নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
রাস্তায় কোন প্রতিবাদ নেই কেন ? অন্য দেশে হলে আমরা খুব ভাব দেখাই.. আবেগ দেখাই..আর যখন নিজ দেশে একই ঘটনা ঘটলো তখন সবাই চুপ? আমরা কি আমাদের দায়িত পালন করেছি ? কেন খালেদা জিয়ার লোক বলে?
টাঙ্গাইলের মধুপুরে নবম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৫) তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া গণধর্ষণকারীদের একজন মনিরুজ্জামান মনি (৩৮) মুধুপুর উপজেলা যুবদলের তিন নম্বর যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে
মধুপুর যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মনিরুজ্জামানের বাড়ি উপজেলা সদরে।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর শুক্রবার এক বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে তার বান্ধবী বিথি মধুপুরের পাহাড়ি এলাকার এক বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওই চারজনসহ কয়েকজন অবস্থান করছিল। তারা মেয়েটিকে বন্দি করে রেখে পরপর তিনদিন গণধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ১০ ডিসেম্বর সোমবার তাকে সদর উপজেলার রসুলপুর এলাকায় রেল লাইনের ওপর ফেলে রেখে যায় তারা। ওইদিনই অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরে মেয়েটির ভাইয়ের দায়ের করা মামলায় মনিরুজ্জামানসহ
পাঁচজনকে গ্রেফতার করে টাঙ্গাইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত বাকিরা হলেন-ভিকটিমের বান্ধবী বিথি আক্তার, ধর্ষণকারী শাজাহান আলী, নুরুজ্জামান গেদা ও হারুনুর রশীদ।
বুধবার বিথিকে একদিন ও মনিরুজ্জামানসহ বাকি চারজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সুত্র
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
মুফতি বাবা বলেছেন:
ওরে আবাল এইটা তো দেখতাছি বিম্পির বিরাট বড় নেতা, একেবারে মহা সচিব!! যা, ভোট এইবার খালেদারে দিমু না| ভোট দিমু শাকিলের মত ইন্টারন্যশনাল ধর্ষক যার একান্ত ব্যাক্তিগত ও বাধ্যগত সেক্রেটারী সেই হাসিনাকে| যা, এইবার খুশি??
এই বার খুশিতে একটা ডাক দে, হাম্বা.....আ.....আ.......।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
সবখানে সবাই আছে বলেছেন: মুফতি বাবার পুটুতে মেশিন চলবে।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
মুফতি বাবা বলেছেন:
@সব খানেই সবাই আছে:
তোমাদের বাসার মেয়েদের নিয়া কি কিছু বলবো?? আই মীন কারো কি মেশিন লাগবে??
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
আহসান২০২০ বলেছেন: ধর্ষকদের কোন দল নেই। তারা অপরাধী, তাদের শাস্তি হবে। যদি তারা দলেরও হয় শাস্তি হবেই। সেই সাথে চাপাতি শাকিল, তাকিম, সেঞ্চুরিয়ান মানিক সহ সকল আওয়ামী কুত্তাদের ও বিচারের আওতায় আনতে হবে। যা এবার আগের গুলার বিচার শেষ কর।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
এন ইউ এমিল বলেছেন: নোকা আর ধানের শিস দুইসাপের এক বিষ, কথাটা ফানি হলেই সত্য
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
মুফতি বাবা বলেছেন:
হাসিনার একান্ত ব্যাক্তিগত সহকারী শাকিল নিউ ইয়র্কে হোটেলে ধর্ষন করতে গিয়া ধরা পরে| আমেরিকান পুলিশের ভয়ে রাতের ফ্লাইটেই শাকিল পালিয়ে ঢাকা চলে আসে|
সেই ধর্ষক শাকিলকে প্রমোশন দিয়া এখন হাসিনার আরো কাছে নিয়ে আসেন পিএস হিসাবে|
একজন ধর্ষককে হাসিনা কেন পছন্দ করে পিএস বানালেন, জাতি জান্তে চায়|
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
আহসান২০২০ বলেছেন: নৃত্যশিল্পীকে আবাল কুত্তারা তাদের বাসায় ২ ঘন্টা আটকে রেখে কি করেছে তা জাতি জানতে চায় এবং এই ঘটনার বিচার ঝুলে আছে কেন? জবাব দে কুত্তালীগের দালাল।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
রীতিমত লিয়া বলেছেন: অপরাধী যেই হোক না কেন তার শাস্তি কাম্য
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬
কোবিদ বলেছেন: মন্তব্যকারীরা দুই দলে বিভক্ত হয়ে এক দল অন্য দলের ধর্ষকদের বিচার চাইছে (!!)
অথচ নিজে যে দলের সমর্থক সেই দলের ধর্ষকের বিরুদ্ধে কোন প্রতিবাদ জানাচ্ছে না।
তা হলে মানে কি দাড়ায়? নিজ দলের কেউ ধর্ষণ করলে তা জায়েজ (!!) ধিক এই সকল
পক্ষপাতিত্ব করা মন্বব্যকারীদের। ধর্ষকদের কোন দল নাই, গোষ্ঠি নাই। এরা জারজ সন্তান !
