নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এ বছর নিজ হাতে তার ৬৯তম জন্মদিনের কেক কাটেননি। অথচ প্রতি বছর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন।
[পাসপোর্ট তথ্য অনুসারে ম্যাডামের বাড়তি আরেকটা জন্মদিন যোগ হল। পাসপোর্ট অনুসারে তার জন্মদিন দেখা যাচ্ছে ৫ইঅগাস্ট। গোলাবি একাই কত রঙ্গ দেখাইলিরে!! - ফেবু হতে কপি]
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর দিনে নিজের জন্মদিনের উৎসব নিয়ে প্রতি বছর তীর্যক সমালোচনাও সহ্য করতে হয় তাকে। এমনকি এই শোকের দিনে জন্মদিনের আনন্দ না করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অনুরোধও করা হয় তাকে।
তারপরও প্রতি বছর ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (১৫ আগস্ট দিবসের শুরুতে) তিনি কেক কাটেন। কিন্তু ব্যতিক্রম এ বছর। ১৪ আগস্ট রাতে তিনি জন্মদিনের কেক কাটেননি। এমনকি বাসভবন থেকে বের হয়ে গুলশান কার্যালয়েও যাননি।
না কাটার কারণ সম্পর্কে এক একজন বলছেন এক এক কথা। কেউ বলছেন নতুন ধারার রাজনীতি করার ঘোষণা দেয়ায় তাদের নেত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বলছেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন থেকে তিনি আর এদিন জন্মদিন পালন করবেন না। কেউ বলছেন জাতীয় নির্বাচন খুব কাছাকাছি হওয়ায় তিনি এখন বিতর্কিত সব কর্মকা- এড়িয়ে চলবেন। এ কারণে এবার জন্মদিনের কেক কাটেননি।
কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে অন্য কথা। জামাতের হরতালের কারণেই গুলশান অফিসে আসেননি বিএনপি নেত্রী। হরতালের প্রতি সম্মান প্রদর্শন করেই তিনি নিজ জন্মদিনের কেক কাটা থেকে বিরত থাকেন। এমনকি তার জন্মদিনের কারণে জামাত হরতাল ১২ ঘণ্টা কমাতে চাইলেও তিনি জামাত নেতাদের ৪৮ ঘণ্টা হরতাল অব্যাহত রাখার পরামর্শ দেন। তার পরামর্শেই জামাত তাদের পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টা হরতাল বহাল রাখে।
পাশাপাশি হরতালের কারণে দলের কোনো কর্মসূচিতেও অংশ নেননি বিরোধীদলীয় নেত্রী। দলীয় নেতাদেরও কোনো কর্মসূচিতেও অংশ নেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন। তারপরও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন। এতে তাদের কড়া ধমক খেতে হয়েছে বলে দাবি করেছে দলের একটি সূত্র।
জামাতের হরতালের কারণেই যে তিনি কেক কাটেনটি সেটা পরিষ্কার হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে ৭টি কেক কাটা হয়। এমনকি রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
এদিকে বিরোধীদলীয় নেত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, প্রতি বছরের মতো এবারো নিভৃতে পারিবারিকভাবে জন্মদিন পালন করেন বিরোধীদলীয় নেত্রী। তিনি অবশ্য স্বীকার করেছেন জামাতের হরতালের কারণে এবার কেক কাটাকাটির আনুষ্ঠানিকতা হবে না। একই কারণে বুধবার রাতে গুলশানের কার্যালয়ে যাননি তিনি। তবে জন্মদিন উপলক্ষে সকালে তার গুলশানের বাসায় দোয়া মাহফিল হয়। আত্মীয়-স্বজনরা বাসায় এসে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ক্ষমতাসীন হওয়ার পর আওয়ামী লীগ যে সময় থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেয়, ঠিক সেসময় থেকে হঠাৎ করেই দেশবাসী জানতে পারে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনও নাকি ১৫ আগস্ট।
