নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
সাভার রানা প্লাজা ধসের ঘটনায় গ্রেপ্তার দুই গার্মেন্ট মালিককে ১২ দিনের ও দুই নির্মাণ প্রকৌশলীকে গতকাল ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাভারের রানা প্লাজা ভবনধসের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশের পর ওই ভবনের দুই পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এ দুই মালিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এরা হলেন নিউ ওয়েভ বটমস লিমিটেডের মালিক বজলুস সামাদ আদনাদ ও নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের মালিক মাহমুদুর রহমান তাপস। ঘটনার পরপরই তারা পালানোর চেষ্টা করেছিলেন। তবে বিজিএমইএর নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাছাড়া গতকাল তাদের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও জামাই আদরে রাখা হবে তাদের। সাভার থানা পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রটি জানিয়েছে, রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুরাদ জংয়ের সখ্য থাকায় ব্যবসা টিকিয়ে রাখতে রানার সঙ্গে হাত মেলান এ দুই পোশাক কারখানার মালিক। নিজেদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা জানাজানি না হলেও রানা জানতেন তাদের সম্পর্কে। এছাড়া বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের কারখানার শ্রমিকদের ব্যবহার করতেন। গত মঙ্গলবার ওই ভবনে ফাটল দেখা দেওয়ার পর মালিকপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। ঘোষণাও দেওয়া হয় বন্ধের। তবে এ দুজন পরের দিনের বিএনপির হরতাল সফল করতে এবং পিকেটিংয়ে লোক সংগ্রহের টার্গেটে কারখানা চালুর প্রস্তাব দেন। পরে সকলেই ভবনে সামান্য ক্ষতি হয়েছে এমন বিবেচনায় কারখানা চালু থাকবে বলে ঘোষণা দিলে দুর্ঘটনায় পতিত হন কারখানার সকল শ্রমিক।
উল্লেখ্য, মঙ্গলবার ফাটল দেখা দেওয়ার পর শ্রমিকদের মধ্যে পিকেটিংয়ে কারা কারা থাকবে তাদেরও একটি তালিকা করা হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল নিউ ওয়েভ বটমস্ লিমিটেড ও নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের শ্রমিক। এর আগেও সাভারের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে এসব শ্রমিকদের ব্যবহার করা হয়েছে।সূত্রটি আরও জানায়, সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে সাভার এবং আশুলিয়া এলাকায় গত চার বছরে বিভিন্ন ইস্যুতে রাজপথ গরম করেছে পোশাক শ্রমিকরা। হরতাল অবরোধে এসব শ্রমিক রাজপথে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এদের মধ্যে যারা পুলিশের হাতে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে তাদের ছাড়িয়ে আনতে জোর তদবির করেছেন এ দুই পোশাক কারখানার মালিক। রাজধানীর সঙ্গে দেশের উত্তরবঙ্গের একমাত্র প্রবেশ পথ বন্ধ করে ঢাকাকে অচল করার পরিকল্পনা চলেছে অসংখ্যবার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হেফাজতের লংমার্চ কর্মসূচি, জামায়াত-শিবিরের সঙ্গে রাজপথে তাণ্ডব এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বিরোধীদলীয় জোটের কর্মসূচি পালনে এসব শ্রমিককে কাজে লাগানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
সূত্র
আপডেট:
বিএনপির ঘরে আ'লীগের সঙ্গে...
সাভারের রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে। তিনি স্থানীয় বলফিল্ড এলাকায় মনিরুজ্জামান জেটি নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া শাহ আলম মিঠুর বাসায় পালিয়ে ছিলেন। মিঠু একজন সিঅ্যান্ডএফ এজেন্ট ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। আশ্রয়দাতা হিসেবে তাকেও গ্রেফতার করা হয়েছে। সূত্র
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
তালপাতারসেপাই বলেছেন: করতেন না?
