নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার কলাম নাকি প্রকাশ করেছে। ওয়াশিংটন টাইমস কোন ধরনের পত্রিকা আমি তা না জানলেও, দুইটা বিষয় জানি।
১। ওয়াশিংটন টাইমস, নিউইয়রক টাইমস বা ওয়াশিংটন পোস্টের মত খ্যাত নয়।
২। শ্রদ্ধা রেখেই বলছি, ওনার শিক্ষার যে নমুনা জানা আছে তাতে ঐ লেখা ওনার পক্ষে সম্ভব নয় ার তা ইংরেজিতে?
অসম্ভব বলেই আমার ধারনা।
আগে সফিকুর রেহমান তার বক্ত্রিতা লিকে দিত, এখন কে দিচ্ছেন?
আমার ধারনা ......
আপনাদের মুক্ত মতামতের জানার জন্য বসে রইলাম....
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
কলাবাগান১ বলেছেন: ওয়াশিংটন টাইমস হলো রিপাবলিকান দলের পত্রিকা (ডানপন্হি)। যেখানে গত নির্বাচনে বারাক ওবামা ওয়াশিংটন ডিসিতে ৯৪% ভোট পেয়েছে (ডেমোক্রেটিক পার্টি), সেখানে এই পত্রিকার ওয়াশিংটন পোস্টের (ডেমোক্রেটিক) সাথে প্রতিযোগিতা হাস্যকর। ডিসির ট্রেনে করে সকালে যাওয়ার সময়, ওয়াশিংটন টাইমস পড়ার লোক ১০ জনের মধ্যে ১ জনকে পড়তে দেখা যায়। টাইমসের দাম ও পোস্টের চেয়ে কম, তারপর ও লোকে পড়ে না........
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
তালপাতারসেপাই বলেছেন:
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
তালপাতারসেপাই বলেছেন: আগে সফিকুর রেহমান তার বক্ত্রিতা লিকে দিত, এখন কে দিচ্ছেন?
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
মোঃ নুর রায়হান বলেছেন: সহমত