মানুষের জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। কিন্তু প্রশ্ন ওঠে তখনি যখন রাজনীতির অঙ্গনে ১৯৮৩ সাল থেকে দাপিয়ে বেড়ানো, জনগণের বিপুল ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী অতি ঘটা করে হঠাৎ করেই তার জন্মদিনকে স্থানান্তরিত করে ১৫ আগস্ট পালন করা শুরু করেন। যদিও তার জন্মদিন নিয়ে অনেক কথাই দলিল দস্তাবেজসহ চালু আছে।
চলুন আরেকবার দেখি বিভিন্ন সময়ের জন্মদিনগুলা।
■ ১৯৯১ সালের ২০শে মার্চ তারিখে দৈনিক বাংলা পত্রিকায় সরকারী সংবাদ সংস্থা বাসস থেকে পাঠানো তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী ছাপা হয়। এতে উল্লেখ করা হয় যে ওনার জন্মদিন ১৯৪৫ সালের ১৯শে আগষ্ট।
■ ম্যাট্রিক পরীক্ষার মার্কশীট অনুসারে খালেদা জিয়ার জন্মদিন ১৯৪৬ সালের ৫ই সেপ্টেম্বর
■ বিয়ের কাবিননামা অনুসারে ওনার জন্মদিন ১৯৪৪ সালের ৯ই আগষ্ট।
■ ২০০০ সালের ভোটারের তথ্য বিবরনী ফরমে খালেদা জিয়া উল্লেখ করেন যে তার জন্মদিন ১৯৪৬ সালের ১৫ই আগষ্ট! এছাড়া তিনি নিজেকে এইচএসসি পাস দাবি করেন যদিও শিক্ষাবোর্ডের ডকিউমেন্ট (মার্কশীট) অনুসারে তিনি ম্যাট্রিকে ফেল করেছিলেন।
■ ১৫ই আগষ্ট, ২০১০ তারিখের দৈনিক যুগান্তরের রিপোর্ট: সাবেক হুইপ জামালের পরামর্শে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনে জন্মদিন পালন শুরু করেন খালেদা জিয়া।
সুত্র
২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১
এন ইউ এমিল বলেছেন: আখিলিস বলেছেন: অনেক বড় মাপের নেত্রী তো তাই একবারে জন্ম নিতে পারে নাই, কয়েকটা কিস্তিতে জন্ম নিয়েছে !
ভাই যা কইছে, হাস্তে হাস্তে হুইয়া পরছি
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
এেলক্সান বলেছেন: অনেক বড় মাপের নেত্রী তো তাই একবারে জন্ম নিতে পারে নাই, কয়েকটা কিস্তিতে জন্ম নিয়েছে !
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
মূর্খ রুমেল বলেছেন: আখিলিস বলেছেন: অনেক বড় মাপের নেত্রী তো তাই একবারে জন্ম নিতে পারে নাই, কয়েকটা কিস্তিতে জন্ম নিয়েছে !
ভাই যা কইছে, হাস্তে হাস্তে হুইয়া পরছি
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: এই পাসপোর্টে ১৫ আগষ্ট ই লেখা আছে। ফটোসপের মাধ্যমে লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আসল তথ্য গুলো দেখেন এখানে ।
তেবে পাসপোর্টটি ভুয়া। কারন কোন পসপোর্টের ছবি এভাবে দেওয়া যায় না। আর আমার জানামতে কালো ব্যাকগ্রাউন্ডের সাদাকালো ছবি পাসপোর্টে গ্রহনযোগ্য নয়।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৬
তালপাতারসেপাই বলেছেন: একটা ডকুমেন্টের ছবি, আসল না নকল ধরতে না পারার দায় বেগম জিয়ার।
কেননা, এতগুলোর ভিড়ে সেইরাম কনফিুউজড।
আপনেরটা আসল প্রমান কি? ওনার হাতে ধরা পাসপোর্টের ছবি দেন।
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
প্রকৌশলী আতিক বলেছেন: তোরা জারজ না হ ইয়া থাকলে, এডিট করা ছবি কেন দিলি?
এইটা দেখ।
সামান্য একটা ছবি, আসল না নকল তাই যদি ধরতে না পারিস, তাইলে নিজের আসল বাপ কেমনে চিনবি?
পোষ্ট রিপোর্টেড।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
তালপাতারসেপাই বলেছেন: প্রকৌশলী আতিকের জারজ পরিচয়ে সকলেই পুলকিত।
একটা ডকুমেন্টের ছবি, আসল না নকল ধরতে না পারার দায় বেগম জিয়ার। কেননা, এতগুলোর ভিড়ে সেইরাম কনফিুউজড।
আপনেরটা আসল প্রমান কি? ওনার হাতে ধরা পাসপোর্টের ছবি দেন। মুরোদ আছে?
