নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যার সারাংশ

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

ইদানিং চোখ বুজলেই দেখি আদিম গুহা চিত্র,
নাচঘরে নুপূর বাজছে,
মটরদানার মতো ক্ষুদ্র কালো টিপে সজ্জিত প্রেমিকা
চোখে প্রখর প্রণয়ের প্রাচীন অভ্যাস
শিল্পরূপ আবিষ্কারে বনিতা শয্যায় উৎপন্ন হয় যৌনতা

আমি এলোমেলো-
করাতকলে আড়াআড়ি শুয়ে নিজেকে
ছিঁড়ে ফেঁরে দেখি চাঁদের মতো নিঃসঙ্গ।
মাথায় বিরতিহীন জাহাজ ভাঙার সুরের রোদন,
অ্যাকোরিয়ামের রঙিন মাছের মতো ভীষণ একা।

অপেক্ষার সংকেত বুঝে না আমার প্রেমিকা।
ভালবাসি বলে প্রতিদানে সমর্পিত শরীর দিয়ে যায়,
নিঃশ্বাসের কাছাকাছি গিয়ে বলি- প্রেমিকা একটু একনিষ্ঠ প্রেম দাও।
নিজস্ব নিসঙ্গতা ভরাটের আত্মমন্ত্রনায় প্রেমিকা ভাগাভাগি করে মন।
আমি উত্তাল নির্মম প্রেমিকার মানসপথ নির্নয়ে দরকষাকষি করি,
যেভাবে হয় মাংসের দোকানে কেজিতে কেনো আড়াইশ গ্রাম হাড়।

হে ঘুমবতী কন্যা-
সম্পর্ক মাথা দিয়ে মাপিনি, হৃদয় দিয়ে মেপেছি।
তোমাকে হারিয়ে, নি:স্ব হবার ক্লান্তি আসে।
নষ্ট ঘড়ির মতো এক স্থানে আটকে গেছে জীবন।
তামাকের গন্ধে ধুসর বেডরুম,
মুঠোয় মুঠোয় শূণ্যতা, মাতাল নিঃশ্বাস।
বাসি পত্রিকা, পুরনো বাজারফর্দ, মরাডাল।

প্রেমিকা, পেয়ে গেছি জেব্র্রাক্রসিং
গভীর নীরবতার দিকে যাচ্ছি।
ঠিকানা দেয়া আছে খুব তাড়াতাড়ি পৌছে যাবে
ময়না তদন্তে আত্মহত্যার সারাংশ।
সেদিন অন্তঃস্থ আলাপে
নিশীথ বাতাসের শূন্যতায় উড়িয়ে দিও কিছু শোক প্রস্তাব।

১৮ জানুয়ারি ২০১৭, রাত ১.০৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


লোকজন আগামী শতাব্দীর কবিতা লিখছেন, মনে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.