নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

হত্যার আগে ধর্ষিত হয় নি। ধর্ষিত হয়েছে মৃত্যুর পরে। কারা সেই ধর্ষক?

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ছাড়া কোনো রাসায়নিক ক্রিয়ায় তনুর মৃত্যু হয়নি। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ও মেডিসিন বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে জানিয়ে এসব কথা বলেন।

সেনানিবাস এলাকার বাইরে হ্ত্যা স্থানের নিকটবর্তি আবাসিক এলাকা আছে। ঐ স্থানের কাটা তারেত্র বেড়া নির্মাণাধীন থাকায় এলাকাটি অরক্ষিত ও অবাধে যাতায়তের সুযোগ রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা মামলা তদন্তে ঢাকা ও কুমিল্লার সিআইডির একটি দল শনিবার ফের কুমিল্লা সেনানিবাস এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ...খুনীরা ঐ এলাকারই। আশেপাশেই তাদের অবস্থান। পূর্ব পরিকল্পনা অনুযায়ি খুনীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
৩০ মার্চ, ২০১৬ কালের কণ্ঠ পত্রিকা "তদন্ত নিয়ে র‌্যাব-পুলিশ টানাটানি!" - রিপোর্টে লিখেছে
"গতকাল সকালে ঢাকা থেকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় এসে পৌঁছে। এই পাহাড় হাউস এলাকার একটি কালভার্টের পাশে ঝোপের মধ্যে তনুর মৃতদেহ পাওয়া গিয়েছিল। র‌্যাবের দলটি সেই স্থানটির প্রায় ছয় ফুট মাটি ও ঘাস কেটে নিয়ে যায়।"
তনুর লাশ যেখানে পাওয়া গেছে সেই জায়গার ছয় ফুট মাটি ও ঘাস কেটে পরিষ্কার করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে।

ছবি দেখে বলেন তো ঠিক না মিথ্যা?

ইমরান এইচ সরকার, প্রথম আলো, ডয়েচে ভেলে, বিবিসি, বাংলা ট্রিবিউন সহ সহ আরও কিছু মিডিয়া উঠে পরে লেগেছে তনুকে ধর্ষিতা প্রমানের জন্য।


মুতদারকে এভাবে মিথ্যা অপমান কি ধর্ষণের নামান্তর নয়?

তাহলে ধর্ষণকারি তালিকায় থাকছে, ইমরান এইচ সরকার, প্রথম আলোর টিপু সুলতান, বিবিসি'র কাদির কল্লোল, ডয়েচে ভেলে ও বাংলা ট্রিবিউন এর হারুনুর রশিদ সহ, যারা মৃত তনুর নামে গিবত করেছে সকলেই ধর্ষক।
যারা মুতদারের অমর্যাদা করেছে... তারা নরাধম মিথ্যাবাদী। আল্লাহ্‌র গজব তাদের উপর পরুক।
মনে রাখবেন মুনাফেকের মুনাফেকি আল্লাহ্‌ প্রকাশ করে দেবেনই।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

নকীব কম্পিউটার বলেছেন: এখানেও গোঁমর থাকতে পারে!

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই যে এই পোস্টমর্টেম রিপোর্ট দিল তার কি মেয়ে নেই । যদি তার মেয়ের সাথে হত তাহলে সে কি বলত। বিশ্বজিৎ হত্যার সময় পোস্টমর্টেম রিপোর্টে বলে ছিল বিশ্বজিৎ কোপানো হয়নি । সরকারে কি কিছুই করার নেই। সত্যি সেলুকাস ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

নুসরাত ইকবাল বলেছেন: তনু ধর্ষিত হয়েছে কি হয়নি তা নিয়ে বিতর্ক করার কি প্রয়োজন? যে পৈচাশিক নির্মমতায় তনুকে হত্যা করা হয়েছে এই অপরাধেই তাকে /তাদেরকে লক্ষবার ফাসিতে ঝুলালেও কম করা হবে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

তালপাতারসেপাই বলেছেন: সহমত হত্যার বিচার চাই! মিথ্যা ছবি, মন গড়া ধর্ষণ তত্বধারিদের রুখে দিতে হবে।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

ইমরান৯২ বলেছেন: এটা বাংলাদেশ এখানে সব সম্ভব । বুজতে হবে

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

এন.এ.আনসারী বলেছেন: বাংলাদেশ বলে কথা এখানে সবই সম্ভব

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: এদেশের অধিকাংশ মানুষ লাশের সাথেই সঙ্গম করে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: হা হা হা

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

কালনী নদী বলেছেন: তাহলে ধর্ষণকারি তালিকায় থাকছে, ইমরান এইচ সরকার, প্রথম আলোর টিপু সুলতান, বিবিসি'র কাদির কল্লোল, ডয়েচে ভেলে ও বাংলা ট্রিবিউন এর হারুনুর রশিদ সহ, যারা মৃত তনুর নামে গিবত করেছে সকলেই ধর্ষক।
যারা মুতদারের অমর্যাদা করেছে... তারা নরাধম মিথ্যাবাদী।
যথার্ত্ই সত্য কথা, সবকটা মুখোশদারি শয়তান।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সাথে সহমত।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৬

রাশেদ রাহাত বলেছেন: অদ্ভূত একটা লজিক খাড়া করাইলেন। তনুকে ধর্ষন হত্যার আগে না পরে।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

রিছাল মিয়াজী বলেছেন: সাধীন বাংলায় সাধীন বাবে ধষর্ণ ,হত্যা হা.হা.হা.হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.