নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

মুনাফেকের দুইগুন মিছা বলা আর মানুষ খুন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

কমান্ডো স্টাইলে কুপিয়ে রাজীবের হত্যাকান্ড জামাত -শিবিরের একটি সুপরিকল্পিত চক্রান্ত

তা সবার জানা আছে সচেতন পাঠক এর মধ্যে জেনে গেছেন, এও জেনেছেন রাজিবকে নাস্তিক প্রমানে জামাত -শিবিরের প্রানান্ত ব্যার্থ প্রচেস্টার কথা । সাধারন মানুষের বুঝতে বাকি নাই জামাত -শিবিরের নোংরামী ও অপপ্রচার কোথায় পৌছেছে।

নিজের দোষ অন্যের কাধে ফেলে তামসা দেখা তাদের মজ্যাগত। আর একটি সাম্প্রতিক নমুনা পাইলাম আপনারাই দেখেন।



বড় করে দেখতে

কি দেখলেন?



"গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জানান, রাজীব খুনের ঘটনায় 'আমার ব্লগ'-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমিরুল মোহাইমেনকেও আটক করা হয়েছে।" :)



ছাগুর দল বগল বাজান! হা হা হা :D:D:D



আসলে কি? মুনাফেকদের মিছা কথা।

আমার ব্লগ ব্যবস্হাপনা কমিটি বলেছে "আমিরুল মোহাইমেন" নামে আমার ব্লগের কোন এডমিন, মডারেটর, ব্লগার এমনকি শেয়ারহোল্ডার নেই! আমার ব্লগের কোন এডমিন, মডারেটর, শেয়ারহোল্ডারের সাথে কোন গোয়েন্দা কিংবা তদন্ত কর্মকর্তাদের কোন যোগাযোগ হয়নি!"



তাই সংবাদ সংস্হাটিকে আমার ব্লগের ব্যবস্হাপনা কমিটি দায়িত্বশীলতার পরিচয় দেবার আহবান জানাই- বাকস্বাধীনতা একটি অধিকার তবে সেই অধিকার প্রয়োগে দায়িত্বশীলতার পরিচয় দেয়া আমাদের সকলের কর্তব্য।



জানাযায় যে বর্তমানে ধৃত "আমিরুল মোহাইমেন" সোনার বাংলা ব্লগের মডারেটর এখানে উল্লেখ্য সর্বপ্রথম থাবাকে হুমকি দেয়া হয় সোনার বাংলা ব্লগের মাধ্যমে!



অনলাইন ম্যাগাজিন সোনার বাংলাদেশ ডটকম ও সোনার বাংলা ব্লগ সম্পাদক আমিনূল মোহায়মেনকে শনিবার বিকেল ৩টার সময় গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী আছিয়া মোহায়মেন (ভাগ্যিস বলেনাই ডোমাইনের মত বউটাও হের না:P:P:P )।



নিচের হু'ইজ তথ্য থেকেও দেখা যায় এই আমিরুল মোহাইমেন এসবিব্লগ[সোনারবাংলাব্লগ] এর রেজিস্ট্রার্ড মালিক।



এখানে মেইন ডোমেইন ইনফো-





এটা আমিনুল মোহাইমেন আর টুইটার আইডি - https://twitter.com/aminul_mohaimen যেখান থেকে দেখা যার সোনারবাংলাব্লগ এর তিনটি লিঙ্ক সে টুইট করেছিলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

sowkat_a বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.