নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

আইএসআই কানেকশন

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯


বাংলাদেশ নামক রাষ্ট্রটির বিরুদ্ধে যে বিদেশী গোয়েন্দা সংস্থা অপতৎপরতা চালিয়ে আসছে, তা হচ্ছে পাকিস্তানের আইএসআই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বাংলাদেশের স্বাধীনতার পর হতে অর্থাৎ ১৯৭২ সাল থেকেই তারা এই দেশটিকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেয়ার জন্য সশস্ত্র অনুসারী গড়ে তুলেছে। এক্ষেত্রে তাদের সহায়ক একাত্তরের পরাজিত শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস বাহিনী ও তাদের পরিচালনাকারী জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ নামক রাজনৈতিক দলগুলো। বিশেষ করে পাকিস্তানভিত্তিক রাজনৈতিক দল জামায়াত এ ক্ষেত্রে অগ্রগণ্য। তারা একাত্তরের পর পাকিস্তানসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। এরপর আবার সংগঠিত হয়। লন্ডনে দফতর খুলে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্প চালু করে। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী চীনপন্থী সশস্ত্র সংগঠন ও গ্রুপগুলো দেশকে অস্থিতিশীল করে তুলতে সক্রিয় তৎপরতা চালায় আইএসআইয়ের সমর্থনে। তাদের এক নেতা ভুট্টোর কাছে পত্র লিখে অর্থ ও অস্ত্র সহযোগিতাও চেয়েছিল। ভুট্টোর জীবনীগ্রন্থে সেই পত্রের বিবরণ রয়েছে। স্বাধীনতাকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধার জন্য পঁচাত্তরের পটপরিবর্তন ঘটানো হয়। যে কারণে পঁচাত্তরের ৭ নবেম্বর কথিত সিপাহী-জনতার বিপ্লবকালে ‘পাকিস্তান জিন্দাবাদ’ সেøাগান ধ্বনিত হয়েছিল তাদের কণ্ঠে।
আইএসআই যে নেপথ্যে সক্রিয় ছিল তা ফুটে ওঠে পরবর্তী কার্যক্রমগুলোতে। পঁচাত্তর পরবর্তীকালে পরাজিত ও নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোসহ যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে জান্তা শাসক জিয়াউর রহমান সর্বময় তৎপরতা চালিয়ে তাদের প্রতিষ্ঠিত করেন। আইএসআই তাদের ভারতবিরোধী তৎপরতা চালাতে পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি করে সশস্ত্র পন্থা বেছে নেয়। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। পাহাড়ে সশস্ত্র সংঘর্ষে অনেক প্রাণহানিও ঘটে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে আইএসআই অর্থ প্রদান করেছে বলে পাকিস্তানের পার্লামেন্টে উল্লেখ করা হয়েছে। সেই নির্বাচনে জয়লাভ করে পাকিস্তানপন্থী দল বিএনপি যুদ্ধাপরাধীদের সরকারে অন্তর্ভুক্ত করে মন্ত্রী বানায়। আর শুরু হয় সংখ্যালঘু নির্যাতন। এমনকি তাদের অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বর্তমানে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করে যুদ্ধাপরাধীদের রক্ষায় আইএসআই বাংলাদেশে জঙ্গীবাদের বিস্তার ঘটানোসহ নাশকতামূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। জিয়ার আমল হতেই পাকিস্তান, আফগানিস্তান ও লিবিয়ায় বাংলাদেশী জঙ্গীরা প্রশিক্ষণ পেয়ে আসছে। তারা এখনও জঙ্গীদের নিত্যনতুন কৌশল শিখিয়ে তা বাংলাদেশে রফতানি করছে। নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে বোমা হামলা চালানো হচ্ছে এসব প্রশিক্ষিত জঙ্গীর মাধ্যমে। এই জঙ্গী গোষ্ঠীগুলো মূলত জামায়াতের সদস্যদের নেতৃত্ব ও পরিচালনায় নাশকতা অব্যাহত রেখেছে। তাই দেখা যায়, জামায়াত, জেএমবি, হরকত-উল-জিহাদ, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম ইত্যাদি বিভিন্ন নামের সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য এক। এরা রাজনৈতিক দল হিসেবে বিএনপির পৃষ্ঠপোকতায়, আশ্রয় ও প্রশ্রয়ে লালিত। গত তিন বছর ধরে দেশে যে নাশকতা-নৃশংসতাপূর্ণ কর্মকা- চলছে তার নেপথ্যে কলকাঠি নাড়ে আইএসআই। বহুসংখ্যক পাকিস্তানী নাগরিক বর্তমানে এদেশে অবস্থান করছে। এদের অধিকাংশই জঙ্গী প্রশিক্ষক হিসেবে কাজ করে আসছে। এই পাকিস্তানীরা আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত, বোমা বানানো, নাশকতায় এরা পারদর্শী। সম্প্রতি জেএমবির প্রশিক্ষক চার পাকিস্তানী গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আইএসআই কানেকশন। সরকারের কর্তব্য হবে, এই গোয়েন্দা সংস্থার তৎপরতা বাংলার মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া।
সুত্র

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

মোস্তাক_আহম্মদ বলেছেন: এটাও মনে হয় তাদের কাজ

http://www.somewhereinblog.net/blog/durbineeto/30085100

২| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

রাজু আহমেদ তন্ময় বলেছেন: আপনার কাছে কি এর স্বপক্ষে কোন প্রমান আছে???

৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

ভীন গ্রহের পরবাসী বলেছেন: মনগড়া বক্তব্য পেশ না করে প্রমান্য বক্তব্য দেয়াই শ্রেয় বলে মনে করি....আর উক্ত ঘটনা গুলোর সাথে আমি আমেরিকার আইএস নাটক করে বিভিন্ন দেশ হামলা করার মিল খুজে পাই.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.