নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
কে এই দেশ বিরোধী ষড়যন্ত্রকারি মোশরেকা মিশু, কি তার পরিচয়ঃ
মোশরেকা মিশু ঢাঃ বিঃ থেকে স্নাতোকোত্তর ডিগ্রী নিয়েছেন।
মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বদরুদ্দিন ওমরের রক্ষিতা ছিলেন বলেও কথিত আছে।
তিনি বাম রাজনীতির সহিত জড়িত ও বাম রাজনীতি সমর্থিত গামেন্টর্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ও বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সভাপতি।
দেশের গামেন্টর্স শিল্পের শ্রমিকদের মধ্যে তার গ্রহনযোগ্যতা রয়েছে।
তিনি বর্তমানে তোবা গামেন্টর্স কেন্দ্রীক শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তি বিগত ২০১২ সনে গাজীপুরের একটি পেট্রোল পাম্পে প্রাইভেট কারের জন্য জোর করে বিনা মূল্যে তেল নিতে গিয়ে পেট্রোল পাম্প শ্রমিকদের সাথে হাতাহাতি ও মামলা পরবর্তীতে গ্রেফতার হোন।
বিলাস বহুল লাইফ স্টাইলে অভ্যস্ত মিশুর দৃশ্যমান আয়ের কোন উতস নাই। তার ও তার দলের রাজনৈতিক খরচ কোথা থেকে আসে তাও অজ্ঞাত।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে অনেকেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। সম্প্রতি তোবা গ্রুপের শ্রমিকদের অনশন ও গার্মেন্টে অনির্দিষ্টকালে ধর্মঘট আহ্বান করায় ষড়যন্ত্রের বিষয়টি আবার সামনে চলে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এমনই একটি নমুনা হলো জার্মান সাংবাদিক থমাসের সঙ্গে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশুর ফোনালাপ।
গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশু জার্মান সাংবাদিক থমাসকে বলেন, মানুষ ঐক্যবদ্ধ। গোটা জাতি সরকার ও বিজিএমইএকে ঘৃণা জানাচ্ছে। জার্মানি থেকে থমাস নামে একজন সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এমন মন্তব্য করেন। থমাসকে মিশু বলেন, ৯ দিন ধরে ১ হাজার ৬০০ শ্রমিক নিয়ে তারা অনশন করছেন এবং অনশন করতে তারা বাধ্য হয়েছেন কারণ মালিক তিন মাসের বেতন ও ঈদ বোনাস দেয়নি। শ্রমিকরা ক্ষুধার্ত। এই শ্রমিকরা বিশ্বকাপে জার্মানির জন্যও জার্সি বানিয়েছে_ এমন তথ্য দিয়ে মিশু থমাসকে অনুরোধ করেন যে শ্রমিকদের এই দুর্দশা তিনি যেন সংবাদপত্রের মাধ্যমে ইউরোপ ও আমেরিকার জনগণের কাছে তুলে ধরেন।বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে অনেকেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। সম্প্রতি তোবা গ্রুপের শ্রমিকদের অনশন ও গার্মেন্টে অনির্দিষ্টকালে ধর্মঘট আহ্বান করায় ষড়যন্ত্রের বিষয়টি আবার সামনে চলে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এমনই একটি নমুনা হলো জার্মান সাংবাদিক থমাসের সঙ্গে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশুর ফোনালাপ।
পরোটা শুনে নিনঃ
Conversation between Moshrefa Mishu and Mr. Thomas of Germany on 06 Aug 2014 as Part of Conspiracy against RMG Sector and Govt
Thomas : Is this Mushrefa Mishu ? This is Thomas from Frankfurt. Hi Mishu, How do you do? I heard that you are ill.
Mishu : Yes. How are you? We are in hunger strike. Today is 9th day.
Thomas : How many people are in hunger strike?
Mishu : Total 1600. 1300 female workers and 300 male workers. With them our organization is in hunger strike to receive 3 months salary, 1 month over time and Eid bonas.
Thomas : Then you have special claim over the owner of TOBA group. How is the situation at the moment?
