নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

তালহা তিতুমির

Intelligent Fool

তালহা তিতুমির › বিস্তারিত পোস্টঃ

আসমাউল হুসনা বা আল্লাহতাআলার গুণবাচক নামসমূহের বাংলা অর্থ

২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫





আল্লাহ বলে আহ্‌বান কর কিংবা রাহামান বলে, যে নামেই ডাক না কেন, সব সুন্দর নাম তাঁরই । (বনী-ইসরাইল-- ১১০)



আর আল্লাহর জন্যে রয়েছে সব উত্তম নাম। কাজেই সেসব নাম ধরেই তাঁকে ডাক। (আল-আরাফ-১৮০)



নিচে আল্লাহতাআলার গুণবাচক নামসমূহের বাংলা অর্থ দেয়া হলো। সাথে কোন্ সুরার কোন্ আয়াতে আছে তাও দেয়া হলো।



আরবী নাম------বাংলা অর্থ------কোন্ সুরায় আছে

১। আর-রাহমান--- (পরম করুণাময়) --- (২ : ১৬৩)

২। আর-রাহীম--- (অফুরন্ত দাতা / অতি দয়ালু) --- (৫৭ : ৯)

৩। আল-মালিক--- (রাজাধিরাজ) --- (২৩ : ১১৬)

৪। আল-কুদ্দুস--- (সমস্ত সন্দেহ-সংশয় মুক্ত সত্তা) --- (৬২ : ১)

৫। আস-সালাম--- (প্রশান্তিদাতা) --- (৫৯ : ২৩)

৬। আল-মুমিন--- (নিরাপত্তাদাতা) --- (৫৯ : ২৩)

৭। আল-মুহাইমিন--- (অভিভাবক) --- (৫৯ : ২৩)

৮। আল-আযীয--- (প্রবল পরাক্রমশালী) --- (৩ : ৬)

৯। আল-জাব্বার--- (সবচেয়ে মহান ও ক্ষমতাশালী) --- (৫৯ : ২৩)

১০। আল-মুতাকাব্বির--- (মহত্বের অধিকারী) --- (৫৯ : ২৩)

১১। আল-খালিক--- (সৃষ্টিকর্তা) --- (১৩ : ১৬)

১২। আল-বারী--- (প্রাণদাতা) --- (৫৯ : ২৪)

১৩। আল-মুসাউয়ির--- (আকৃতি দানকারী) --- (৫৯ : ২৪)

১৪। আল-গাফ্ফার--- (ক্ষমাশীল) --- (২০ : ৮২)

১৫। আল-কাহ্‌হার--- (মহা শাস্তিদানকারী) --- ( ১৩ : ১৬)

১৬। আল-ওয়াহাব--- (অত্যন্ত দাতা) --- (৩৮ : ৯)

১৭। আর-রায্‌যাক--- (রিযিকদাতা) --- (৫১ : ৫৮)

১৮। আল-ফাত্তাহ--- (বিজয় দানকারী) --- (৩৪ : ২৬)

১৯। আল-আলীম--- (সর্বজ্ঞ) --- (৪ : ৩৫)

২০। আল-কাবীদ--- (রিযিক সংকীর্ণকারী) --- (২ : ২৪৫)

২১। আল-বাসিত--- (রিযিক প্রশস্তকারী) --- (২ : ২৪৫)

২২। আল-খাফিদ--- (অবনতকারী) --- (৯৫ : ৫)

২৩। আর-রাফি--- (উন্নতি প্রদানকারী) --- (৫৮ : ১১)

২৪। আল-মু্য়িজ--- (সম্মানদাতা) --- (৩ : ২৬)

২৫। আল-মুধীল--- (অপমানদাতা) --- (৩ : ২৬)

২৬। আস-সামী--- (সর্বশ্রোতা) --- (২ : ২৫৬)

২৭। আল-বাসীর--- (সর্বদ্রষ্টা) --- (৪২ : ১১)

২৮। আল-হাকাম--- (বিচারক) --- (২২ : ৬৯)

২৯। আল-আদল--- (ন্যায়বিচারক) --- (৬ : ১১৫)

৩০। আল-লাতিফ--- (অতি অনুগ্রহশীল) --- (২২ : ৬৩)

৩১। আল-খাবির--- (সর্ববিষয়ে জ্ঞানী) --- (৬ : ১৮)

৩২। আল-হালিম--- (মহা ধৈর্যশীল) --- (২২ : ৫৯)

৩৩। আল-আযীম--- (অতি মহান) --- (২ : ২৫৫)

