নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ রঙ্গঃ শাহবাগে টেকা নাই- ইউনূচ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩



চিত্রে শাহবাগে যাবার প্রস্তাব শূনে বিস্মিত ইউনুচ



শাহবাগে যেতে অস্বিকৃতি জানিয়ে বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতীবীদ ও গ্রামীন বেংকের বিতাড়িত মালিক ড. মুহম্মদ ইউনূস বলেছেন, শাহবাগে যাব না। ওখানে টেকা নাই।



আজ এক সংবাদ সম্মেলনে ইউনূস এ কথা বলেন।



ইউনূস বলেন, আমি শান্তির জন্য নোবেল পেয়েছি। আর শাহবাগের পুলাগুলি খালি আমায় ডাকে। বলে ইউনুছ হয়ার আর ইউ। আমি ঐখানে অশান্তির মধ্যে কেন যাব? তাছাড়া শাহবাগে টেকাটুকার কুন বেবস্থা নাই।



নোবেল বিজয়ী অভিমান করে বলেন, অশান্তির মধ্যে গেলে নোবেল কমিটি নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে পারে। তখন বাংগালী জাতির উচ্চতা আবার কমে পাচ ফুট হবে। অন্যান্য প্রত্যংগের দৈর্ঘও কমে পারে। অথচ তারা আমায় শাহবাগে যেতে বলে।



ইউনূস বলেন, যেখানে টেকাটুকা নাই সেখানে আমিও নাই। আমি বড়লুকের দেশে বক্তিতা দেই, টেকা পাই।



টাকা দেওয়া হলে শাহবাগে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, "কুটি টেকা দিলেও যাব না। শাহবাগে রেপ হয়।"



সুত্র

বিদ্রঃ না। শাহবাগে রেপ হয় না। ঐ টা ছাগু প্রচারনা। আর তাতে উনি সুর মিলাইছেন না যাওয়ার লৈগা

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

খুব সাধারন একজন বলেছেন: লাস্টের কথাটা বুঝলাম না। সব নিয়া মশকরা চলে না বইলা জানি ভাইডি।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

হেডস্যার বলেছেন:
শাহবাগে কে রেপ হইছে আপনে নাকি আপনের ঘরের অন্য কেউ? ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

তালপাতারসেপাই বলেছেন: না। রেপ হয় নাই ঐ টা ছাগু প্রচারনা। আর তাতে উনি সুর মিলাইছেন

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

১১স্টার বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: লাস্টের কথাটা বুঝলাম না। সব নিয়া মশকরা চলে না বইলা জানি ভাইডি।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

মাহাবুব১৯৭৪ বলেছেন: ব্যাপক হয়েছে।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

তাসজিদ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

Corporate দুনিয়া বুঝে স্বার্থ। জনগণের আন্দোলন নিয়ে তাদের কোন চিন্তা নেই।


অবশ্য এখানে যদি micro credit থাকতো তাহলে তাকে দেখা যেত।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

কুল বয় বলেছেন: Corporate দুনিয়া বুঝে স্বার্থ। জনগণের আন্দোলন নিয়ে তাদের কোন চিন্তা নেই।


অবশ্য এখানে যদি micro credit থাকতো তাহলে তাকে দেখা যেত। হ ভাই ডেিস্িনিরে দাওয়াত দিলে আরো ভালো হইতো

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

কৃষ্ণবিবর বলেছেন: মিথ্যা প্রপাগান্ডা

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

রুচি বলেছেন: এটা তো কোন নির্ভরযোগ্য সূত্র না

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

সাহিিতযক েপ্রািটন বলেছেন: ভাই, এই অদ্ভুদ খবর কই পাইলেন? আপনে নিজে যাইয়া কি শাহবাগের দাওয়াত দিছিলেন নাকি?

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

আরজু পনি বলেছেন:

লিংকে দেয়া সূত্রটা তো কোন কিছু প্রমাণ করে না।

সম্ভব হলে আসল সূত্রটা দিন, যাতে প্রমাণ হয় ইউনুস আসলেই এ ধরণের কথা বলেছে ।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

ইখতামিন বলেছেন: ফালতু পোস্ট

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

খুব সাধারন একজন বলেছেন: সবাই নিজ নিজ আব্বুরে অনুসরণ করে।
বাকিটা বুইঝা লন।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

েবশী বুিঝ বলেছেন: শালার ইউনুস !!!!!!!!!!!!!!!!!!মেড ইন আমেরিকা।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

tarek.enamul বলেছেন: এটা একটা ফান নিউজ। এইটা বুঝতে পারেন নাই একজন ও?? :P :P

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

স্পাইসিস্পাই001 বলেছেন: এইসব বিষয় নিয়ে ফান করবেন না ......।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

মোঃ ওমর শরীফ বলেছেন: একটা দাবি করলে ই পারেন, ডঃ ইউনুস কে বিচারকের আসনে দেখতে চাই।
শাহবাগে যার ইচ্ছা যাবে, যার ইচ্ছা যাবেনা।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

রাফা বলেছেন: সবাইকে দিয়ে সবকিছু হয়না।লিভ হিম এ্যালোন।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

রুচি বলেছেন: মোঃ ওমর শরীফ বলেছেন: একটা দাবি করলে ই পারেন, ডঃ ইউনুস কে বিচারকের আসনে দেখতে চাই।
শাহবাগে যার ইচ্ছা যাবে, যার ইচ্ছা যাবেনা।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শাহবাগের আন্দোলনের যখন শুরু হয় তখন যেমন কোনো বিশিষ্ট ব্যক্তিত্বকে দরকার পরে নাই তেমনি এখন এই চলমান আন্দোলনের সময়ও কাউকে প্রয়োজন নাই।

৪২ বছর কেটে গেছে অনেকের উপর নির্ভর করে........বিশ্বাস করুন তারা কেউ কথা রাখেনি......তাই আর এখন কাউকে আর বিশ্বাস করি না.......আমরা যারা সাধারণ জনতা ওখানে আছি তারাই যথেষ্ট.......

আমরাই পারব ...... পারতেই হবে....

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

এই আমি সেই আমি বলেছেন: উনাকে দাওয়াত দেয়া লাগবে কেন ? উনি তো কক্ষনো শহীদ মিনার , জাতীয় স্মৃতিসৌধ কোথাও যান না । এবার আহবান জানাব হিলারী দিলারী,রাজা রানীর আঁচল ছেড়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য । স্বপ্নের পোলাও অনেক খাইয়েছেন এবার বাস্তবের পোলাও খেতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.