নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

রোজ কাচা রোদে মৌনতার ভোর আসে

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

কতদিন চোখ তোমায় দেখেনি
কতদিন তোমায় স্পর্শ করিনি,
কতদিন তোমার সান্নিধ্যে আসিনি,
কতদিন তোমার অপেক্ষায় ।
কতদিন হয়নি ধুসর আলোয় মুখোমুখি গাঢ় নিবিড় আলাপন।

আজ তুমিহীনা নিতান্ত নিসঙ্গতার অনুশীলনে-
রোজ কাচা রোদে মৌনতার ভোর আসে।
সবুজ ঘাসে ঝরা শিশিরের রুপালি জলে তোমার মুখ ভাসে।
আজ নিসর্গহীন নির্বিকার দৃষ্টির প্রান্তর,
আজ নিরন্তর ভাবনার আঙিনায় শুধুই তুমি।
আজ বিচ্ছেদে নিস্তব্দতার দীর্ঘ রজনী।

অনেকদিন অচেনা মুহূর্তে সুন্দরভাবে একা হতে পারিনি।
অনেকদিন পাইনি বাহুবন্ধনে আবদ্ধ উষ্ণ রক্তের তাপ।
অনেকদিন একক পৃথিবীতে নিসঙ্গতার কারাবাস।
অনেকদিন তৃপ্তকন্ঠে তুমুল আড্ডায় কাটেনি বিকেলের অবসর।

আজ মর্মন্তুদ চিতকারে দুচোখে অতীতপীড়নের জলকনা,
আজ নিবিড় আর্তনাদে, বিরহ বেদনার গন্ধ ঝরে কুয়াশায়।
আজ অন্তিম নিশীথে, অন্ধকার বিছানায় পুরোনো হৃদয়ে শোকের বিস্তার।
আজ ব্যবহৃত নশ্বরজীবনে দিগন্তব্যাপী বেদনাবোধ।
আজ পৌষের রাতে নিস্তব্ধতায় নির্লিপ্ত রোদনে ভিজে চোখ।

তুমি নাই তাই বিষণ্ন স্বপ্নে আমার ভীষণ দু:সময়।
তুমি নাই তাই শূন্যতাভর্তি আমার আকাশ।
তুমি নাই তাই অবিশ্বাসী দৃষ্টির দূরত্বপ্রাচীর।
তুমি নাই তাই স্পর্শকাতর সংজ্ঞাতীত দেহভরা ক্লান্তি।
তুমি নাই তাই ঘরে ফিরতে ইচ্ছে করে না,
তুমি নাই তাই লোকে বলে আমি কাজ পাগল।

আজ তুমি কেনো বহুদূরে
আর কতকাল গেলে বলবে “ভালবাসি”।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার কবি।

২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার কাব্যগাথা। ভালো লাগলো খুব। এগিয়ে যান কবি ভাই । শুভাশিস রইল।

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.