নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

মুখ নয়, মুখোশের ভীড়

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫০

আমি কেন কাঁদি, অন্যজন হাসে
আমি কেন ঈর্ষায় পুড়ি সুখী মানুষের ভিড়ে,
আমার স্বপ্ন কেন ভাঙ্গে কিছু না পাবার আগে?

কি যে হলো আজ
দু:খ নিতে চাই না তাই দু:খ আসে,
সুখ চাই তাই দু:খ আমাকে ভালবাসে।

মনের মধ্যে দুর্ভাবনার ঝড়,শান্তির আকাল,
ঘুর্ণমান রক্তে আর্তনাদের চলাচল।
জীবনের মানে কি ব্যর্থতার মহাকাল?

বারবার কেন জীবনে হেরে, সংগ্রাম করে আর কতকাল?
জীবন মানে কি প্রতিদিন শীতের সকাল?
জীবন মানে কি হতাশায় দ্বগ্ধ শরীরের কংকাল?
জীবন মানে কি দিশেহারা কবরের আধার?
কবে হবে স্থির? কবে হবে আপন সংসার,
কবে হবে স্বপপূরণ, কবে কাটবে অন্ধকার।
কবে হবে আপন জগত নির্ভার।
এটাই কি জীবন?

আমি আমাকে ফিরে পেতে চাই,
আমি আমার নির্ভাবনার আকাশ চাই,
আমি চাই হৃদয় থেকে দু:খ বেরিয়ে যাক।

অপমানবোধে হতাশায় কুকরে যায় কেন মন?
কি নিষ্ঠুর সময়, কি দু:সময়, কি বাস্তব, আশ্রয়হীন জীবন।
বাচাও বাচাও বলে চিৎকার করে ভিতরের মন।
তবু বয়ে চলে নেতিয়ে পড়া অনবরত সংগ্রাম মুখর জীবন।

খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত লাগছে।
হে নিষ্ঠুর পৃথিবী আমায় ক্ষমা করো। আর বল-
এ জীবন আমার নয়, ঐ তো সুখের সম্ভাবনার নীড়
অতীতে ওসব মুখ নয়, ছিল মুখোশের ভীড়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: আমি কেন কাঁদি, অন্যজন হাসে
আমি কেন ঈর্ষায় পুড়ি সুখী মানুষের ভিড়ে,
আমার স্বপ্ন কেন ভাঙ্গে কিছু না পাবার আগে?


শুরুটা অনেক ভাল হয়েছে।
++++

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.