নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

হেফাজতি বুরাক

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১



বিশ্ব-ব্রম্মান্ডের একটি ব্যবসার নাম বলুন - যেখানে উদ্যোক্তার যাতায়াত ব্যবস্থা এক মাসের মাথায় লঞ্চের ডেকে হাফ টিকেট থেকে এক লাফে আকাশপথে উন্নীত হয় |



বিজ্ঞ পাঠক ! ঠিকই ধরেছেন, ইহাই ধর্মব্যবসা....



নাস্তিকের (হেফাজতের চোখে নাস্তিক মানে হেফাজতি ও জামায়াতি (মহিলা আমীর সহ) ছাড়া সবাই নাস্তিক) বানানো হেলিকাপ্টারে চড়ে ধর্ম গেলো না হেফাজতী হুজুরের!!! তিনি হেলিকাপ্টারে চড়বেন কেনো?

হেফাজতে ইসলামের আমীর আহমদ সফি সাহেব আজ বিকাল ৩ টা ০৫ মিনিটে চট্টগ্রাম থেকে উড়ে আসেন বগুড়ায়। কথা হল উড়ে আসলেন কেমনে??

"South East Air Helicopter" এর একটি হেলিকপ্টারে চড়ে উড়ে আসলেন তিনি। এই কোম্পানির মালিক মেজর (অবঃ) মান্না এবং এটি ভাড়া নেয় " ইসলামিক রিসার্চ সেন্টার(IOC)" এর পক্ষে মুফতি নুরুল ইসলাম।



ভাড়ার পরিমাণ মাত্র ২,৯০,০০০ টাকা।।



কিন্তু কথা হল "বড় হুজুর" এত টাকা পাইলেন কই??



চট্টগ্রাম থেকে ঢাকা ঘুরলো বিমানে, এখন ঘুরে হেলিকপ্টারে , হঠাৎ করে এই আলাদীনের চেরাগের রহস্য কি ?

তার টাকার উৎস কোথায়।।???



কে প্রদান করছে এই টাকা গুলো। সরকারের কি উচিৎ না তার টাকার উৎস ক্ষতিয়ে দেখা ।।??

একের পর এক সমাবেশ আয়োজন করছে, তারপর আবার বিমান হেলিকাপ্টার এ করে সমাবেশে যোগদান, এগুলো কি ভাবায় না সাধারণ মানুষদের কে।!!!?? যেখানে হেফাজতি নেতারাই বলেছে তাদের আয় ইনকাম খুব কম!!!



সেখানে তাদের নিতা আবার হেলিকপ্টারে করে সমাবেশে যোগ দিচ্ছে!!! তারা কি আলাদীনের জাদুর চেরাক পাইছে ...না আচম্বিত (লোকাল ল্যাঙ্গুয়েজ) কোন গুপ্তধনের সন্ধান পাইছে????



পাবলিক ওয়ান্টেড টু নো হোয়াট ইস দ্য ইনকাম সোরস অফ সূফী ওর হেফাজতে ইসলাম?????



* যেখান কওমী মাদরাসা গুলো পরিচালিত হয় আমাদের দান খয়রাতের টাকায় সেখানে হেফাজতীদের এই বিপুল অর্থের উৎস কি ?



* সাভারে এত বড় একটি দূর্ঘটনা ঘটে গেল, শফী সাহেব কয় পয়সা দান করেছেন ওখানে ?