এদের কে যারা সমর্থন দিবে বা বিচারের আওতামুক্ত রাখবে তারাও সেই একই অপরাধে
অপরাধী। তাদেরকেও ঘৃনা জানাই।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কোবিদ বলেছেন: মন্তব্যকারীরা দুই দলে বিভক্ত হয়ে এক দল অন্য দলের ধর্ষকদের বিচার চাইছে (!!)
অথচ নিজে যে দলের সমর্থক সেই দলের ধর্ষকের বিরুদ্ধে কোন প্রতিবাদ জানাচ্ছে না।
তা হলে মানে কি দাড়ায়? নিজ দলের কেউ ধর্ষণ করলে তা জায়েজ (!!) ধিক এই সকল
পক্ষপাতিত্ব করা মন্বব্যকারীদের। ধর্ষকদের কোন দল নাই, গোষ্ঠি নাই। এরা জারজ সন্তান !
এদের কে যারা সমর্থন দিবে বা বিচারের আওতামুক্ত রাখবে তারাও সেই একই অপরাধে
অপরাধী। তাদেরকেও ঘৃনা জানাই।
আমাদের জ্ঞানী আমজনতা পলিটিক্স শুরু করেছেন।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: কে যুব দল আর কে ছাত্রলীগ এই গুলা দেখার বিষয় না , সে একজন ধর্ষক , তার ফাসি চাই ফাসি চাই
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
পথহারা সৈকত বলেছেন: কে যুব দল আর কে ছাত্রলীগ এই গুলা দেখার বিষয় না , সে একজন ধর্ষক , তার ফাসি চাই ফাসি চাই............।সহমত
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
চলতি নিয়ম বলেছেন: কোবিদ বলেছেন: মন্তব্যকারীরা দুই দলে বিভক্ত হয়ে এক দল অন্য দলের ধর্ষকদের বিচার চাইছে (!!)
অথচ নিজে যে দলের সমর্থক সেই দলের ধর্ষকের বিরুদ্ধে কোন প্রতিবাদ জানাচ্ছে না।
তা হলে মানে কি দাড়ায়? নিজ দলের কেউ ধর্ষণ করলে তা জায়েজ (!!) ধিক এই সকল
পক্ষপাতিত্ব করা মন্বব্যকারীদের। ধর্ষকদের কোন দল নাই, গোষ্ঠি নাই। এরা জারজ সন্তান !
এদের কে যারা সমর্থন দিবে বা বিচারের আওতামুক্ত রাখবে তারাও সেই একই অপরাধে
অপরাধী। তাদেরকেও ঘৃনা জানাই।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
িবদ্রহী বলেছেন: অপরাধী যেই হোক না কেন তার শাস্তি কাম্য
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: ওরে আবাল এইটা তো দেখতাছি বিম্পির বিরাট বড় নেতা, একেবারে মহা সচিব!! যা, ভোট এইবার খালেদারে দিমু না| ভোট দিমু শাকিলের মত ইন্টারন্যশনাল ধর্ষক যার একান্ত ব্যাক্তিগত ও বাধ্যগত সেক্রেটারী সেই হাসিনাকে| যা, এইবার খুশি??
এই বার খুশিতে একটা ডাক দে, হাম্বা.....আ.....আ.......।---সহমত
কে যুব দল আর কে ছাত্রলীগ এই গুলা দেখার বিষয় না , সে একজন ধর্ষক , তার ফাসি চাই ফাসি চাই--সহমত
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
ক্ষুধিত পাষাণ বলেছেন: এক জন খালেদা জিয়ার আর বাকী ধর্শকেরা শেখ হাসিনার বুকের ধন!
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
স্বাধীকার বলেছেন:
ধর্ষক আমার বাবা কিংবা ভাই হলেও তার উপযুক্ত বিচার চাই, যুবদলতো পরের কথা।
নিশ্চয় আপনি একান্ত কর্মকর্তা স্মার্ট ধর্ষক শাকিলের ব্যাপারে মন্তব্য দিবেন-এটা আশা করছি।
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: যুবদল বা বাল দলের হোক, এই শুয়োরের ফাঁসি চাই।
সেই সাথে লেখক এবং সবখানে সবাই আছে, তুমরা এবার বলতো, শাকিল-মানিকের ফাঁসি চাও কিনা?
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
মাজহারুল হুসাইন বলেছেন: আপনাদের মত হাম্বারাই তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসার চেষ্টা করছেন । বিএনপি যুবদল কেউ ই এদের নিয়ে টু শব্দ টিও করেনি । আর এ ধরনের পরিচয় পরিচয় খেলায় অপরাধী ছাড়া পেয়ে যায় ।
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: যুবদল বা বাল দলের হোক, এই শুয়োরের ফাঁসি চাই।
সেই সাথে লেখক এবং সবখানে সবাই আছে, তুমরা এবার বলতো, শাকিল-মানিকের ফাঁসি চাও কিনা?
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.