নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

শাপলা ফুলের ট্রাজেডি নিয়ে FOOLদের FOUL ভ্রান্ত প্রচারণা ও তার জবাব

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১

আসল সুত্র

: ৫ তারীখ সরকার গনহত্যা চালাইছে। প্রফেশনাল শুটাররা উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার রাইফেল দিয়ে মানুষ মারছে। সাউন্ড গ্রেনেডের শব্দের চোটে স্নাইপারের আওয়াজ শোনা যায় নাই।

: হুম। মতিঝিলে তো বিদ্যুত ছিলো না। স্নাইপাররা ঠিকমত টার্গেটে শুট করলো ক্যাম্ন?

: আরে ভাই, ২৫০০ লাশ সরানো হইছে ৯ টা ট্রাকে।

: মানে এক ট্রাকে ২৭৭ জন! একজন মানুষের ওজন নূন্যতম ৫০ কেজি ধরলেও এই মানুশগুলার ওজন ১৩ টনের বেশি। বাংলাদেশের একটা ট্রাক কি এত লোড নিতে পারে?

: সব লাশ ফেলা হইছে তুরাগ আর মেঘনা নদীতে।

: ও। তুরাগ আর মেঘনাতে তো লাখ লাখ হাঙর থাকে। আড়াই হাজার লাশ দুই মিনিটে পেটে চালান কইরা দিছে।

: মতিঝিল এলাকায় রক্তের বন্যা চলতেছে।

: এত রক্ত কোথায় গেল?

: শেষ রাতের বৃষ্টিতে ধুইয়া গেছে।

: ২৫০০ লাশের রক্ত সামান্য বৃষ্টিতেই ধুইয়া গেল?

: সামান্য বৃষ্টি না। রীতিমত তুফান আর সিটি কর্পোরেশনও ময়লা পরিষ্কারের নামে রক্তের দাগ মুইছা ফেলছে।

: দেড় ঘন্টায় এত কিছু!

: ভাই, এই জালেম সরকার সব পারে।

: আচ্ছা, একটা প্রশ্ন করি?

: করেন।

: গাঁজার দাম এখন কত?

: বৃষ্টির দিন। হাফ দামে যাইতেছে সব।



লাশ গায়েবের গুজবে বলা হচ্ছে ২৫০০ লাশ ৯টি ট্রাকে করে পিলখানায় নিয়ে লুকিয়ে রাখা হয়েছে । এটা কি গাণিতিকভাবে সম্ভব ?

২৫০০/৯=২৭৮ লাশ প্রতিটি ট্রাকে।

৫০ কেজি হারে ২৭৮ টি লাশের ওজন সাড়ে ১৩ টন । ট্রাকের পরিবহন ক্ষমতার আড়াই গুন।

৬ ঘনফুট হারে ২৭৮ টি লাশের আয়তন সাড়ে ষোলশো ঘনফুট । ট্রাকের গড় ধারন ক্ষমতার দ্বিগুনের চেয়েও বেশি।

২৭৮ টি করে লাশ নয়টা গাড়ির পাশে আগে থেকেই জমা করে রাখা থাকলে তা লোড করতে লাশ প্রতি কমপক্ষে ৩০

সেকেন্ড করে ধরলেও গাড়ি প্রতি লোডিং টাইম আড়াই ঘন্টা করে । ধরা যাক সব লাশ এক সাথে লোড শুরু হয়েছিল।

গাড়ি আনা, প্লেস করা, লাশগুলো এক জায়গায় জড়ো করা, ধরি আরো কমপক্ষে ১ ঘন্টা।

মোট সাড়ে তিন ঘন্টা।

কখন শুরু হল এই সব কাজ ? এ্যাকশন শুরুর অন্তত এক ঘন্টা পরে।

এ্যাকশন শুরু-আড়াইটায়।

লাশ গুম শুরু - সাড়ে তিনটায় ।

লোডিং শেষ - সাতটায় ।

ও মাই গড, কি করে সম্ভব । সূর্যোদয় হয়ে গেছে ঘন্টা দেড়েক আছে । মানুষ অফিসে আসার জন্য বের হতে শুরু করেছে।

দ্বিগুনের চেয়ে বেশি ওভার লোড নয় ট্রাক লাশ এখনো যাত্রা শুরু করে নাই। দিনের আলোয়, হাজার হাজার মানুষের চোখের সামনে দিয়ে, শত শত গাড়ি রিকশা ঠেলে ঢাকার প্রাণ কেন্দ্র দিয়ে, রাস্তায় রক্তের ফোটা ফেলতে ফেলতে এই ট্রাকগুলো পিলখানায় সাড়ে আটটা থেকে নয়টার দিকে পৌছালো অথচ, কি অবাক কান্ড ?

