নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

নীল শাড়িতে তুমি

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

বৈশাখের প্রথম প্রভাতে,
দৃষ্টিসীমানায় স্নিগ্ধ নীল শাড়ীতে
তোমাকে দেখতে দেখতে মনে হচ্ছিল
তুমি শিল্পীর তুলিতে আঁকা দূর নীলাচলের নীল ঘাস ফুল।
না না তুমি নিবিড় নীলের নীল অভিলাষী
নীল জলের নীলোৎপল।

তোমার দিকে অনিমেষ দৃষ্টিতে
আকাশ হয়ে পড়ে নীলশূন্য।
মৌণ দেহের ভাঁজে নীলাম্বরী শাড়ির ছাড়া আঁচলে
তুমি তখন শরতের নীলিমায় নীল প্রজাপতি।
তোমার নীল শাড়ির সুখে আকাশ খুঁজে পায় নীলিমা,
বিশুদ্ধ আত্মার ঘ্রাণে, ময়ূর ফিরে পায় সৌন্দর্যের নীল দেহ।

নীলাদ্রিতা,
মাছরাঙার নীল ছুঁয়ে নীল শাড়িতে তুমি,
তোমার চপল চোখের রক্তিম ঠোঁটের হাসিতে
ঝরে পরে দুস্পাপ্য নীল জোছনা।

নীল বসনে তুমি, নীলে ভরা সুন্দর।
তুমি মরক্কোর নীল শহরে, নীলের রাজত্বে পূর্নিমার নীল চাঁদ।
তুমি বসন্তের নীলমনি লতা, তুমি গ্রীষ্মকালের নীলচে ‘লোবেলিয়া’।
তুমি নীল তাপসী, নীল মনিহার, নীল আকাশের নীলাঞ্জনা।
তোমার নীলিম শাড়ির আঁচলের ভাঁজে
লুকানো কবির নীল কবিতা।

তুমি আমার আত্মহত্যার নীল করবী
তোমায় ছুঁয়ে নীল ব্যাধিতে,
আমার নীল শিরায় বহমান বিরহের নীল বিষ।

রাত ১০.১০, ২২ এপ্রিল ২০১৭
প্রগতি স্বরনি, ঢাকা

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২

আমি চির-দুরন্ত বলেছেন: ভাল
বেশ ভালো । পুরাই নীলে নীলায়িত বর্ননা।

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীলের মত সুন্দর

ভাল লাগল অনেক

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ধ্রুবক আলো বলেছেন: নীলে নীলায়িত কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.