নেপথ্যে কারা সবাই জানে, তবুও স্মরণ করিয়ে দিলাম পত্রিকা রিপোর্টগুলো দিয়ে।



============



সবাই প্রস্তুতি নেন, জঙ্গি হেফাজতের ঠিকানা, এই বাংলার মাটি না।

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

Toriqul বলেছেন: এই কোম্পানির মালিক মেজর (অবঃ) মান্না এবং এটি ভাড়া নেয় " ইসলামিক রিসার্চ সেন্টার(IOC)" এর পক্ষে মুফতি নুরুল ইসলাম।
ভাড়ার পরিমাণ মাত্র ২,৯০,০০০ টাকা।।
ছবির ক্যাপশনে লেখা এট মীর কাশেম আলীর ব্যাক্তিগত হেলিকপ্টার।
ছবির লেখাটা মুছে দিন।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

তালপাতারসেপাই বলেছেন: ভূল সুধরে দিলাম।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

আলমাসুম৮৪ বলেছেন: আপনি আওয়ামিলীগ না মানুষ সেটা আগে বলেন

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

তালপাতারসেপাই বলেছেন: ছাগু তুমি এখানে হাগু করতে এসেছ? :) তোমারে জিগাই তুমি পাঠা না খাসী?

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

রানার ব্লগ বলেছেন: আলমাসুম৮৪ @ রাজাকারের পস্রাব থেকে উৎপাদিত নব্য রাজাকার তুই , দূর হ বাংলাদেশ থেকে, দেক্তে চাই না তর মত কুলাঙ্গারের মুখ

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

তালপাতারসেপাই বলেছেন: গদাম!

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

Toriqul বলেছেন: তাহলে এবার বলুনতো কোনটা সঠিক
হেলিকপ্টারটি কি মীর কাসেম আলীর না ভাড়া করা।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

তালপাতারসেপাই বলেছেন: ভাড়া ও মীর কাসেম আলীর। কোম্পানির মালিক মেজর (অবঃ) মান্না জাস্ট খোলোস।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

অচেনা বন্ধু বলেছেন: এই 'প্রাণী' পাত্তি খাইয়া ব্লগায়......damn sure.

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

তালপাতারসেপাই বলেছেন: পাত্তি পৌছাইয়া দিয়েন।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এতিমদের জন্য ভিক্কার টাকায় চলা কাওমি মোল্লাদের এত টাকা কারা দিল?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

তালপাতারসেপাই বলেছেন: সহমত।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

সে।হ।গ বলেছেন: ওদের টাকার কেন Problem হবে? কওমীর দান খয়রাতে কত টাকা দিয়েছেন আপনি! Middle East কারে কি দেয় ! আর ওদের নিজেদের Identity ওখানে কি খুব খারাপ? , তারেকের Contact কি লাগবেই! হেলিকাপ্টার নাস্তিকের বানানো আপনি সিওর? নাস্তিক বিষয় টা পচাইতেছেন কেন? কোনো না কোনো Relegion এর believer হতে পারে না? আসলে আমাদের কারো Income Source জানার ইচছে ও নাই, কারন আমার বাড়ীর পাশের বেকার ছেলেটার টাই আমি জানিনা, কিনতু একটা R15 নিয়ে ঘুরে, মিছিলে যায়, এই আর কি! আপনিও লাইম লাইটে আসেন, আলাদীনের চেরাগের রহস্য পেয়ে যাবেন!

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

তালপাতারসেপাই বলেছেন: আমি যা জানি তা হলো ডোনেসন যা আসে তা ইয়াতিমদের জন্য।
ইসলামে অপচয়কারীকে সয়তানের ভাই বলে আখ্যা দেয়া হয়েছে।
আর কিছু? বাকি প্রমান আপনে খুজে নেন।


ছাগু তুমি এখানে হাগু করতে এসেছ? :)
তোমারে জিগাই তুমি পাঠা না খাসী?

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

অচেনা বন্ধু বলেছেন: @তালপাতারসেপাই: তুমার পাত্তি টাননের দায়িত্ব ডা আমারে দিবার পারো। চামে আমার ও টু-পাইস কামাই হইয়া যাইবো। খালি কইয়া দাও, পাত্তি কোথ্থেইকা আইনা কই পৌছান লাগবো।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

তালপাতারসেপাই বলেছেন: আপনে তো সিউর/সুওর। আমি তো না :) কমিসন রাইখা বাকিডা দিয়েন।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

শাহীন উল্লাহ বলেছেন: সুই এর ছিদ্র খোজার আগে ঝাঞ্জুর যে ফুটা হয়ে গেছে সেটার গবেষনা করেন,

উনি আইছে হিসাব লইয়া, আরে মিঞা সিটি কর্পোরেশনের ৫ হাজার টাকার বেতনের কর্মচারী ও এর থেকে বেশী টাকা খরচ করে হেলিকপ্টারে চরে।

আপনি বলেছেন
" নাস্তিকের বানানো হেলিকাপ্টারে চড়ে ধর্ম গেলো না হেপাজতী হুজুরের!!!"

আপনি যদি মুসলিম না হন তাহলে কোনো কথা নেই, আর যদি হন !!!! আফসোস !!! আপনি সঠিক শিক্ষা পান নি।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

তালপাতারসেপাই বলেছেন: হেলিকাপ্টার আস্তিকের বানানো?

যেখানে হেফাজতি নেতারাই বলেছে তাদের আয় ইনকাম খুব কম!!!

সেখানে তাদের নিতা আবার হেলিকপ্টারে করে সমাবেশে যোগ দিচ্ছে!!! তারা কি আলাদীনের জাদুর চেরাক পাইছে ...না আচম্বিত (লোকাল ল্যাঙ্গুয়েজ) কোন গুপ্তধনের সন্ধান পাইছে????

উত্তর পাবনা জানি!

১০| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

অন্ধকারের আর্তনাদ বলেছেন: "নাস্তিকের বানানো হেলিকাপ্টারে চড়ে ধর্ম গেলো না হেপাজতী হুজুরের!!! তিনি হেলিকাপ্টারে চড়বেন কেনো?"

নাস্তিকের বানানো আপনি শিওর???নাস্তিকের ডেফিনেশন জানেন???এট্টু জানিয়ে ধন্য করবেন ভ্রাতা???

০১ লা মে, ২০১৩ সকাল ১১:০৪

তালপাতারসেপাই বলেছেন: হেলিকাপ্টার আস্তিকের বানানো?

০১ লা মে, ২০১৩ সকাল ১১:৩০

তালপাতারসেপাই বলেছেন: হেফাজতের চোখে নাস্তিক মানে হেফাজতি ও ছাগুতি ছাড়া সবাই নাস্তিক

১১| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৩১

আশিকুর রহমান ১ বলেছেন: বিমানের আবিষ্কারক নাস্তিক ছিল আপনাকে কে বলছে??

মখার মতো আপনিও গেছেন নাকি?? রানা হেলিকাপ্টারে চড়লে সমস্যা নাই কিন্তু একজন বয়োবৃদ্ধ আলেম হেলিকাপ্টারে চড়ায় সুচিলদের খুব চুলকাইতেছে!!

চুলকানি উঠলে চুলকানো ভালো, তবে বেশি চুলকাইলে রক্ত ঝরার সম্ভাবনা আছে।

০১ লা মে, ২০১৩ সকাল ১১:২৫

তালপাতারসেপাই বলেছেন: হেফাজতের চোখে নাস্তিক মানে হেফাজতি ও ছাগুতি ছাড়া সবাই নাস্তিক

১২| ০১ লা মে, ২০১৩ ভোর ৬:০৬

শিরিষ গাছ বলেছেন: এরা শাহবাগী কিংবা চুশীল নয়। এরা পিউর আওয়ামী হাম্বা। তাই চুলকানী একটু বেশি।

০১ লা মে, ২০১৩ সকাল ১১:০৪

তালপাতারসেপাই বলেছেন: পোড়ায়? :)

১৩| ০১ লা মে, ২০১৩ ভোর ৬:৩৪

নরাধম বলেছেন:
আপনার এত জ্বুলুনি হচ্ছে কেন ব্রাদার? উনি কোন অন্যায় করলে মামলা করুন, তাহলেই তো ল্যাটা চুকে গেল। আর নাস্তিকে হেলিকপ্টার বানাইছে কিডাই কইছে? উইকিতে দেখে তো সেরাম কিছু পেলাম না, নাস্তিকরা তো ব্লগে ক্রুসেড করতেই ব্যস্ত, হেলিকপ্টার বানাবে কেমনে, বেশিরভাগই তো জীবন চরম অসফল মানুষ এরা।

০১ লা মে, ২০১৩ সকাল ১১:২৪

তালপাতারসেপাই বলেছেন: হেফাজতিরা উইকি লেখেনা, আর হেফাজতের চোখে নাস্তিক মানে হেফাজতি ও ছাগুতি ছাড়া সবাই নাস্তিক

১৪| ০১ লা মে, ২০১৩ দুপুর ১২:০৬

লেজ কাটা শেয়াল বলেছেন: হেফাযতের সঙা বাদ দে, তোর সঙায় নাসতিক মানে কি? কোনো মুর্খ আপনি বা তুই এর পার্থক্য বুযবেনা বলে এর ব্যবহার করলামনা!

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:২১

তালপাতারসেপাই বলেছেন: হেফাযত মুর্খ?
নাসতিক মানে কি? নাসতিক বলে শব্দ নেই। শব্দটি নাস্তিক। কিছু বলতে আসার আগে কথা শিখে নিন।

১৫| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:১৪

সিফাতুল্লাহ বলেছেন: রিকশায় করে এলে - "এরা মধ্যযুগীয়। প্রযুক্তি বিমুখ জাতি"
কপ্টার ব্যবহার করলে - "এত টাকা পায় কই? নাস্তিকের হেলি-তে চড়ে কেন?"

আজিব!

০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪২

তালপাতারসেপাই বলেছেন: যেখানে হেফাজতি নেতারাই বলেছে তাদের আয় ইনকাম খুব কম!!!

সেখানে তাদের নিতা আবার হেলিকপ্টারে করে সমাবেশে যোগ দিচ্ছে!!! তারা কি আলাদীনের জাদুর চেরাক পাইছে ...না আচম্বিত (লোকাল ল্যাঙ্গুয়েজ) কোন গুপ্তধনের সন্ধান পাইছে????

১৬| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:২৫

এ সামাদ বলেছেন: ফাজিল তো ফাজলামো করবেই।

গঞ্জিকা সেবীরা এমন কথা বলবে এটাই স্বাভাবিক।

এখন দেশে খুবই সস্তা মনে হচ্ছে গঞ্জিকা।

আহ্ দেশে থাকলে আমিও একটু পাইতাম গঞ্জিকা।

০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪৩

তালপাতারসেপাই বলেছেন: আপনে গঞ্জিকাসেবী? গদাম!

১৭| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:২৯

ছািব্বর বলেছেন: হিফাযতের ঈমান বিধ্বংসী আক্বিদা পড়ুন !!! এর পরেও কি বলা যাবে এরা মুসলমান ????-২

১৮| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৫১

আবিরু সাবীল বলেছেন: ছাগল কত প্রকার ও কি কি এই লেখকটারে দেখলে বুঝা যায়। কী পরিমাণ গদাম খাইতেছে। এরপরও তার চিল্লানি থামে না।

১৯| ০১ লা মে, ২০১৩ রাত ৮:০৫

সিফাতুল্লাহ বলেছেন: author wrote: যেখানে হেফাজতি নেতারাই বলেছে তাদের আয় ইনকাম খুব কম!!!