পুরো নগরের কেউ তা দেখল না। কেউ জানলো না । কেউ একটা ছবি তুলে রাখলো না।

একটু বেশিই গাজাখুড়ি গল্প বলে মনে হচ্ছে না ?

ও হ্যাঁ, গল্পের গরুতো, আকাশে ওড়াতে দোষ কি??

জেনেনিন বিবিসি কি বলে.... লিন্ক



আর ছাগলদের প্রচারনা আপনারাই দেখে বলেন কি বলবেন ?













যারা নাস্তিক ফরহাদ মাজহারকে শাফির পাশে বসিয়ে নাস্তিকদেরই বিচার চাইতে পারে

যারা নারীদেহ বিশেষজ্ঞ এরশাদের পানি খেয়ে পিপাসা মিটাতে পারে

যারা রাসূল (সঃ) এর হিজরতকে লংমার্চ বলতে পারে

যারা মসজেদের জায়নামাজ পোড়াতে পারে

যারা শাফিকে মূসা নবীর সাথে তুলনা করতে পারে

যারা মসজিদের মাইক দিয়ে মিথ্যা ঘোষনা দিয়ে মানুষ ক্ষুন করতে পারে

যারা নারী সাংবাদিকের ওপরে চড়াও হতে পারে

যারা সাইদীকে চাঁদে পাঠাতে পারে

যারা টুপি মাথায় দিয়ে ৭১ এ ধর্ষনে লিপ্ত হতে পারে

যারা নিজেদের স্বার্থে চিটাগাংযে অন্য একজন মাদ্রাসার ছাত্রকে হত্যা করতে পারে

.

.

তারা কোরআন পোড়াতে পারে।



[কোরআন পুড়িয়ে এই হেফাজতি নাস্তিকের দল সরকারের ওপরে দোষ চাপাতে চেয়েছিল, কিন্তু নিজেরাই ধরা পড়ে গেছে। বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত দোকানদারেরাই বলছে তাদের দোকানে হেফাজতিরা আগুন দিয়েছে। এখানে চুদুর-বুদুর বোঝানোর কোনো সুযোগ নেই]

মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। তাদের স্বস্তি দাবী করি আপনি করেন তো?

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০০

দক্ষিনা বাতাস বলেছেন: সুর্যোদয়ের সাথে সাথে মানুষ অফিসের পথ ধরে। ভালো ভালো।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১২

তালপাতারসেপাই বলেছেন: আমি নিজে অফিসে গেছি।

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৩

জুবায়ে১২ বলেছেন: চরিত্রহীনতা আর বদচরিত্রের অধিকারী বলেই হিফাযতে জামাতিরা মিথ্যা প্রোপাগান্ডা চালায়।এদের বদচরিত্রের নমুনা দেখুন ।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১০

তালপাতারসেপাই বলেছেন: সহমত

৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪

চোরাবালি- বলেছেন: ভাই লাশ টানা টানি নিয়ে আমার কোন কথা নাই কিন্তু ট্রাকের ধারণ ক্ষমতা নিয়ে দুই লাইন-
# একটি ট্রাকের ধারণ ক্ষমতা গায়ে লেখা থাকে ৫টন কিন্তু যে কোন ৬চাকা বিশিষ্ট একটি ট্রাকে অনন্ত ২০টন লোড দিয়ে দিব্যি চলে যাবে কোন সমস্যা হয় না।
# একটি ইন্টার ড্রিষ্টিক ট্রাক বা ৫টনি ট্রাকের দৈর্ঘ্য ২২ফিট আর প্রস্থ ৯ফিট অর্থাৎ ১৯৮স্কয়ার ফিট। ২২ ফিট লম্বায় সারে ৫ফিট হিসেবে ৪জন লম্বা লম্বি ধরে যাবে আর ৯ফিট চওড়ায় মোল্লাদের চিকন চাকন ৩৪ইঞ্চি সাইজের বডি অনায়াসে ৭জন ধরবে সে অনুসারে ২৮জন প্রতি সাড়িতে সে অনুসারে উচ্চতায় একজনার উপরে আরেকজন সর্বচ্চ ১০সাড়ি দরকার। আর একজনার বডির উচ্চতায় ৮ইঞ্চিও যদি ধরে তা হলে সর্বচ্চ ৭০ইঞ্চি উচ্চতার দরকার মাত্র।

ভাই অংক শেখাতে গেলে আগে নিজে অংক রিভিউ করতে হয়।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১২

তালপাতারসেপাই বলেছেন: মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। তাদের স্বস্তি দাবী করি আপনি করেন তো? না মুসমানগিরি খতম?