Mishu : At the moment situation is very interesting. All the leftist political party, all the leftist progressive democratic parties, student organization of Dhaka University-expressed their solidarity in favor of our hunger strike. Today Dhaka University teachers arranged symbolic hunger strike in Dhaka University. All the democratic and progressive labor organizations are also with us. In the mean time we made an alliance named TOBA Group Workers Action Committee. Currently in co-ordination with the Committee all the students and women organizations, all the leftist political parties-even Jafarullah Chowdhury, Khusi Kabir also expressed solidarity with us. In fact all the patriotic people-all the democratic forces are in favor of us. Now people are united, whole nation have hatred for government and BGMEA. Till 9 days we are in hunger strike but they did not pay workers salaries. We are in health risk because most of the time my pressure is very high-170/120. 205 workers became sick-most of them are women workers. We provide them saline and vitamin. We made medical team from the 1st day. Our friends those who all studied with us-when I was student, those doctors are also in favor of us. We are trying to collect fund by going people’s door to door to help the workers who all are in hunger strike. This is the first time garments workers are so much united. Few minutes before ten garments workers came to us and expressed their solidarity. They are from Badda and Gulshan area.
Thomas : Presently where are you? At the factory building?
Mishu : Yes, In the 7th floor of the 12 storied building of TOBA Group we are in hunger strike. It is in Uttar Badda area-Hossain Market.
Thomas : Are you negotiating with BGMEA or you do not?
Mishu : Before starting hunger strike we informed TOBA Group and BGMEA authority. We gave ultimatum that if you do not give pay and Bonus by 7 PM then we will go for hunger strike. We talked with labor Ministry, BGMEA and TOBA Group but they did not care. So before Eid day we were bound to go for hunger strike. On the Eid day they spend millions of money for their enjoyment but the workers remain hungry. These workers made World Cup Jersy-for Germany, Brazil, and Argentina etc. I am very glad and it will inspire me that you called me. If you spread this news to the people of Germany-to the European people that World Cup is over-Billions of people enjoyed the game but the workers did not receive their payment. It is brutal-inhuman.
Thomas : Do you know the names of the German companies?
Mishu : Yes I know the name of German companies.
Thomas : You can mail me the name of German companies.
Mishu : I don’t have Internet here. I can tell you the names-OWIM.
Thomas : You can send me the names by SMS.
Mishu : You sent me your E-mail address and Mobile number by E-mail. You see that we are in hunger strike but government and BGMEA Authority did not pay salary of workers. It is very brutal. You please spread this news all over the Europe and America.
Thomas : I will do it . I will write it as interview and publish it.
Mishu : There are four workers Union but the owner did not care union. You should mention that though BGMEA tells after Tajrin, Rana plaza incidents garments workers condition is very fine, they pay regular salary but in reality these are not true.
Thomas : Is it possible to mail me every days update in short? Then I will update in Internet day by day as long as it goes on.
Mishu : OK.
Thomas : Mishu, take my greetings and wishes. We will be in contact.
Mishu : Please try to do something for us-for our movement. You can write in German newspaper so that they understand the reality.
Thomas : Ok, Thank you Mishu. LAL SALAM .
Mishu : LAL SALAM.
১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৭
তালপাতারসেপাই বলেছেন: হুমমম!
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২১
শেখ মফিজ বলেছেন: সম্প্রতি তোবা গ্রুপের শ্রমিকদের অনশন ও গার্মেন্টে অনির্দিষ্টকালে ধর্মঘট আহ্বান করায় মূহুর্তটি টিভি ফুটেজে দেখে আমার মনে হয়েছে,
তিনি সত্যি সত্যিই আমাদের গার্মেন্ট শিল্প ক্ষতি করার জন্য বিদেশি কারো সার্থ্যে কাজ করছেন ।
তোবা গ্রুপের শ্রমিকদের আংশিক বেতন না নেওযার জন্য তিনিই শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করেছেন ।
এটা মানতে হবে সমস্যা সৃষ্টি হলে সবাইকে সামঝোতায় আসতে হবে ।