![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চলে যাচ্ছো- চেনা শহর থেকে।
সবকিছু শূন্য শূন্য মনে হয়।
চোখে মৃত্যুর মত অন্ধকার।
শহর এখন নিঃস্ব নগরী,
ভাবনার দুয়ার খুলে তোমার ভরপুর স্মৃতি।
তুমি চলে যাচ্ছো-
বিউগলে শোকের সুর।
তোমার জন্য মন খারাপ।
অস্থির চোখে জল জমেছে।
বাহিরে এতো মানুষ, এতো শৃঙ্খলা
আমি নিজের মতো একা হতে পারছি না
একটু আড়াল পাচ্ছি না যে, হু হু করে প্রাণ খুলে কাঁদবো।
হে ইশ্বর আমি কাঁদতে চাই, আমি কাঁদতে চাই।
তুমি চলে যাচ্ছো-
অনুভূতি প্রকাশের শব্দগুলো এলোমেলো।
সমস্ত শহর জুড়ে বৃষ্টি,
জীবনের শূন্য ক্যানভাস।
ভালো লাগছে না কিছু, ভালো লাগে না কিছু।
সত্যি চলে যাবে? প্লিজ একটু তাকাও
এইতো আমি, এই তো আমি তোমার অনিমেষ।
বধুয়া, যদি সত্যি জানতে চাও-
বুকের উঠোনে সঙ্গগোপনে শুধু তুমি, শুধুই তুমি
১৮ জানুয়ারি, ২০১৭, রাত ১০।২০
নিকুঞ্জ ২ খিলক্ষেত
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪
মারুফ মুনজির বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
অবনি মণি বলেছেন: তুমি চলে যাচ্ছো-
অনুভূতি প্রকাশের শব্দগুলো এলোমেলো।
সমস্ত শহর জুড়ে বৃষ্টি,
জীবনের শূন্য ক্যানভাস।
আমিও চলে যাচ্ছি এই চেনা শহর থেকে!!
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫
মারুফ মুনজির বলেছেন: আবার আসবেন এই চেনা শহরে, আপনার অপেক্ষায়
৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯
অবনি মণি বলেছেন: এতো যানজটে আমি নাই !! শান্তি চাই !!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা