নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

এই শহরে কবিরা আর নিরাপদ নয়

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

একটি মৃত্যুতাড়িত স্বপ্নকে হত্যা করতে হবে
এই মৃত্যুর সাথে অন্তহীন অপেক্ষার তোমার বিনাশ হবে।
ক্রন্দিত অনুতাপে, অবহেলার প্রাচীর ভেঙ্গে—
আমার উপেক্ষার আকাশে নামবে অনাবিল মুক্তির বৃষ্টি।
এখন প্রতিদিন আত্মরচিত খুনের পরে—
অনাকাঙ্খিত তোমার মৃত্যুর অপেক্ষায়।
এভাবে নিপুণ নিপীড়নে অষ্টপ্রহর তুমি খুন হও বারবার।

প্লিজ, বেমানান এই মৃত্যুচেতনায় খুন হয়ে যাও।
তুমি ছাড়া তোমাকে হত্যার নকশা কারো জানা নেই।
জানোতো, আন্তরিক ভালোবাসলে খুনি হতে হয়।
জানোতো, মৃত্যুর পর জানা যায় জীবিতদের গোপনীয়তা।
ভালোবেসে এই শহরে কবিরা আর নিরাপদ নয়

১৯ এপ্রিল, ২০১৭। রাত ১.৫৫

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ক্রন্দিত অনুতাপে, অবহেলার প্রাচীর ভেঙ্গে—
আমার উপেক্ষার আকাশে নামবে অনাবিল মুক্তির বৃষ্টি।
এখন প্রতিদিন আত্মরচিত খুনের পরে—
অনাকাঙ্খিত তোমার মৃত্যুর অপেক্ষায়।
এভাবে নিপুণ নিপীড়নে অষ্টপ্রহর তুমি খুন হও বারবার।
সুন্দর +

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +

ভালোবেসে এই শহরে কবিরা আর নিরাপদ নয় কিন্তু কবিরা এখন শহরে নিরাপদ?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.