![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
‘ওই বেটা উঠ্। শেখ মুজিব তো লাট হয়ে যায় নাই যে, তারে রাত জেগে পাহারা দিতে হবে’- মৃত্যুর আগ মুহূর্তে বঙ্গবন্ধু তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে এভাবেই ধমকাচ্ছিলেন।
তার কথায় ছিল সীমাহীন বিশ্বাস। বাঙালির প্রতি ছিল অতিমাত্রায় প্রেম। পাকিস্তানিরা শত্রু মনে করলেও বাঙালির মধ্যে তার শত্রু জন্মাবে কখনই ভাবেননি তিনি।
১৫ আগস্ট দিনগত রাতে বঙ্গবন্ধু তার বাসভবনের নিচে এসে দেখেন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ঘুমাচ্ছেন। হাতে সিগারেট, পুড়তে পুড়তে আঙুল ছুঁই ছুঁই।
চড় মেরে বললেন, ‘সিগারেটটা শেষ করে ঘুমা’।
পাশেই ঘুমিয়েছিলেন মুহিতুল ইসলাম। তাকে বললেন, ‘ওই বেটা উঠ্। শেখ মুজিব তো লাট হয়ে যায় নাই যে, তারে রাত জেগে পাহারা দিতে হবে। তোদের জন্য খাটের ব্যবস্থা করতেছি। অফিসার রে ফোন লাগা!’
পরে তাদের খাট দেওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেন বঙ্গবন্ধু। ওই রাতেই ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের আলোচনায় এভাবেই বঙ্গবন্ধুর স্মৃতির বর্ণনা দেন কবি নির্মলেন্দু গুণ।
সুত্র
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮
গাজী সুবন বলেছেন: বাঙালির মধ্যে তার
শত্রু জন্মাবে কখনই
ভাবেননি তিনি,,এই ভাবনাই তার মৃত্যুর কারন,,
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭
শফিক আলম বলেছেন: তিনি বরাবরই এরকম ছিলেন। একজন সাধারন মানুষের মত ছিলেন, তবু আড়ালে ছিল তার বিভীষন শত্রু! তাঁর সংহারে অপদমিত এক জাতি। পোস্টের জন্য ধন্যবাদ।