নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

শেষ শুদ্ধ প্রেমিক

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

চোখের সামনে দেখছি কিভাবে ভালবাসা মরে যায়,
কিভাবে আস্তে আস্তে সুন্দর মিথ্যার আবরণে শরীর বেয়ে পড়ছে পাপ,
প্রেমিকা হয়ে যাচ্ছে জ্ঞানী বেশ্যা।
বুকের কার্নিশে তার অনৈতিক সম্পর্কের স্থাপনা।
আন্তরিকতার অন্তঃপুরে লোভের আওয়াজ,
বিশ্বাসের গভীরে অহংকারের খাঁদ।

আর আমার চোখে অপেক্ষার জল,
বিষাক্ত কষ্টের আলিঙ্গনে জর্জরিত দীর্ঘঃশ্বাসময় বুকের প্রান্তর,
বিসর্জনের নির্ঘুম রাতে আমি ঈর্ষা-কাতর প্রেমিক,
এই অপ্রাপ্তির ভিড়ে, বঞ্চনার চাষবাসে বেড়ে উঠে ভাঙনের ধ্বনি
কিছুটা জোর করে পূর্ণ হতে গিয়ে শূন্য হাত পেলাম।

প্রথম দিকে থু থু আসতো এখন আসে বমি
যতদুর চেনা ছিল তার অধিক অচেনা,
ভাবতে পারি না এই নষ্ট মগজের মানুষটা আমাকে ভালবেসেছিল
অপেক্ষার করতে বলে কুৎসিত আর নির্লজ্জ উন্মাদনায় মেতে আছে।

তুমি কখনো নিঃস্ব মানুষ দেখোছো?
দ্বিধাহীন চোখে নির্দ্বিধায় আমাকে দেখো।
দেখবে আত্মার গহীনে মৌন পদাবলীতে হতাশার পঙক্তি,
দেখবে বিরোধ-প্রাচীর ভেঙে তার প্রতীক্ষায় সারাক্ষণ একটি স্বপ্ন,
দেখবে বেঁচে থাকার ক্লান্তিতে, ঘুণে ধরা সম্পর্কের ভারে
দুঃখের গভীর চলাফেরা।
দেখবে নষ্ট মানুষের সংজ্ঞায় ভালোবাসা বদলে গেলো করুনায়,
দেখবে আমার জীবনে প্রশ্নবোধক চিহ্ন ব্যতিত আর কোন যতি চিহ্ন নেই।
দেখবে স্নায়ুর ভিতর, নিভৃত সঞ্চয়ে রুদ্ধশ্বাসের নগরী, বিষন্ন রাজপথ।
দেখবে আমাদের যুগল স্বপ্নের হলফনামার সব স্বপ্ন নির্বাসিত।
দেখবে প্রতারনার হ্যাঙ্গারে মুমূর্ষ ঝুলন্ত ভালবাসা।
দেখবে চোখের জলের অভিমান, উপড়ে ফেলা স্মৃতি।

তোমরাই বলো যে ভালবাসতে ভুলে গেছে
তার জন্য ভালবাসা জমা রাখা যায়?

হে নারী, কেবল তোমারই জন্য আমি পুরুষ
একদিন অনির্বাণ শোকাগ্নিতে পুড়তে পুড়তে বুঝবে
নিখাদ বাস্তবতা শেষে আমি তোমার শেষ শুদ্ধ প্রেমিক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

তানভির আলম অভি বলেছেন: wow ! brother... I'm impressed.

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ ভাই ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.