নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

বেওয়ারিশ পাণ্ডুলিপি

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

তোমাকে খুব মনে পড়ে—
যখন দেখি রূঢ় বাস্তবতায় সবকিছু এলোমেলো,
যখন পুরনো অতীতের ভালোবাসা কষ্ট হয়ে লাগে।
যখন গাঢ় শূন্যতার হাহাকারে কোথাও স্থির হতে পারিনা,
যখন একাকিত্ব অরণ্যে চরম নিসঙ্গতায় কেঁদে ফেলি।

তোমাকে খুব মনে পড়ে—
যখন তুমি আমার প্রবাহমান বর্তমান জীবনে
আকস্মিক ঝড়ের মতো
মাঝে মাঝে এসে এলোমেলো করে দাও।

তীব্র ভালোবাসায়
তোমার চলে যাওয়ায়
আমি প্রতিবাদ করতে পারিনি।
উচ্চস্বরে বলতে পারিনি ঘৃণা করি তোমায়।
প্রেমিক থেকে কষ্টের প্রাচীরে আটকে পড়া শরণার্থী।

আমি প্রকাশ করতে পারিনি—
বিরক্তি, বিতৃষ্ণায়, বিচ্ছেদ যন্ত্রণাবোধে
তোমার প্রতি কুৎসিত ঘৃণা জাগে।
আমি যতো বলি শান্ত হও, গোপনে রাখো ঘৃণা।
তত ঘৃণার পাহাড় জেগে উঠে।

আমি বলতে পারিনি—
বৃষ্টি ভেজা রাতে ঘুম গুঁছিয়ে একাকী নির্ঘুমে,
স্মৃতিমন্থনে ঘৃণা সঞ্চয়ে ভালোবেসে জিঘাংসু।
পুরোনো খামের ভাঁজে চিঠির ভালোবাসা নির্বাক।

আমি জানাতে পারিনি—
অমাবস্যার মতো আলোহীন, স্থবির আমার বনসাই জীবন।
আনন্দ বলতে করোটির ভেতর জমে থাকা
যৌথ চলার পিপাসায় পুরনো স্মৃতি।

আমি শুনাতে পারিনি—
পথের বাঁকে পথ হারিয়ে
তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো মনে হয়
মনোরঞ্জনে পতিতার নিস্প্রাণ ডাক।
সারারাত বঞ্চনার তীব্রতর দহনে
নির্জনতার আঁধারে খদ্দের ধরার আহবান।

আমি গোপন করতে পারিনি—
প্রণয় তৃষ্ণায়, দুরন্ত কিছু স্বপ্ন দেখিয়ে
ভদ্রসমাজের কোন এক সুশীলা
সস্তা বিছানায় নিবেদিত যোনীজে,
আমার যৌনসততা লুটে নিলো।

রাত ২.৪৫, ২৫ এপ্রিল ২০১৭
প্রগতি স্বরণি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.