![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরে হৃদয়ের ব্যথা হৃদয়ে চেপেছি
মিথ্যা আয়োজনে শিখেছি বেচে থাকা
কেউ শুনতে পায়নি বিধ্বস্ত আমার দীর্ঘশ্বাসে চাপা সংলাপ।
অনেক দিন ধরে কিছু অভিমানে দু:খ জমে ছিল মনে,
তোমরা ভাবলে ব্যর্থ মানুষের রাগ দু:খ অভিমান থাকতে নেই
তোমরা বললে আগে সফল হও, তারপর ডিমান্ড করো,
ব্যর্থদের কিছু চাইতে নেই, করুনা নিয়ে বাচতে হয়।
আমার ব্যর্থতা তোমাদের সুযোগ করে দিল,
আমার ব্যর্থতা তোমাদের কঠোর হবার যুক্তি, সুবর্ণ সুযোগ।
আমাকে ফিরিয়ে দেয়ার অজুহাত,
মানুষের দূর্বলতা থাকে, দু:সময় আসে কোন সময়,
অথচ সেটাই আমায় ছেড়ে যাবার পুজি হয়ে গেলো তোমাদের।
তোমরা কেউ আমায় ভালবাসনি, কেউ বুঝতে পারনি কতটা অসহায় আমি
রাত নামে প্রতিদিন, স্টেশনে থামে রেলগাড়ি
গন্তব্যে ছুটে পাখি, আমি কার কাছে যাবো
কে আমার জন্য অপেক্ষায়?
শব্দের অবিরাম অবরোধে, আজ থেকে বোবা হলাম,
আর মৃত অস্তিত্বে বড় বড় অনিমেষ চোখে
তোমাদের দিকে তাকিয়ে থাকবো।
মাঝে মাঝে পুরনো স্মৃতির প্রলোভনে
তোমরা আমার চোখের দিকে তাকিও
তাকাও, কি কিছু দেখলো, দেখলে বঞ্চনার জমানো ইতিহাস
নি:স্ব হবার স্মৃতি, কিভাবে মরে গেলো ভালবাসা,
বিলাপের জমাট পাহাড়।
আমিতো একটু সম্মানের সাথে বাচতে চেয়েছি,
নি:স্বার্থ ভাবে তোমাদের ভালোবাসার আকাঙ্ক্ষা করেছি।
তোমরা আমাকে এতটা নিচ চোখে দেখলে,
এতোটা দয়াহীন যান্ত্রিক হিসাবে দেখলে,
মনে হয় আমার কোন যোগ্যতা নেই,
মনে হয় আমি তোমাদের ভালবেসে ভুল করেছি,
মনে হয় আমার বেচে থাকার অধিকার নেই ।
মনে হয় আমি যা ভাবছি সব ভুল, তোমাদেরটা নিষ্ঠুর সত্য।
তোমাদের মধ্যে এত শ্রেনিবিভাজন,
তোমরা ঠেসে ঠেসে ভরে দিলে দু:খগুলো,
আমি দু:খচাপে তোমাদের চিনে ফেললাম।
তাই এখন থেকে ফ্লাইওভারের নিচে ওদের সাথে থাকব ঘুমাবো,
নির্বাসিত জীবনে তোমাদের সাথে আমি আর নেই।
এখনো বোঝতে পারনি জানি, তোমাদের ভ্রান্তিবিলাসে
কতটা দূরে চলে গেলো তোমার অনিমেষ।
নতুন বন্ধু পাবার লোভে, স্বার্থের দ্বন্ধে
ভুলে গেলে ভালবাসা।
অভিযুক্ত মানুষ আমি,
একজন আমায় গ্রহন করেনি,
প্রেজেন্টএবল জীবিকা নির্বাহের উপকরন নেই বলে।
পরিচয় দিতে লজ্জাবোধ করে,
হায় হায় কিভাবে মানুষের সামনে বলবে,
একে আমি একসময় ভালোবেসেছি,
ব্যক্তি মানুষ কিছু নয়, প্রেম আকাঙ্ক্ষা মূল্যহীন,
সমাজে বাচতে হলে চাই যুগল সমতার স্ট্যাটাস,
এই অপমানে আমি স্মৃতিশূন্য হতে চাই,
তোমাদের অবহেলা আমাকে মনে করিয়ে দেয় আমি পরাজিত।
তোমাদের দেখলেই মনে পড়ে আমি ব্যর্থ পরাজিত,
পরাজিত ভাবনার দহনে মানসিক বিকারগ্রস্থ আমি,
বিচ্ছিন্ন হয়ে যাই, আয়নাতে নিজেকে মনে হয় অচেনা কেউ
হে পরিচিত, আর কতোবার মরতে বলো?
তোমাদের কাছে বেশি কিছু চাইনি
একটি স্বাভাবিক জীবন চেয়েছি
সবুজ কচি কলাপাতা, উড়ে যায় বালিহাস, বিস্তীর্ণ হলদে সরষে ক্ষেত,
ধান ক্ষেতের পাশে দাড়িয়ে তাল গাছ, শরতের ভোর
শূন্যের নীলিমায় সাদা মেঘ, প্রণয়ের তাড়না,
মিলনের সুখস্মৃতি, স্বপ্নের সঞ্চারে ঝিলিকলাগা চোখের কোণ
আহ কি জীবন ছিল আমার।
আর এখন ছন্দহীন এক ঝুলন্ত বাদুর, অযাচিত বয়সের ছাপ,
অপার শূন্যতা কোষে, নীল শিরায় ভেঙ্গে পড়ে অস্থিরতা,
চোখের তারায় একাকী নিবিড় বিরহের দৃষ্টি, শূন্য ডাকবাক্স,
খুলে যায় মৃত্যুর জানালা,
রক্তে আমার কাপান লাগায় অতীতের দীর্ঘশ্বাসেরা
আত্মমুখী, নির্জন বিরহলোকের অধিবাসী আমি।
বেঁচে থাকার লোভে, স্বপ্নের উগ্র আহবানে
আমি দারুণ স্থির হতে চাই
কেউ কি হবে আমার দু:সময়ের সাথী?
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
আজহারুল ইসলাম সোহাগ বলেছেন: ata mara
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল! চমৎকার!
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
সবই হবে, আমাদের পরস্পরকে সাহায্য করতে হবে; কবিতায় অনেক হৃদয়ে জমে থাকা জীবনের কথা বলা হয়েছে; ভালো