নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

যৌন আবদন ফারুক, লম্পট ও জুয়াড়ু। তার লালাসা থেকে দলের সদস্যদের পরিবারের নারিদেরও রেহাই নেই। মুখ খুললেন শিউলির স্বামী রহমত উল্লাহ

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭



পরকীয়ার অভিযোগ ওঠার পর বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের হঠাৎ বিদেশ যাত্রা নিয়ে দলটির কোনো দায়িত্বশীল নেতা কোনো মন্তব্য করতে না চাইলেও নিজেদের বিব্রতভাবের কথাও বলছেন কেউ কেউ। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পরকীয়াসংক্রান্ত তথ্য ছড়ানো হচ্ছিল। তবে, অন্যসব বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে ঝাঁপিয়ে পড়ে ফারুকের এ ব্যক্তিগত স্ক্যান্ডাল তা না হলেও ইতোমধ্যেই তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে।



এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল নেতারা কেউ মুখ খুলতে চাননি। তবে, আকারে ইঙ্গিতে অনেকে বিষয়টি নিয়ে বিব্রত বলে প্রকাশ করেছেন যে পরকীয়ার জেরে চিফ হুইপ পদ খোয়ালেন ফারুক!



কয়েক দিন আগে ইউটিউবে বিরোধী দলীয় চিফ হুইপের পরকীয়ার একটি অডিও টেপ প্রকাশ করে বাংলা লিকস নামে একটি সংগঠন। এতে চার পর্বে জয়নুল আবদিন ফারুকের পরকীয়া প্রেমের মোবাইল সংলাপ প্রকাশ করা হয়। এ খবরে গত কয়েকদিন ধরে রাজনীতিক এবং সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বাংলা লিকসের সাইটে গিয়ে দেখা যায় সেখানে কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে জয়নুল ফারুকের পরকীয়া নিয়ে।



একটিতে লেখা আছে জয়নুল আবদিন ফারুকের পরকিয়া-২। এ পেজে লেখা আমেরিকা প্রবাসী জনৈক রহমতের স্ত্রী শিউলির সঙ্গে পরকীয়া করেছেন জয়নুল আবদিন ফারুক।



এছাড়াও অন্য জায়গায় লেখা রয়েছে, জয়নুল ফারুকের পরকীয়ার ১৮ মিনিটের ফোনালাপ।

পাঠকদের সুবিধার্থে অডিও লিংকটি দেওয়া হলো



Click This Link



জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের প্রথম দিনই বিএনপি দীর্ঘদিন অনুপস্থিতির পর সংসদে যোগ দেয়। সেদিনও বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন ফারুক। অধিবেশনের প্রথম অর্ধে বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করে। ওয়াকআউটের পর বিএনপি আবারও সংসদে যোগ দিলেও সেখানে অনুপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক।

তার অনুপস্থিতিতে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন দলের আরেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি ফারুকের প্রতি এ ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধও। বিএনপির উচ্চ পর্যায়ের একটি বিশেষ সূত্রে এ খবর জানা গেছে।



এ ঘটনা জানা জানি হয়ে যাওয়ায় পুরো পরিবার নিয়ে চিকিৎসার অজুহাতে সিঙ্গাপুর যান জয়নুল আবদিন ফারুক। জানতে চাইলে জয়নুল আবদিন ফারুক এ প্রতিবেদককে বলেন, ‘আমার কিডনিতে সমস্যা আছে। তাই চিকিৎসার জন্য আজ রাতে (শুক্রবার) সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি বিমানে সিঙ্গাপুর যাচ্ছি।’ তিনি বলেন, ‘১৫ দিন সেখানে থাকবো। সঙ্গে তার দুই মেয়ে ও স্ত্রীও যাবেন।’



ক্ষেপে গেলেও খালেদা জিয়া তাকে দেখতে যান







অবশেষে মুখ খুললেন শিউলির স্বামী রহমত উল্লাহ:



এতদিন ক্যারিয়ারের কথা ভেবে জয়নুল আবেদীন ফারুককে মুখের ওপর কোনো ধমক দিতে না পেরে তার স্ত্রী টেলিফোনে কথাগুলো শুনেছিলেন বলেই দাবি রহমতের।



“জয়নুল আবদীন ফারুক একজন লম্পট চরিত্রের মানুষ বলেই তার অপেক্ষাকৃত সহজ-সরল স্ত্রীকে আজে বাজে প্রস্তাব দিতে সাহস করেছেন,” বাংলানিউজকে টেলিফোনে বলেন রহমত।



