক বেঁচে থাকা,
নিসঙ্গতার শহরে গভীরতর শব্দহীন কান্নার জীবন।
তোমার চলে যাওয়ার পর-
প্রতিটি রাত পুঞ্জিভূত স্মৃতিরোমন্থনের প্রহর,
প্রতিটি সকাল বিষণ্নতায় আর্দ্র দু:স্বপ্নের।
তোমাকে হারানোর পর-
ক্রন্দনসিক্ত চোখে উদ্বেল বিপর্যস্ত হৃদয়,
শোকভারে নতদেহ।
বিশ্বাস করো- তোমার সঙ্গ ব্যাকুলতায়
আজ ভীষণ একলা নিরুপায়।
নির্বিকার এক দৃষ্টির প্রতিটি বিকেল।
বিশ্বাস করো- তোমার স্পর্শরহিত দূরত্বে
ঘুম হয়না বহুকাল।
দীর্ঘ প্রেমহীনতায় অধিকতর ক্লান্ত শরীর,
অস্তিত্বের ভূভাগে ফাটল,
মগজের মেঝেতে মৃত্যুচিন্তার আনাগোনা ।
প্রতিটি বিরহী সন্ধ্যায় শব্দাতীত বধিরে
তোমার অপোয় থাকি।
কত কাছে হায়, তবু কত দূর।
কতকাল লেখা হয়নি প্রণয়কথার চিরকূট।
বহুকাল উষ্ণ শব্দে তোমার কন্ঠ শুনিনা।
আমাদের মাঝে মৌনতার দেয়াল।
দূরত্ব কেবল মনের।
রাতভর মর্মঘাতী নৈঃশব্দ,
জীর্ণ দেয়ালের ফাকে বন্দি,
উৎকন্ঠিত বাঁধনহারা হৃদয়ের উঠোনে
পরে আছে পুরনো কিছু আশা,
তোমায় ফেরার দৃপ্ত দাবি।
আজ দাড়িঁয়ে একা তোমার দরজায়।
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪
মারুফ মুনজির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার কবিতা । কবিতায় প্লাস
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা-
শুভাশিস- সতত...