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
Engr. Atiqur Rahman বলেছেন: তুমার মত পরিক্ষিত BAL, খুব তারাতারি ই লিঙ্ক খুজে পাবে "গ্রেপ্তারকৃত রানা বিএনপির সমর্থক ছিলেন"।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
তালপাতারসেপাই বলেছেন: বিগত পৌর নির্বাচনে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রানার আপন চাচাশ্বশুর মোহাম্মদ আলী। আওয়ামী লীগের পক্ষ থেকে অন্য সব ওয়ার্ডে প্রার্থী দেওয়া হলেও ওই ওয়ার্ডে কোনো প্রার্থী দেননি মুরাদ জং। মোহাম্মদ আলী ফাঁকা মাঠে কাউন্সিলর নির্বাচিত হয়ে যান। সুত্র : আজকের বালের কন্ঠ Click This Link
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
মৃদুল মিয়া বলেছেন: এই তো আবার শুরু হইছে রাজনৈতিক নাটক। কবে যে এই সব দুর হবে।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭
তালপাতারসেপাই বলেছেন: হুমম!!!
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
টাইম কম বলেছেন: সমর্থক হইলে কি হইছে ? ওরা মনে হ্য় বিল্ডিং ধইরা ঝাকা দিছে ? আপনার কি মনে হয় ?
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
তালপাতারসেপাই বলেছেন: জোর কইরা মানুষরে কাম করানের লৈগা ধুকাইছে!!!!
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
আবিদা০৬ বলেছেন: যারা মারা গিয়েছে সবাই বিএনপির সমর্থক।বিএনপির সমর্থক না হলে বিএনপি সমর্থকের গার্মেন্টসে চাকরি করা যেত না। তাই না?
ছাগল
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
তালপাতারসেপাই বলেছেন: আপনার চিন্তাভাবনা
৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
আহমেদ রিজভী বলেছেন: একটা চরম BAL জাতীয় পোষ্ট ।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
তালপাতারসেপাই বলেছেন: পোড়া্য়?
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
হুলামামা২৭৫ বলেছেন: অভিযোগ উঠেছে, ভবন মালিক রানা যুবলীগ নেতা বলেই সবচেয়ে কম শাস্তি রয়েছে খুঁজে খুঁজে এমন ধারায় মামলা করেছে পুলিশ
বিস্তারিত এখানে
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০
তালপাতারসেপাই বলেছেন: হুম! লীগ না টাকা?
৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
কষ্টের অনুভূতি বলেছেন: যাক বিম্পি করে, আম্লীগতো করেনা। তইলে এবার অন্তত ফাসি দেন।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
তালপাতারসেপাই বলেছেন: আপনি দেখি বিম্পির মত বিচারের আগেই রা্য় দোয়া লোক।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
হুলামামা২৭৫ বলেছেন: আরও আছে .... ।
এবার এখানে দেখুন
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩
তালপাতারসেপাই বলেছেন: হুম!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
রানিং ফ্ল্যাশ বলেছেন:
তালপাতারশেপাইয়ের ধাক্কায় উলটে গেলো মতিঝিলের সিটি সেন্টার। নাকি তালপাতারশেপাইয়ের ধাক্কায় কেওকেরাডং এ ভূমিধ্স !!
এইটা যখন ভাবতেছিলাম তখন খুবই হাসি পাচ্ছিলো কিন্তু সেটাকে দমন করে রাখলাম... পরিস্থিতিটা হাসবার মতো নয় তাই
আপনাকে দেখলেই আমার কেন জানি কমেডিয়ান কমেডিয়ান লাগে... মন খারাপ কইরেন না...
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
তালপাতারসেপাই বলেছেন: ব্যক্তিগত আক্রমন কাম্য ন্য়। ব্যক্তিগত আক্রমনকারীগন কে বলছি: আপনারা হ্য়ত মনে করছেন আপনাদের পরিবারের মহিলাদের সাথে আমার ব্যক্তিগত গোপন স্বম্পর্ক আছে। ঘরে না পেরে ঝগড়া করতে এসেছেন? লিন্ক দেয়া আছে গিয়ে গো__ মারা খান বা দেন। এখানে নয়।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫
তালপাতারসেপাই বলেছেন: কমেডিয়ান না কন্ডমিয়ান লাগে?