৩৪। আল-গাফুর--- (অত্যন্ত ক্ষমাশীল) --- (২ : ১৭৩)

৩৫। আশ-শাকুর--- (ভালো কাজের পুরষ্কারদানকারী / গুণগ্রাহী) --- (৩৫: ৩০)

৩৬। আল-আলী--- (সর্বোচ্চ) --- (৪ : ৩৪)

৩৭। আল-কাবির--- (সর্বোচ্চ মর্যাদাবান) --- (২২ : ৬২)

৩৮। আল-হাফীয--- (সবকিছুর সংরক্ষক) --- (১১ : ৫৭)

৩৯। আল-মুকীত--- (অন্ন ও শক্তিদাতা) --- (৪ : ৮৫)

৪০। আল-হাসিব--- (হিসাব গ্রহণকারী) --- (৩৩ : ৩৯)

৪১। আল-জালীল--- (অতি মর্যাদাবান) --- (৫৫ : ২৭)

৪২। আল-কারীম--- (অনুগ্রহকারী) --- (২৭ : ৪০)

৪৩। আর-রাকীব--- (তত্ত্বাবধায়ক) --- (৫ : ১১৭)

৪৪। আল-মুজিব--- (দুআ কবুলকারী) --- (১১ : ৬১)

৪৫। আল-ওয়াসি--- (অসীম) --- (২ : ২৬৮)

৪৬। আল-হাকীম--- (প্রজ্ঞার অধিকারী) --- (৩১ : ২৭)

৪৭। আল-ওয়াদুদ--- (ভালবাসা পোষণকারী) --- (১১ : ৯০)

৪৮। আল-মাজীদ--- (মহত্বের অধিকারী) --- (১১ : ৭৩)

৪৯। আল-বায়িত--- (পুনরুত্থানকারী) --- (২২ : ৭)

৫০। আশ-শাহীদ--- (সর্বত্র বিদ্যমান/সাক্ষী) --- (৪ : ১৬৬)

৫১। আল-হাক্ব--- (হক ও চিরসত্য) --- (২৩ : ১১৬)

৫২। আল-ওয়াকীল--- (মহাব্যবস্থাপক) --- (৩৩ : ৩)

৫৩। আল-ক্বাবিয়্যু--- (মহাশক্তিধর) --- (২২ : ৭৪)

৫৪। আল-মাতিন--- (অটল / অনড়) --- (৫১ : ৫৮)

৫৫। আল-ওয়ালিয়্যু--- (বন্ধু ও সাহায্যকারী) --- (৪ : ৪৫)

৫৬। আল-হামিদ--- (প্রশংসিত) --- (১৪ : ৮)

৫৭। আল-মুহসি--- (যার জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে) ---(৭২ : ২৮)

৫৮। আল-মুবদি--- (সৃষ্টির সূচনাকারী) --- (২৭ : ৬৪)

৫৯। আল-মুয়িদ--- (পুনরুজ্জীবিতকারী)--- (২৭ : ৬৪)

৬০। আল-মুহ্‌য়ি--- (জীবনদাতা) --- (১৫ : ২৩)

৬১। আল-মুমিত--- (মৃত্যুদাতা) --- (৭ : ১৫৮)

৬২। আল-হাই--- (চিরন্জীব) --- (২ : ২৫৫)

৬৩। আল-কাইয়ুম--- (অমুখাপেক্ষী / সবকিছুর ধারক) --- (২ : ২৫৫)

৬৪। আল-ওয়াজিদ--- (অব্যর্থ) --- (১৬ : ৪৫ থেকে ৪৬)

৬৫। আল-মাজীদ--- (মহিমাময়) --- (১১ : ৭৩)

৬৬। আল-ওয়াহিদ--- (এক ও অদ্বিতীয়) --- (২ : ১৬৩)

৬৭। আল-আহাদ--- (এক) --- (১১২ : ১)

৬৮। আস-সামাদ--- (অভাবমুক্ত) --- (১১২ : ২)

৬৯। আল-কাদির--- (সবকিছু করতে সক্ষম / সর্বশক্তিমান) --- (৬ : ৬৫)

৭০। আল-মুক্‌তাদির--- (সকল ক্ষমতার উৎস) --- (১৮ : ৪৫ থেকে ৪৬)

৭১। আল-মুকাদ্দিম--- (অগ্রবর্তিকারী) --- (১৭ : ৩৪)

৭২। আল-মুয়াখখির--- (পশ্চাৎবর্তিকারী) --- ( ৭১ : ৪)