রহমত জানান, ডার্কেন এন্ড অ্যালিস নামে যুক্তরাষ্ট্রের নামকরা একটি ল’ফার্মের সঙ্গে তিনি এরই মধ্যে কথা বলেছেন। মামলার প্রস্তুতি চলছে। রহমত বলেন, আমার স্ত্রী একজন আমেরিকান নাগরিক। তাকে টেলিফোন করে যেসব আজেবাজে কথা বলা হয়েছে এবং প্রস্তাব দেওয়া হয়েছে তার জন্য একজন নাগরিক হিসেবে মার্কিন বিচারব্যবস্থার সহযোগিতা তিনি চাইতে পারবেন বলেই প্রাথমিকভাবে জানিয়েছে ল’ ফার্মটি।

জয়নুল আবদীন ফারুকের টেলিফোন কলগুলো বাংলালিকস ছাড়াও তার স্ত্রীর মোবাইল ফোনে রেকর্ড করা রয়েছে সেগুলোসহ অন্যান্য ডকুমেন্টস সংগ্রহ করে শিগগিরই মামলাটি করতে চাইছেন রহমত।



এছাড়া, দেশেও একটি মামলা করতে চান মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, এই ব্যক্তির কারণে তার ও তার স্ত্রীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সন্তান রয়েছে তার ওপরও পড়ছে এর প্রভাব।



রহমত জানান তার স্ত্রী মানুসিকভাবে এতটাই ভেঙ্গে পড়েছেন যে তাকে চিকিৎসকের কাছে নিতে হয়েছে।



মোহাম্মদ রহমত উল্লাহ জানালেন মাত্র এক বছরের কিছু সময় আগে জয়নুল আবদীন ফারুকের সঙ্গে তার ও তার স্ত্রীর সাক্ষাৎ হয়। ফারুক যুক্তরাষ্ট্র সফরে এসে শিকাগো গেলে রহমত তার বাসায় দেওয়া একটি ইফতার পার্টিতে তাকে দাওয়াত করেন। সেখানেই তার স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হয় ফারুকের। এরপর অক্টোবরে আরও এক দফা যুক্তরাষ্ট্র সফরে এসে শিকাগোতে ফারুকের বাড়িতে চার দিন থাকেন।



ফারুক যুক্তরাষ্ট্র এসে ক্যাসিনোতে হাজার হাজার ডলার হারিয়ে বিপাকে পড়লে রহমত উল্লাহই তাকে উদ্ধার করেন। তার হোটেল বিল, খাবার খরচও বহন করেন বলে জানান তিনি।



রহমত বলেন, “টাকা পয়সা নেই এমন কথা বলাতেই নিজের বাড়িতে থাকতে দেই। কিন্তু ৬৪ বছর বয়সের এক বৃদ্ধর, যার নিজেরও আমার স্ত্রীর বয়সী দুটি মেয়ে আছে সে এমন আচরণ করতে পারবে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি।”

রহমত বলেন, ফারুক আমার স্ত্রীকে বাজে প্রস্তাব দিয়েই ক্ষান্ত হননি তিনি তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন, তার কাছে অস্ত্র আছে বলেও শাসিয়েছেন।



দেশে গিয়ে বিএনপি অফিসের সামনে অবস্থান নিয়ে এমন ঘটনার প্রতিবাদ করবেন বলেও জানালেন রহমত। এছাড়া আইন-ও-শালিস কেন্দ্রের সহায়তা চাইবেন বলেও জানান তিনি।



রহমত বলেন, আমি আশা করবো দল এমন একজন লম্পটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাকে দল থেকে বহিষ্কার করবে। আর দল যদি নাও নেয় আমি একাই এর শেষ দেখে ছাড়বো।

স্ত্রীর প্রতি আমার আস্থা রয়েছে। আমি তাকে মোটেই অবিশ্বাস করছি না। জয়নুল আবেদীন ফারুকই তাকে আজে বাজে কথা বলেছেন। আমাদের ক্ষতি যা হবার হয়েছে, কিন্তু এমন ব্যক্তিকে আমি ছেড়ে দেবো না, বলেন রহমত উল্লাহ।

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

এসএমফারুক৮৮ বলেছেন: ঘটনা সত্যি হলে ওর শাস্তি হওয়া উচিত।

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: গোগলে joynal abed
লিখলেই আসবে joynal abedin faruk scandal

B-) B-) B-)

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

অপর্না হালদার বলেছেন: ভালোনা ভালোই তো ।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

তালপাতারসেপাই বলেছেন: মজা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.