১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
জানপরী বলেছেন: রানা বিএনপি সমর্থক দোকানদারের কাছ থেকে ব্লেড কিনে বাল কেটে ছিল।
এই তথ্য পান নাই????
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
তালপাতারসেপাই বলেছেন: আপনি নাপীত?
১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭
ক্লিকবাজ বলেছেন: BALপাতারসেপাই।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০
তালপাতারসেপাই বলেছেন: ব্যক্তিগত আক্রমন কাম্য ন্য়।
ব্যক্তিগত আক্রমনকারীগন কে বলছি: আপনারা হ্য়ত মনে করছেন আপনাদের পরিবারের মহিলাদের সাথে আমার ব্যক্তিগত গোপন স্বম্পর্ক আছে।
ঘরে না পেরে ঝগড়া করতে এসেছেন?
লিন্ক দেয়া আছে গিয়ে গো__ মারা খান বা দেন। এখানে নয়।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩
মোহাম্মদ আনোয়ার বলেছেন: কে কোন দল করে, সেটা বিবেচ্য বিষয় নয়। ন্যায় বিচার চাই।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
তালপাতারসেপাই বলেছেন: সঠীক
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪
নিয়েল হিমু বলেছেন: ভাইরে । আম্লীগ বিন্পি আরো কয়টা দিন পরে খুজি ? প্লিজ । উদ্ধার কাজ শেষ হোক । জীবিত মানুষ গুলোকে জীবিত ভাবে এবং মৃত দের তাদের সজন দের কাছে ফিড়িয়ে দেই তার পরে ? প্লিজ অফ যান ।
অঃটঃ তবে এই ট্র্যাজেডিতে বিন্পি সমর্থকরা শুধুই দলকানার প্রমাণ দিছে আর কিছু না । লীগের পুলাপানরে মখার বিরোধীতা পর্যন্ত করতে দেখছি । আর দলের ছাগল গুলা কি করতেছে তা উপরের কতিপয় কমেন্ট গুলা দেখলেই পুরা ভার্চুয়াল সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
তালপাতারসেপাই বলেছেন: সহমত! আমার পোস্ট কোনো দলকে নয় অপরাধকে ঘ্রিনা করে।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
তালপাতারসেপাই বলেছেন:
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
মোহাম্মদ আনোয়ার বলেছেন: গন-জাগরণ মঞ্চ কেন সাভার ট্র্যাজেডীর নায়কদের বিচার চাচ্ছে না। এখন কোথায় গেল, তাদের দেশ প্রেম। নিরপেক্ষতা প্রমান করে দেখাক।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩
তালপাতারসেপাই বলেছেন: ছাগু স্টাইলের কথা ামার এখানে নয়।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
মোহাম্মদ আনোয়ার বলেছেন: সাভার ট্র্যাজেডী নিয়ে বি এন পি'র হরতাল দেয়া মোটেই ঠিক হয়নি। বরং হরতাল দিয়ে আন্দোলনকে রাজনৈতিক এবং এর ফলে অনেকটাই হালকা করে ফেলা হলো।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪
তালপাতারসেপাই বলেছেন: সব কিছু রাজনৈতিক লোকেরা বুঝেই করেন।
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
ইসপাত কঠিন বলেছেন: সুন্দর, সুন্দর। জ্ঞান বৃদ্ধি হলো। অশেষ ধন্যবাদ।
ক্রেন দিয়ে ধ্বসে পড়া বিল্ডিং এর বীম হয়তো ওপরে তোলা যাবে। কিন্তু যত অত্যাধুনিক সরন্জাম ব্যাবহার করুন না কেন, লজ্জা-শরমের লেভেল কিন্তু উপরে উঠানো যাবে না।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
তালপাতারসেপাই বলেছেন: সঠিক!