৭৩। আল-আউয়াল--- (সর্বপ্রথম) --- (৫৭ : ৩)

৭৪। আল-আখির--- (অনন্ত / সর্বশেষ) --- (৫৭ : ৩)

৭৫। আয-যাহীর--- (প্রকাশমান) --- (৫৭ : ৩)

৭৬। আল-বাতিন--- (অদৃশ্য / গুপ্ত) --- (৫৭ : ৩)

৭৭। আল-ওয়ালী--- (তত্তাবধায়ক) --- (১৩ : ১১)

৭৮। আল-মুতাআলি--- (সর্বোচ্চ মর্যাদাবান) --- (১৩ : ৮ থেকে ১০)

৭৯। আল-বার্‌রু--- (পরম উপকারী) --- (৫২ : ২৮)

৮০। আত-তাওয়াব-- (তওবা কবুলকারী) --- (৯ : ১০৪)

৮১। আল-মুনতাকীম--- (অপরাধীর শাস্তি দানকরী) --- (৩২ : ২২)

৮২। আল-আফুউ--- (মার্জনাকারী) --- (৪ : ৯৯)

৮৩। আর-রাউফ--- (অত্যন্ত দয়ালু) --- (৩ : ৩০)

৮৪। মালিক-উল-মুলক--- (সকল সার্বভৌম শক্তির অধিকারী) --- (৩ : ২৬)

৮৫। যুলজালালি-ওয়াল-ইকরাম--- (মহিমাময় ও মহানুভব) --- (৫৫ : ২৭)

৮৬। আল-মুকসিত--- (সুবিচারকারী) --- (৭ : ২৯)

৮৭। আল-জামী--- (একত্রিতকারী) --- (৩ : ৯)

৮৮। আল-গানী--- (ধনী / অমুখাপেক্ষী) --- (৩ : ৯৭)

৮৯। আল-মুগনী--- (ধন দানকারী / অভাবমুক্তকারী) --- (৯: ২৮)

৯০। আল-মানীই--- (বারণকারী / হারাম থেকে নিষেধকারী) --- (৫ : ২৪ থেকে ২৬)

৯১। আদ-দার্‌রু--- (অপকার করার মালিক) --- (৬ : ১৭)

৯২। আন-নাফী--- (উপকার করার মালিক) --- (৩০ : ৩৭)

৯৩। আন-নূর--- (নূর দানকারী) --- (২৪: ৩৫)

৯৪। আল-হাদী--- (পথপ্রদর্শক) --- (২৫ : ৩১)

৯৫। আল-বাদীই--- (বিনা নমুনাতে সৃষ্টির অধিকারী) --- (২ : ১১৭)

৯৬। আল-বাকী--- (চিরস্থায়ী) --- (৫৫ : ২৭)

৯৭। আল-ওয়ারিস--- (সকলকিছুর উত্তরাধিকারী) --- (১৫ : ২৩)

৯৮। আর-রাশিদ--- (সৎপথ প্রদর্শনকারী) --- (১৮ : ১৭)

৯৯। আস-সাবুর--- (ধৈর্যশীল ও সহিষ্ণু) --- (৩৫ : ৪৫)

মন্তব্য ১৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

নারনিয়া বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনাকে,ভালো থাকবেন ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩০

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: নামগুলো মুখস্থ করে ফেলতে হবে, ইনশাআল্লাহ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯

সেলিম৬২৫১ বলেছেন: নারনিয়া বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনাকে,ভালো থাকবেন ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২

শাফি উদ্দীন বলেছেন: আল্লাহ সহায় হউন। তিনি দয়াল - তিনি দাতা - তিনি সর্বশ্রেষ্ঠ শ্রোতা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

অক্টোপাস বলেছেন:

৬| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫

মামন বলেছেন: +++++++++

৭| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

নাজমুস বলেছেন: আল্লা সত্যবাদী, এই নামটা নাই?

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১১

তালহা তিতুমির বলেছেন: পেলামনা তো !

৮| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

সিরাজ বলেছেন: Allah mohan...... Bangla likhte parsina

৯| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

সিরাজ বলেছেন: আল্লাহর নাম মনে রাখার চেষ্টা করব

১০| ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৮

লুৎফুল কাদের বলেছেন: খুবই ভালো এবং উপকারী পোস্ট. আপনাকে ধন্যবাদ.

১১| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৪

ইমতি২৪ বলেছেন: ধন্যবাদ

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

মুদ্‌দাকির বলেছেন: পড়তে পারেন আল্লাহের মানবিক গুলাবলি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.