নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

এই সাফাদি আর সেই সাফীর যত কথা

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:১৬

ছবিঃ জালিয়াত জাহিদ, জামাতী জেকব, মেন্দি সাফাদি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সাথে বিএনপি-জামাতীদের পিরিত যে কতো গভীর তার প্রমান এই ছবি।

প্রসঙ্গগত উল্লেখ্য, বাম পাশে বসা টাকলা জাহিদ লন্ডন পলাতক খালেদা পূত্র তারেক চোরার খাস লোক। সবাই তাকে জালিয়াত জাহিদ নামেই চেনে। এ হলো সেই জাহিদ যে কিনা ৬ কংগ্রেসম্যানের সাক্ষর জাল করে ধরা খেয়েছিল এবং কঠোর সমালোচনার মুখে বিএনপি তাকে বহিষ্কারের করতে বাধ্য হয়েছিলো। তিনি খালেদা জিয়ার উপদেষ্টাও বটে!

কিন্তু তাকে যে আদতে বহিষ্কার করা হয়নি, বিএনপি নেতা আসলামের মোসাদ কানেকশন ইস্যুতে তার বাঁদরের মতো লম্ফ-ঝম্পই প্রমান করে। জালিয়াতের হয়তো বিএনপি ছাড়াও চলতে পারে। তবে জালিয়াত আর ভন্ডের দল বিএনপি জালিয়াত ছাড়া চলবে সেটা তো হতে পারে না। জালিয়াত জাহিদ তাই তার জায়গাতেই আছে বরং আরো শক্তপোক্ত ভাবেই আছে।

ইসরায়েলের লিকু পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেন্দি এন সাফাদি বিবিসিতে দাবি করেছেন তিনি আসলাম চৌধুরীরর সঙ্গে দেখা করার আগেই সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দুইবার দেখা করেছেন। এ বিষয়ে ইউটিউবে সাফাদির একটি টকশো করেছেন জাহিদ এফ সরদার সাফী।



এই সাফী হলো মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিবৃতিদানকারী ব্যক্তি। এই জালিয়াতির জন্য সে বিএনপি থেকে বহিষ্কৃতও হয়। এই সাফীর বাড়ি পিরোজপুরে। তিনি নিজেকে বেগম খালেদা জিয়ার বৈদেশিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
শোটিতে দেখা যায়, সাফী একাই কথা বলে যাচ্ছেন। সাফাদি শুধু শুনছেন। পরে শোতে উপস্থিত উপস্থাপক জেকব মিল্টন সাফাদিকে সাফীর কথার প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন। সাফাদি জয়ের কথা বলার সঙ্গে সঙ্গে সাফী ভাব করেন যেন আকাশ থেকে পড়েছেন। উপস্থাপকও এমন ভাব করতে থাকেন বিরাট কিছু হয়েছে। তার হাত কাঁপতে থাকে। তিনি উচ্চৈস্বরে কথা বলা শুরু করেন। যেন একটি কমেডি শো। সাফীর চোখ মুখ উল্টিয়ে কথা বলার ভঙ্গি দেখেও মনে হয়, কমেডিয়ানের অভিনয় করছে। তারপর তাৎক্ষণিকভাবে জয়ের ছবির শো ও বাংলাদেশের নিউজের কাটিং সব মিলিয়ে অনুষ্ঠানটি আগে থেকেই পরিকল্পিত মনে হয়েছে।
সুত্র

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ সকাল ১১:০৬

রোষানল বলেছেন: ভাই সাব আপ কিয়া আম্লীগ ক্যা ঠিকাদার হো

২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪০

প্রিয়ম দাশ বলেছেন: ভাই এইসব দুই নাম্বারী জিনিস নিয়ে আমাদের সময় নষ্ট না করলেই চলবে! এই শো এর সবগুলাই টাকলা। প্রোপাগান্ডা ছড়াবি ভালো কথা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড না হয়ে এইসব গ্রীন স্ক্রিন দিয়ে ইউটুব ভিডিও বানায় মানুষকে আর যায় হোক বোকা বানানো যাবে না! সবাই বুঝতে পারছে যে এদের অভিনয় হলো যাত্রাপালার অভিনয়ের চেয়েও নিম্নমানের অভিনয়! বিএনপি এর কথিত হোস্ট, বিএনপি এর কথিত অতিথি আর মেন্দি সাফাদী ব্যাস আর কি চায়? একমাত্র বিএনপি এর মগজবিহীন ছাগুগুলো ছাড়া অন্যান্য সবাই ভালোভাবেই বুঝে যে লুঙ্গি বাঁচাতে কে এখন উঠে পড়ে লাগসে

৩| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৮

কলাবাগান১ বলেছেন:
রন্দে রন্দে ষড়যন্ত্র...অমিত বসু, এফবিআই ঘুষ, সাফাদি, আমেরিকার সিনেটেরদের সাইন জালিয়াতি, আল জাজিরা/ইকনমিস্ট কে দিয়ে মিথ্যা রটানো (দেশ ধ্বংসস্তুপে পরিনত) এই ছবি কি তাই বলে (দেশ ধ্বংসস্তুপে পরিনত হলে জি৭ আমন্ত্রন জানাতো না) নাকি হাসিনা টাকা দিয়ে জি৭ থেকে আমন্ত্রন নিয়েছেন

৪| ৩০ শে মে, ২০১৬ রাত ২:২৮

ঝালমুড়ি আলা বলেছেন: :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.