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
মুঘল সম্রাট বলেছেন: ধ্বংস যজ্ঞের উপরেও রাজনীতি ???
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
তালপাতারসেপাই বলেছেন: Why not?
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
তিক্তভাষী বলেছেন: আমাদের অর্থনীতির রিপোর্টটি সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গির নিকৃষ্ট উদাহরণ। হরতালে পিকেটিংয়ের জন্য কারখানা খোলা রাখার মতো হাস্যকর যুক্তি এই প্রথম শুনলাম। ওটা কী আওয়ামীদের দলীয় পত্রিকা?
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
তালপাতারসেপাই বলেছেন: আমাদের আমার দেশ ঠেকে সাংবাদিকতা শিখতে হবে। হাস্যকর কাজ গুলা্ই বেশী হয়।
২০| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
এম এম কামাল ৭৭ বলেছেন:
দেশ আজ দ্বি-দল সমর্থকে বিভক্ত। তারা মানুষ হিসাবে এক হতে পারছে না।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
তালপাতারসেপাই বলেছেন: কামল হোসেনের মত ব্যা ব্যা ভাল লাগে না। আপডেট টা পড়েন।
২১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
তালপাতারসেপাই বলেছেন: আপডেট:
বিএনপির ঘরে আ'লীগের সঙ্গে...
সাভারের রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে। তিনি স্থানীয় বলফিল্ড এলাকায় মনিরুজ্জামান জেটি নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া শাহ আলম মিঠুর বাসায় পালিয়ে ছিলেন। মিঠু একজন সিঅ্যান্ডএফ এজেন্ট ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। আশ্রয়দাতা হিসেবে তাকেও গ্রেফতার করা হয়েছে। সূত্র
২২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
তালপাতারসেপাই বলেছেন:
বেশ কয়েকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘেঁষতে পারেননি সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার ‘মদদদাতা’ হিসেবে গণমাধ্যমে সমালোচিত যিনি। Click This Link
২৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: রানাকে এমপির গাড়িতে তুলে দেন ইউএনও-ওসি
মুরাদ জং-এর সব অপকর্মের সঙ্গে জড়িত রানা!
জিজ্ঞাসাবাদে রানা র্যাবকে জানান, সাভারে সংসদ সদস্যের নেতৃত্বে ভূমি দখলের জন্য যে সমস্ত সন্ত্রাসীদের পাঠানো হতো, তার প্রধান কাজটি করতেন রানা নিজে। পাশাপাশি সাভারে মাদকের একচেটিয়া রমরমা ব্যবসা, ঝুঁটের ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিখলসহ বিভিন্ন গার্মেন্টস ও বাড়ির মালিককে হুমকি-ধামকি দিয়ে টাকা আদায় করতেন সে।
আর এজন্য সাভার থানার ওসি আসাদুজ্জামান, দারোগা কায়সার মাতুব্বার ও বিভিন্ন সময়ে সিভিল টিমের দায়িত্বে থাকা সদস্যদের নিয়মিত মাসোহারা দিতেন রানা।
এছাড়া প্রতিমাসে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক মিছিল-মিটিং উপলক্ষে দলের নেতাদের বিভিন্নভাবে আপ্যায়ন, ব্যানার, পোস্টার লিখে দিয়ে নেতাদের খুশি রাখতেন তিনি।
দলের পদ নিয়ে দেওয়া প্রসঙ্গে, রানা র্যাবকে জানান, ২৫ লাখ টাকা সাংসদ মুরাদ জংকে দিয়ে যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পদটি তিনি নেন। সিনিয়র সহ-সভাপতি পদ নিয়ে মাদক আর সন্ত্রাসের রাজত্ব করতেন তিনি।