৪| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৩

লালমিয়াভাই বলেছেন: যারা হত্যাকাণ্ডকে হত্যা বলতে চান না, বলতে লজ্জা পান, তাদের জন্য আমি লজ্জিত হই।

আমার স্বজাতিরা এমন হতে পারে ভেবে আমার মাথা হেঁট হয়ে যায়।

হেফাজত বলছে তাদের ৩০০০ নেতা কর্মীকে হত্যা করা হইছে।
অস্বীকার করা যাবে? বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়, সব সাংবাদিক সরিয়ে দেয়া হয়...কেনো??

আশে পাশে শুয়োরের গন্ধ পাই, নিজেকে কেমন জানি আর মানুষ প্রজাতির মনে হয় ন......।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৪

তালপাতারসেপাই বলেছেন: মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। মুসলমান হিসাবে তাদের স্বস্তি ফাসী দাবী করি, আপনি করেন তো? না মুসমানগিরি খতম?

৫| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯

মদন বলেছেন: লাশ ১ টি অথবা ১ লক্ষটি ফারাক কোথায়? আপনার ঘরের কেউ নয় বলে হয়তো কষ্ট হচ্ছে না। আপনি ক্যালকুলেটর দিয়ে আবেগ মাপছেন।

লাইট নিভিয়ে সরকারের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে কিছু বিরোধীমতীয় লোকের উপর গুলি করে হত্যা করা আর যাই হোক গনতন্ত্রের জন্য শুভ নিদর্শন নয়।

একদিকে হেফাজত মরছে অন্য দিকে পুলিশ বিডিআর মরছে। মাঝে রাজনীতির শুয়োরেরা হায়েনার হাসি হাসছে।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৫

তালপাতারসেপাই বলেছেন: মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। মুসলমান হিসাবে তাদের স্বস্তি ফাসী দাবী করি, আপনি করেন তো? না মুসমানগিরি খতম?

৬| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৭

রাজিব জাহান ফেরদৌস বলেছেন: মদনের সাথে সম্পূর্ণ একমত। ভাই, মরে খালি মাদ্রাসার এতিম পোলাপাইন গুলা, আর গরীব পুলিশ গুলা । অগো জীবন আর তেলাপোকার জীবন তো একই। আর আমরা ব্লগ আর ফেসবুকে বইসা লাস দেখি, আর হিসাব করি এত মানুষ কি আসলেই মরসে। যত সব মথ্যা প্রপাগান্ডা।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৫

তালপাতারসেপাই বলেছেন: মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। মুসলমান হিসাবে তাদের স্বস্তি ফাসী দাবী করি, আপনি করেন তো? না মুসমানগিরি খতম?

৭| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মদন বলেছেন: লাশ ১ টি অথবা ১ লক্ষটি ফারাক কোথায়? আপনার ঘরের কেউ নয় বলে হয়তো কষ্ট হচ্ছে না। আপনি ক্যালকুলেটর দিয়ে আবেগ মাপছেন।

লাইট নিভিয়ে সরকারের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে কিছু বিরোধীমতীয় লোকের উপর গুলি করে হত্যা করা আর যাই হোক গনতন্ত্রের জন্য শুভ নিদর্শন নয়।

একদিকে হেফাজত মরছে অন্য দিকে পুলিশ বিডিআর মরছে। মাঝে রাজনীতির শুয়োরেরা হায়েনার হাসি হাসছে।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৬

তালপাতারসেপাই বলেছেন: মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। মুসলমান হিসাবে তাদের স্বস্তি ফাসী দাবী করি, আপনি করেন তো? না মুসমানগিরি খতম?

৮| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪০

রাজিব জাহান ফেরদৌস বলেছেন: মদনের সাথে সম্পূর্ণ একমত। ভাই, মরে খালি গার্মেন্টস কর্মী, মাদ্রাসার এতিম পোলাপাইন গুলা, আর গরীব পুলিশ গুলা । অগো জীবন আর তেলাপোকার জীবন তো একই। আর আমরা ব্লগ আর ফেসবুকে বইসা লাস দেখি, আর হিসাব করি এত মানুষ কি আসলেই মরসে। যত সব মিথ্যা প্রপাগান্ডা।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৬

তালপাতারসেপাই বলেছেন: মিথ্যা বলে, কুরআন পুড়িয়ে যারা সত্য ও শান্তির ধর্মের প্রতিষ্ঠার কথা বলে। তারা ও তাদের অনুসারীরা আর যাই হোক মুসলীম হতে পারেনা। মুসলমান হিসাবে তাদের স্বস্তি ফাসী দাবী করি, আপনি করেন তো? না মুসমানগিরি খতম?