সেখানে তাদের নিতা আবার হেলিকপ্টারে করে সমাবেশে যোগ দিচ্ছে!!! তারা কি আলাদীনের জাদুর চেরাক পাইছে ...না আচম্বিত (লোকাল ল্যাঙ্গুয়েজ) কোন গুপ্তধনের সন্ধান পাইছে????
_______________________________
আমি যদি ও হেফাজতের মুখপাত্র ও নই, কর্মিও নই, আর তাদের কর্মকান্ড জাস্টিফাই করার খুব একটা আগ্রহ ও নেই। তবে যৌক্তিক সমালোচনা পছন্দ করি। কিছু অযৌক্তিক মনেহলে তার বিরোধ করি তাই বলছি -

প্রজন্ম চত্বরের রমরমা সময়ে প্রতিদিন বিরিয়ানির প্যাকেট সাপ্লাই দেখে অনেকে বলা শুরু করে - "এদের এতো টাকা কে সাপ্লাই দিচ্ছে?"
উত্তরঃ লীগ/জাসদ/সুশীল সমাজি what ever তাতে কী আসে যায়? যুদ্ধাপরাধীর বিচারের আন্দোলন একটি ভালো উদ্যোগ। এই আন্দোলনে লীগের লাভ আছে তাই তারা সাপোর্ট দিচ্ছে, জাসদের লাভ আছে তাই জাসদ সাপোর্ট দিচ্ছে। যার যার লাভ আছে তারা সবাই সাপোর্ট দিবে এটাই স্বাভাবীক। এতে কারো চুল্কানি উঠলে বুঝে নিবেন "ডাল মে কুছ কালা হায়!"

একই ভাবে এখন হেফাজতের ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন রমরমা। "এরা এত টাকা পায় কোথা থেকে?"
উত্তরঃ বি.এন.পি/জামাত-শিবির/ইসলামিস্ট গ্রুপ what ever তাতে কী আসে যায়? ধর্ম বিদ্বেষীদের বিচারের আন্দোলন একটি ভালো উদ্যোগ। এই আন্দোলনে বি.এন.পির লাভ আছে তাই তারা সাপোর্ট দিচ্ছে, জামাতের লাভ আছে তাই তারা সাপোর্ট দিচ্ছে। যার যার লাভ আছে তারা সবাই সাপোর্ট দিবে এটাই স্বাভাবীক। এতে কারো চুল্কানি উঠলে বুঝে নিবেন "ডাল মে কুছ কালা হায়!"

২০| ০২ রা মে, ২০১৩ রাত ১:১০

শিরিষ গাছ বলেছেন: ওই হাম্বা কমেন্ট ডিলিট করলি ক্যান? ''বোরাক'' কি চিনিস। ধর্মীয় জিনিস নিয়া এখানে কচলাতে আছস কেলা? সব মুসলমান জানে ''বোরাক'' কি জিনিস, কতটা পবিত্র তাদের কাছে । তুই বোরাক শব্দটা এখানে ফালতু অর্থে ব্যাবহার করে ধর্মের অবমাননা করেছিস। আমার সন্দেহ হচ্ছে তুই ইসলাম বিদ্বেষী মালু। আমার কেন পোড়াবে? পোড়াচ্ছেতো তোদের। চুলকানীতে অতিষ্ট হয়ে তোদের যে খুব পোড়াচ্ছে সেটা তোদের পোস্ট দেখেই বুঝা যাচ্ছে। এটা এমন চুলকানী যে চুলকানীর মলম তোদের নেই। তাই মলমের অভাবে তোদের এত পোড়ায়। তাই খাউজানি গুলা চুল্কাইতে ব্লগে এসে ফাল পারস। হেডাম নেই চার আনা। শাহবাগ আওয়ামী চত্তর নামের ফেসবুকের ওড়না পেইজ থেকে এখানে কপি পেস্ট পোস্ট দিস। এসব কপি বাল্পোস্ট দিয়া আরো হাম্বা হাম্বা করিস।

২১| ০৫ ই মে, ২০১৫ রাত ২:১৪

বাংলার জামিনদার বলেছেন: তেতুলের দাম কইম্যা গেছে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.