নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

জীবিকা নির্বাহ

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

আমার জীবনে আজ তুমি নেই
‘না’ বলে চলে যাওয়ার পথে সেদিন থেকে তাকিয়ে।
তোমার কাছে একটা জিজ্ঞাসা ছিল
প্রেম দিয়ে কি জীবন পাওয়া যায়?
মধ্যবিত্ত ইচ্ছের কাছে প্রেম কি দ্বিধাগ্রস্থ?

তুমি যতদুরে যাও আমার সীমানা ছেড়ে
তোমাকে মনে পড়ে ক্ষোভে, অপ্রেমে।
অপারাজিতার রঙের মত গাঢ় নীল বিরহে,
বেদনার জড়াজড়িতে
লুকোতে পারিনা তোমার প্রতি আসক্তির ক্ষত।

তুমি চলে যাওয়ার পর আমি অনেক স্বাধীনতা পেয়েছি
এখন আর আমাকে ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়না
বিচ্ছেদ ভয়ে কাতর হয়ে পড়ি না।
ভবিষ্যতের দুশ্চিন্তার শঙ্কামুক্ত,
আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই।

তুমি চলে যাওয়ার পর
উপচানো বিস্ময়ে, অতৃপ্ত অসুখে-
স্মৃতির বিবর্ণ উপকূলে ঝরে বিষন্নতার ক্লান্তবৃষ্টি।
লাশভর্তি কফিনের পাশে নীল খামে দূরের চিঠি।
অভিমানে প্রেমিকের প্রার্থনায় অভিশাপ।
মৈথুন শেষের নির্জনতায়, চোখ ক্রমাগত হারাচ্ছে বিশ্বাস।
স্নায়ুর বিপন্নতায়, হৃদপিণ্ডের দেয়াল ছিঁড়ে কবিতা জন্ম নেয়।
মধ্যরাতের দীর্ঘশ্বাসে ভরে উঠে নীল কবিতার খাতা।
এভাবে আমাদের স্পর্শদূরত্বের সম্পর্ক
শব্দচাতুরিতে বিক্রি করে জীবিকা নির্বাহ করি।

রাত ২.৫৫, ২১ এপ্রিল ২০১৭
প্রগতি স্বরণি, ঢাকা

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

গোধূলির * পথচারী বলেছেন: তুমি যতদুরে যাও আমার সীমানা ছেড়ে
তোমাকে মনে পড়ে ক্ষোভে, অপ্রেমে।

দারুন+ । তবে লেখকের উচিৎ নিজের জীবনকে অনেক বেশি ভালোবাসা।

২| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ক্লে ডল বলেছেন: ভাল লাগলো। সুন্দর লিখেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.