![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা, ইচ্ছে করে তোমার ও চোখের ভিতরে মরে যাই
অনন্তকাল ও চোখে থেকে যাই।
সমুদ্রের গভীরতা দেখিনি,
দেখেছি তোমার চোখের চোরাবালি,
আমি ডুবে যেতে চাই
আমি ডুবে যেতে চাই
তোমার চোখের ভিতরে মরে যেতে চাই ।
বালিকা, ওভাবে তাকিও না
চোখে চোখ রাখলেই আর কোথাও তাকাতে পারিনা,
আটকে যাই ও অনিমেষ চোখের নীড়ে,
খুজে পাবো হাজার বছর পড়ে
তব চোখ হাজার চোখের ভীড়ে।
বালিকা, ওভাবে তাকিয়েও না
দৃষ্টির দাবানলে পুড়ে হই ছাই।
তোমাকে যদি না পাই।
ও চোখের চক্ষুশুল হতে চাই,
কিছুটাতো চাই, কিছুটাতো পাই ।
আজ যদি নিভে যায় চোখ।
নেই কোন ক্ষোভ,
আমি দেখেছি তোমার পরিচিত চোখ,
আমি দেখেছি পৃৃথিবীর সব শরতের ভোর।
হায় কি অনি:শেষ রূপ, এক মানবীর।
বালিকা, অতোটা হৃদয় চাই না
শুধু আমারে রেখো ও চোখের চৌকাঠে।
ডুবে মরি ও চোখের অতলে।
আমাদের প্রেম হোক অবিনশ্বর এ মহাকালে।
বালিকা, নির্বাক চোখে কত ভাষা আর আশা
কত হাজার হাজার শব্দে
মুগ্ধতর দৃষ্টির জলে চেনা আকুলতা।
বালিকা, ওভাবে তাকিও না
কি নির্ভেজাল উজ্জল চাহনি,
হোক আজ জানাজানি, হৃদয়ের ধ্বনি।
নীরব প্রেমের আহবানে
বুকে বাজে হৃদয়ের থরথর কাপুনি ।
©somewhere in net ltd.