মাদক ব্যবসা প্রসঙ্গে রানা র্যাবকে বলেন, যুবলীগের নেতা হওয়ার সুবাদে পুরো সাভার এলাকায় ফেন্সিডিল ও ইয়াবার পাইকারি ব্যবসা করতেন তিনি। আর এ জন্য তার ১০/১৫ জন সন্ত্রাসীকে নিয়মিত কাজে লাগাতেন।
২৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
ভারসাম্য বলেছেন: এক পাগলা(মখাই) অন্তরালে
শত ছাগলা (বালপার্টিরসেপাই) খোঁয়াড় ফেলে
ল্যাদায় সামুর আঁচল তলে।
২৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘অষ্টম শ্রেণী পাস কিশোর রানার সঙ্গে ১৯৯৪ সালে পরিচয় হয় সাভার কলেজ ছাত্র সংসদের ভিপি হেলালের গাড়িচালক জাকিরের। জাকিরের সহায়তায় সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়েন রানা। পরে রানার বড় বোন সুফিয়ার সঙ্গে বিয়ে হয় জাকিরের। ২০০৬ সালে জাকির র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এতে রানার হাত রয়েছে বলে অভিযোগ আছে। সুফিয়ার দ্বিতীয় বিয়ে হয় র্যাবের এক কর্মকর্তার সঙ্গে। রানার মালিকানাধীন দুটি দোকান র্যাবের এক কর্মকর্তাকে উপহার দেওয়া হয়। হেলালের সৌজন্যে রানার উত্থান হলেও তাঁর মালিকানাধীন চৌধুরী এন্টারপ্রাইজের অফিস দখল করেন রানা। সেখানে আটতলা ‘রানা টাওয়ার’ নির্মাণ করা হয়। ২০০৮ সালে গুম হন হেলাল। এর সঙ্গে রানার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগে যোগ দেন রানা। ১৯৯৮ সালে সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি। গত জানুয়ারিতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হন।’ [সমকাল, ২৮ এপ্রিল]
তাঁর জীবনালেখ্য থেকে আরও জানা যায়, ‘১৯৯৬ সালে ছাত্রলীগের নেতা থাকার সময় থেকেই জমির ব্যবসা শুরু করেন রানা। শুরু হয় রানার উত্থান। ২০০৩ সালে গ্রেপ্তার হন তিনি। তাঁর বাবা আবদুল খালেক ওরফে কলু খালেক বিএনপিতে যোগ দিলে ১২ দিন পর জামিনে মুক্তি পান রানা। কলু খালেক গত ডিসেম্বরে আবার আওয়ামী লীগে যোগ দেন। বাবার বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে তখনকার ছাত্রলীগ নেতা রানা বাসস্ট্যান্ড-সংলগ্ন রবীন্দ্র সাহার ২৬ শতাংশ ডোবা জমি দখল করেন। এর সামনেই রানার বাবার ক্রয়সূত্রে আরও ২৬ শতাংশ জমি ছিল। বাবার জমি ও দখল করা জমিতে ২০০৬ সালে ‘রানা প্লাজা’ নির্মাণ করা হয়। ২০১০ সালে পৌরসভার অনুমোদনে ভবনটিকে পাঁচতলা থেকে নয়তলায় উন্নীত করা হয়।’ [ঐ]
রানার কর্মময় জীবনকাহিনি যদি কেউ লেখেন তা ১০ খণ্ডেও কুলাবে না। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক সংগঠন। কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে সেই দলের কত নেতা যে দুর্বল হিন্দুদের বাড়িঘর জোতজমি জবরদখল করেছেন—তার একটি দৃষ্টান্ত রানা। আওয়ামী লীগের অসাম্প্রদায়িক ভাবমূর্তি নস্যাৎ করে দিয়েছেন এই নব্য ধনী যুবনেতা।
Click This Link
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯
গেদু চাচা বলেছেন: এছাড়া বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের কারখানার শ্রমিকদের ব্যবহার করতেন।
এটার প্রামণ কি ছাগোল