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
তালপাতারসেপাই বলেছেন: প্রকৌশলী আতিক (স্বঘোষিত জারজ) একটা প্রশ্ন মেডামের ম্যারেজডে টা কবে? ১টা না একাধিক?
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭
চোরাবালি- বলেছেন: ভাই কত টাকা পান এই সবের বিনিময়ে?
সত্যের সাথে মিথ্যা সংমিশ্রন করা কি ঠিক?
আপনি যদি কোন নেতার ছেলেপুলে না হন আপনার পক্ষে কখনও নেতৃত্বের আসনে যাওয়া সম্ভব না আমাদের পরিবার তন্ত্রের বেড়াজালে। তাই শুধু শুধু অন্যের জন্য মিথ্যা বলা কেন?
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
তালপাতারসেপাই বলেছেন: চোরাবাল, ভাই টাকা আপনে কালেক্ট করেন মাঝে মধ্যে খাওয়াইেন... ভাগ লাগবো না।
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০
নিরব বাংলাদেশী বলেছেন: যেমন প্রজা তেমনই তার রাজা, আমরা প্রজারাই যদি রাজা কবে কিভাবে পাদ মারলো তা নিয়ে এত মাথা ঘামাই তবে রাজাকে আর দোষদেই কিকরে?
কোন নেত্রী কাকে কিভাবে গালি দিল তার প্রত্তুতর ই বা কিভাবে এল এসব নিয়েইতো আমরা আছি
আমরা স্বাধীন হয়েছি ৪০ বছর পেরুলো, জাতি হিসেবে ২০০ বছর আগেই রয়ে গেছি, আর ধীরে ধীরে পরিনত হচ্ছি ভারত ছাড়া অচল এক দেশে
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
আখিলিস বলেছেন: @ প্রকৌশলী আতিক : নিজের বাপতো জন্মের আগেই ফাকিস্তানে পালাইছে, তাই সবাইরে এতিম মনে হয়, না? তোর গোলাপী আম্মার জন্ম কয়বার হইছে খোজ নিয়া দেখ । যার জন্মেরই ঠিক নাই সে আবার বড় কথা কয় !
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
তালপাতারসেপাই বলেছেন: আখিলিস বলেছেন: @ প্রকৌশলী আতিক : নিজের বাপতো জন্মের আগেই ফাকিস্তানে পালাইছে, তাই সবাইরে এতিম মনে হয়, না? তোর গোলাপী আম্মার জন্ম কয়বার হইছে খোজ নিয়া দেখ । যার জন্মেরই ঠিক নাই সে আবার বড় কথা কয় !
১০| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০২
আখিলিস বলেছেন: @ মূর্খ রুমেল, এন ইউ এমিল, এেলক্সান: এই কমেন্ট টা সকালে পড়ছি আরেক জায়গায় । ঈদের কেনা নতুন লুংগি পইরা পড়তে বসছিলাম । নতুন লুংগিতে মাড় বেশী দেয়া থাকে বলে এম্নিতেই বাইন্ধা রাখা কঠিন । তার উপ্রে আম্মানসুরা'র উপরের কমেন্ট পউড়া এমুন ভাবে হাসতে আসিলাম যে সত্য সত্যই লুংগির গিট খুইলা গেছে !
মাইরালা, আমারে কেউ মাইরালা ......
