নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
এরশাদ ও বিদিশা বিয়ের আগেই এরিক আসে তাদের সংসারে আর এই নাটকে ফেঁসে যেতে বসেছে সাবেক রাষ্ট্র প্রধান জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এরশাদের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা দায়ের হতে পারে বলে গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে। এই মামলায় আসামি হতে পারে বিদিশাও।
সূত্রগুলো নিশ্চিত করেছে যে, এরশাদ ছেলে বলে পরিচিত এরিক আসলে এরশাদ বা বিদিশার ছেলে নয়।
এরিকের আসল মায়ের নাম নাজনিন। নাজনিনকে হত্যা করে তার পুত্র এরিককে নিয়ে আসে বিদিশা। পরে এরিক বিদিশা ও এরশাদের পুত্র বলে দাবি করে। এরশাদ বিদিশার বিয়ের আগেই এরিক চলে আসে এরশাদ ও বিদিশার সংসারে। সুত্র
২| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪২
শফিউল আলম চৌধূরী বলেছেন: নিষ্কর্মা বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। গোয়েন্দারা এতোদিন জানিতো না। সংবাদপত্র তাহাই জানাইলো। এই সংবাদকে এখনই ছ্যাপ দিয়া আটকাইয়া স্টিকি করা হৌক।
৩| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২১
আমি ভালোমানুষ বলেছেন: নির্বাচনে/রাজনীতিতে প্রতিপক্ষ হইলেই তার কত অজানা কাহিনী বের হয়
গাজীপুরে মান্নানের নামে অ কত কিছু শুনলাম, দুদক নির্বাচনের সপ্তাখানিক আগে কর ফাঁকির মামলার প্রস্তুতি নেয়। শেষ বিজয় তো মান্নানেরই হোল।
আওয়ামীলীগ মিডিয়ার অপব্যবহারের জন্যই বেশি পচছে আর আপনাদের মত কিছু পা চাটা আছে তাদের জন্য ও।
জানি নিক ব্লক করবেন, কমেন্ট মুছবেন তারপরও লিখলাম।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৬
নিষ্কর্মা বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। গোয়েন্দারা এতোদিন জানিতো না। সংবাদপত্র তাহাই জানাইলো। এই সংবাদকে এখনই ছ্যাপ দিয়া আটকাইয়া স্টিকি করা হৌক।