নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
ভাতিজীর সাথে অনৈতিক সম্পর্কের কারণে (ধর্ষিত হয়ে? ছিন্ন ভিন্ন....) খুন হলেন ইমরান এইচ সরকারের চাচাতো ভাই
ণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের চাচাত ভাইয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে গত ৩ এপ্রিল। আজকে ১০ তারিখ। এক সপ্তাহ পেরিয়ে গেলো কিন্তু তার আপন চাচাতো ভাইয়ের জন্যে আন্দোলন তো দূরে থাক, একটি ফেসবুক পোস্টও দেয়নি মি. ইমরান। কেন দেয়নি? তার চাচাতো ভাইয়ের জন্যে কথা বললে তো কেউ তাকে পেমেন্ট দিবে না সে জন্যে? ### ###মামাতো ভাইয়ের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক সম্পর্ক ছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাতো ভাই দাদাউর রহমানের (২৬)। আর সে কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ######রোববার দুপুরে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর-১০৭২ এর কাছে জিঞ্জিরাম নদীর পাড়ে একটি বাঁশ বাগান থেকে দাদাউর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।### ###রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুর্বৃত্তরা দাদাউর রহমানকে হত্যা করে জঙ্গলে লাশ ঝুলিয়ে রাখে বলে ধারণা করছেন তারা। কারণ লাশ থেকে ২শ গজ দূরে দুই ধরনের দুটি স্যান্ডেল, কয়েকটি পরিত্যক্ত ব্লেড, সিগারেটের প্যাকেট ও সিগারেটে মোড়া পোড়া মবিলের জেরিকেন পাওয়া গেছে। এছাড়াও ঘটনাস্থলে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে।######তিনি আরও জানান, লাশের শরীরে পোড়া মবিল লাগিয়ে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। ######এদিকে স্বজনরা জানিয়েছেন, মামাতো ভাইয়ের মেয়ের সঙ্গে নিহত দাদাউর রহমানের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বও চলছিল। সম্পর্ক মেনে না নিলে তিনি আত্মহত্যারও হুমকি দেন।######রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলার দাগও বোঝা যাচ্ছে না। কাজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক।### ###যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী জানান, রৌমারীর লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে দাদাউর সবার বড়। রোববার সকালে জিঞ্জিরাম নদীর পাড়ে বাঁশ বাগানে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানার এসআই মশিউর রহমান ও এসআই দাদাউর রহমান লাশ উদ্ধার এবং আলামত সংগ্রহ করে।######তবে নিহতের মামা আবুল হাসেম ও খালু নজরুল ইসলাম জানান, শনিবার বিকেলে মা হনুফা বেগমের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় দাদাউর। যাওয়ার সময় আত্মহত্যা করারও হুমকি দেয় সে। মামাতো ভাই আনোয়ারের স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে দাদাউরের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবার মেনে নেয়নি। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল।######নিহতের মা হনুফা বেগম জানান, দাদাউর যেখানে যাক প্রতিদিন রাত ১০টার দিকে বাড়িতে ভাত খেতে আসতো। ঘটনার রাতে সে বালিয়ামারী বাজারে একটি চায়ের দোকানে টিভি দেখছিল। এরপর বালিয়ামারী বাজার সংলগ্ন নিজেদের অপর একটি বাড়িতে চাচাতো ভাই সাদ্দামকে নিয়ে ঘুমিয়ে ছিল। এরপর কি হয়েছে তা আর কেউ বলতে পারছে না।######নিহতের বাবা আব্দুস সামাদ জানান, মামাতো ভাইয়ের মেয়েকে ইয়ে করতে চেয়েছিল দাদাউর। কিন্তু পরিবার থেকে সেটা মেনে নেয়া হয়নি।###এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে আগ্রহী না হওয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। ######প্রশ্ন জাগে মনে, যে লোক তার নিজের চাচাতো ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে থানায় একটি মামলাও দায়ের করার প্রয়োজন বোধ করেনি, সেই লোক তনুর জন্যে এত মরিয়া হয়ে উঠে কেন? কারণ তনু ইস্যু নিয়ে মাঠ গরম করতে পারলে লন্ডন থেকে টাকা আসবে। সেনাবাহিনী তথা সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে পারলে লন্ডন থেকে টাকা আসবে। লন্ডন থেকে যে টাকা আসে তা ইতোমধ্যেই জনকণ্ঠের স্বদেশ রায় তার একটি কলামে উল্লেখ করেছেন।######নাজিমুদ্দিন সামাদ নামে একজন ব্যক্তির হত্যাকান্ডের ঘটনায় মি. ইমরান বলেছেন, "এটা আনসারুল্লাহ বাংলা টিমের কাজ নয়। এটি ওলামালীগের কাজ।"! আবারো প্রশ্ন জাগে মনে, এ কথা দ্বারা মি. ইমরান কি তবে আনসারুল্লাহ বাংলা টিমকে নির্দোষ দাবি করছে যেখানে এই জঙ্গি সংগঠন ইতোমধ্যেই বিভিন্ন হত্যাকান্ডের দায় স্বীকার করেছে? তবে কি আনসারুল্লাহ বাংলা টিমও আজকাল মি. ইমরানকে পেমেন্ট দিচ্ছে? একটি ঘটনার তদন্ত না হওয়ার আগেই কিভাবে মি. ইমরান দাবী করে যে এটি ওলামালীগের কাজ? ইমরান এইচ সরকার কি তবে আনসারুল্লাহ বাংলা টিমের এজেন্ট?######আবারো লক্ষ্য করুন-###জনাব ইমরান তার আপন চাচাতো ভাইয়ের ব্যাপারে নিশ্চুপ।###জনাব ইমরান কৃষ্ণকলির বাসায় সংগঠিত হত্যাকান্ডের ব্যাপারে নিশ্চুপ। ###কারণ, এসব নিয়ে কথা বলে টাকা পয়সা পাওয়া যাবে না, তনুকে ধর্ষিত প্রমান করতে পারলেই টাকা...। ###এসব ধান্দাবাজকে বর্জন করার সময় এসেছে। আন্দোলনের নামে লাশ নিয়ে নোংরা রাজনীতি যারা করে তাদের বর্জন করুন। ### ###সংবাদের সুত্র- ###http://goo.gl/9ASy2c ###http://goo.gl/VmjnaT ###http://goo.gl/8k1knp ###http://www.bdmorning.com/?p=92751
©somewhere in net ltd.