১১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
েতপান্তর বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/143307/small/?token_id=57cd3f81419fe0c554e7349647b4da31
বেশি দিন আগের কথা নয়, ১৯৯৬ সালে সংসদ
নির্বাচনে হেরে যাবার পর, পরের বছর
থেকে বিম্পির চিরাচরিত স্বভাব
অনুযায়ী রাজনৈতিক কুটিল চিন্তার ফসল ১৫
আগস্টে নতুন করে খালেদা জিয়া জন্মদিন পানল
করা শুরু করে। তার আগে কখনও খালেদা জিয়া ১৫
আগস্ট জন্মদিন পানল করেনি। এরই
প্রেক্ষিতে বিতর্ক শুরু হলে তাহার জন্ম সাল
নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ড -ঢাকা পরিক্ষা নিয়ন্ত্রকের তথ্য
প্রেরন করে। সেই প্রেক্ষিতে আবারও নিশ্চিত
হওয়া যায় খালেদা জিয়ার জন্ম তারিখ
০৫-০৯-১৯৪৬ইং।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড -
ঢাকা পরিক্ষা নিয়ন্ত্রকের তথ্য প্রেরন স্মারক পত্র
(১৮-০৮-১৯৯৭) অনুযায়ী ১৯৬১ সালে দিনাজপুর সদর
গার্লস হাই স্কুল হতে ম্যাট্রিকুলেশন পরিক্ষার অংশ
গ্রহনের সময় খালেদা খানম (ওরফে খালেদা জিয়া)
পিতাঃ মোহাম্মদ এসকেনদার, "রেকর্ড মুলে তার জন্ম
তারিখ ০৫-০৯-১৯৪৬ (পাঁচই সেপ্টম্বর উনিশ শত ছয়
চল্লিশ সন)"। এবং সেই ম্যাট্রিকুলেশন পরিক্ষার
ফলাফল "অকৃতকার্য"।
---FACEBOOK
১২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
প্রকৌশলী আতিক বলেছেন: @@ আখিলিস
আজাইরা গাইল পারিস না। তোর কমেন্ট রিপোর্ট করা হইছে।
যুক্তি দিয়া আমারে বুঝা, পাসপোর্টের তারিখ ফটোশপে চেন্জ করলে তোরা যদি ধরতে না পাইরা লাফালাফি করস, তাইলে নিজের বাপ কেমনে চিনবি?
উত্তর দিতে না পারলে অফ যা।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
তালপাতারসেপাই বলেছেন: (স্বঘোষিত জারজ) প্রকৌশলী আতিক রিপোর্ট করা ছারা জারজরা আর কি বা করতে পারে?
১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২
েতপান্তর বলেছেন:
১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
আখিলিস বলেছেন: @ প্রকৌশলী আতিক : আরে আবালের বাচ্চা, তোর অবৈধ আম্মা গোলাপী বেগম ১৫ ই আগষ্টে ভুয়া জন্মদিন পালন করা শুরু করছে ১৯৯৭-৯৮ সালের সময় থেকে, তাইলে ২০০৯ সালের পাসপোর্ট দেখাইয়া কি প্রমান করার চেষ্টা করছিস রে আবাল ? আর যা, এই লিংকে গিয়া তোর আম্নার বিয়ার কাবিন, সার্টিফিকেট, এমনকি প্রথমবার প্রধানমন্তি হবার পর সরকারী জীবনবৃত্তান্ত স-ও-ব দেয়া আছে । দেখ গিয়া তোর অবৈধ আম্মা গোলাপী বেগমের জন্মদিন কি আর কয় টা !
অবশ্য তোর মত গেলমানদের এইগুলা দেখাইয়াও বুঝানো যাবে না - মগজ নামের জিনিসটা তো তোরা অনেক আগেই মেশিন আব্বাদের কাছে বেচে দিয়েছিস পুটু সহ ।
নিজের বাপরে আগে চিনতে শেখ, ফাকিস্তানে গিয়া খুইজা দেখ - এখনও পাইতে পারিস যদি অলরেডী মইরা গিয়া না থাকে।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০
আগুনমুখা বলেছেন: অনেক বড় মাপের নেত্রী তো তাই একবারে জন্ম নিতে পারে নাই, কয়েকটা কিস্তিতে জন্ম নিয়েছে !
১৬| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
প্রকৌশলী আতিক বলেছেন: খানকির পোলা, তোরে কইছি, উত্তর দিতে না পারলে অফ যা।
এই পোষ্টে ফটোশপড ছবি পাইয়া, ছাগলের তিন নম্বর বাচ্চার লাহান লাফানি শুরু করছিলি কেন? আবালের বাচ্চ আবাল, মাথায় তো মাইনষের গু ভইরা রাখছস। স্পেসেফিক উত্তর দে।
আবার যদি আইসা ভ্যাবানো শুরু করছ, তাইলে বুঝুম আমার কারো কাছে মারা খাইয়া এহোনো জ্বলতাছে তর। ডাষ্টবিনে জন্ম হওয়া এই সব আবালচোদা বেজন্মাগো সামুতে ঠাই দিল কেডা?
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
তালপাতারসেপাই বলেছেন: জারজ ^ খানকির পোলা? ওয়াও
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১
আখিলিস বলেছেন: অনেক বড় মাপের নেত্রী তো তাই একবারে জন্ম নিতে পারে নাই, কয়েকটা কিস্তিতে জন্ম নিয়েছে !