![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ভালবাসাহীন
খুব ভালবাসতে ইচ্ছে করছে।
হৃদয় নিংড়ে নিংড়ে আদি অন্বেষণে
আরও পৌরুষস্পন্দিত ভালবাসতে চাই।
কিন্তু কাকে ভালবাসবো?
একজন কে ভালবাসতে ছেয়েছিলাম,
তিনি কিছু শর্ত দিলেন
আমি তুমুলভাবে শর্ত পুরণে চেষ্টা করলাম।
ভালবাসা নিতেও কি শর্ত দিতে হয়?
এরপর অপ্রার্থিত দূরত্বে, কত দূরে তুমি
আমার জীবনে বোধের তীব্রতায়, ভাবনার গন্ডিতে নিঃশব্দ।
তবু হৃদয় ভুলে না হৃদয়ের মায়া।
ভালবাসার দাসপ্রথায় আমার ব্যক্তিজীবনে ক্ষয় ও শূন্যতা, ভাঙন।
স্বপ্নের মৃত্যু, ধ্বংস ও বিচ্যুতির দীর্ঘশ্বাস,
ক্রমাগত বিমর্ষ একঘেঁয়েমিতে জীবন সংকীর্ণ।
হে মর্ডানিজমের নারী
বহুগামী ভালবাসায় নিসঙ্গ তুমি, প্রেমের একনিষ্ঠতা খুজতে খুজতে
ভালবাসাহীন সঙ্গমের শরীর পেলে।
পুরোটা শরীর তার বা তাদের দখলে থাক
শুধু একটা অনুরোধ, হৃদয় রেখোনা ঐ শরীরে
যে হৃদয়টা একবার আমাকে দিয়েছিলে।
সে হৃদয় আমারই থাক
তোমার থাকুক ভালবাসাহীন একটা জীবন।
হে ইশ্বর- বিশুদ্ধ করো আমায়
পাপের পুরু আস্তরণে, আত্মব্যঞ্জনের দহনে বিপন্ন আমি।
রাত ১১.৪৮/ ১১.১২.১৬
©somewhere in net ltd.