৯| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০৮

প্রীতম ব্লগ বলেছেন: যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙ্গানো যায় না।

০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৭

তালপাতারসেপাই বলেছেন: হুমমম

১০| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:১৪

নেক্সটডোর বলেছেন: অংকে ভুল আছে।

০৮ ই মে, ২০১৩ রাত ১২:১৬

তালপাতারসেপাই বলেছেন: অংকে ভুল আছে।২৫০০না ২৫

১১| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:২৪

সাধারণ মুসলমান বলেছেন: eto kothar shujog des ken, tv te live dekhaili na ken?

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:০৫

তালপাতারসেপাই বলেছেন: ভদ্রতা শিখে আসেন। নিজে গিয়া দেখলেই পারতেন। গদাম!

১২| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:৫৪

মুহসিন বলেছেন: আলোতে কাজটা করলেই ভালো হতো। যা সত্যি তাই প্রকাশ পেতো। দরকার হলে লাইভ দেখানো যেত।

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:০৭

তালপাতারসেপাই বলেছেন: লাইভই তো! আর তোমার বাপেরা ট্রান্সফরমার পুড়াইছে হেই আলো্য় দেখা গেল না।

১৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১২

অভি৯১৭৫ বলেছেন: সরকারের উচিত ছিল হেফাজতিদের আরো দুই দিন ঢাকায় থাকতে দেওয়া। মাত্র দুই-চার ঘণ্টায় শহরের যে অবস্তা করছিল, দুই দিন রেখে প্রতিটা মানুষ কে এদের ভয়াবহতা উপলব্ধির সুযোগ করে দেওয়া উচিৎ ছিল।

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:০৯

তালপাতারসেপাই বলেছেন: দায় কে নিত?

১৪| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:০৬

অনা-বিল বলেছেন: সরকারবিরোধী সমস্ত গণমাধ্যমগুলো বন্ধ করে , বিদ্যুত অফ করে দিয়ে হাজার হাজার পুলিশ বিজেবিকে এনে, সরকার ঘুমন্ত হেফাজতীদের হত্যা করে নি । তাদের মাথায় তেল মালিশ করেছে । X(

৬ ই মের কালো রাতের ঘটনা সমস্ত গণমাধ্যমগুলোকে কভার করতে দেওয়া হলো না কেন ? তারা সরাসরি যা কভার করতো আমরা তাই বিশ্বাস করতাম ।

হেফাজতীদের উতখাতে সরকার রাতের আধারকে কেন বেছে নিল ? দিনের আলোতে হলে কি সমস্যা ছিলো ?

বিদ্যুৎ কেন বন্ধ করতে হল ?

ঘুমন্ত অবস্থায় কেন আক্রমন করা হল ?

এই নিরস্ত্র মানুষগুলোকে উতখাতের জন্য এত বিপুল সংখ্যক সেনা কেন মোতায়েন করা হল ?


আরো কিছু প্রশ্ন ????

০৮ ই মে, ২০১৩ সকাল ৯:১১

তালপাতারসেপাই বলেছেন: নাগরিক নিরাপত্যা সরকারের প্রথম কাজ প্রচার নয়।

মাল খান না টাকা খাইয়া ভগবতরে "নিরস্ত্র মানুষ" কৈতাছেন?

১৫| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:১৯

নতুন বলেছেন: হেফাজতের দাবি সমথন` করি না কিন্তু তাই বলে তাদের গুলি করে মেরে ফেলতে হবে তাও সমথ`ন করতে পারি না...

আর লাশের সংখ্যা আপনি ক্যালকুলেটর দিয়ে হিসেব করছেন>>>>>>>>>>>

কোন সভ্য দেশে মনে হয় এই ভাবে পুলিশি তান্ডব চালাতো না জনগনের উপরে...

সব সরকারই মানুষের জীবনের মূল্য দেয়না... আজ আওয়ামী লীগ মানুষ মেরেছে কাল বিএনপি মারবে...

এখন পৃথিবীতে সবচেয়ে কম দামে জীবন মনে হয় বাংলাদেশেই পাওয়া যায়...

ইসু যাই হোক না কেন.... ১টি জীবনও যাতে না ঝড়েপড়ে...

১৬| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.