নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

বিতর্কিত জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ সমুহ

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪২


যে ব্যাক্তি মহান আল্লাহর ‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ (ভলিউম-১, পৃ. ৬২৬)। বলতে পারেন , তাকে কি করে মুসলমান বলা যায় ? আমার মতে আল্লাহর পবিত্র কোরআন নিয়ে এমন বক্তব্য একমাত্র কাফের ছাড়া কেউ বলতে পারে না , তাহলে জাকের নায়েক কি আসলেই একজন মুসলমানের লেবাস দারি কাফের ???
নিষিদ্ধ ভারতীয় চ্যানেল ‘পিস টিভি’র মালিক জাকির নায়েকের বক্তব্য নিয়ে বিতর্কের শেষ নেই। তাকে ঘিরে বিতর্ক বহুদিনের। ঢাকার গুলশানে ১ জুলাইয়ের জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুজন জাকির নায়েকের অনুসারী ছিল বলে অভিযোগ ওঠে।
যিনি বিভিন্ন সময় ইসলাম, জঙ্গিবাদ, জিহাদ নিয়ে বক্তব্য দিয়ে বিতর্কিত ও নিষিদ্ধ হয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়ায়। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও তিনি কথা বলেন ধর্ম নিয়ে। নিজের মতামত, ধর্মীয় ব্যাখ্যা সম্প্রচারের জন্য খুলেছেন টিভিও। তার বক্তব্য বাংলাসহ নানা ভাষায় তরজমা হয়ে প্রচার পায় বিশ্বের বিভিন্ন দেশে। জঙ্গিবাদের প্ররোচনার অভিযোগে বাংলাদেশ ও ভারতে বন্ধ করা হয়েছে তার মালিকানাধীন পিস টিভির সম্প্রচার। তার বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন দেশের আলেম ও ইসলামী চিন্তাবিদরা তার অনেক বক্তব্যকে বিতর্কিত বলে মনে করেন। সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে ২০১০-এর জুনে যুক্তরাজ্য, কানাডা ও ইন্দোনেশিয়া নিষিদ্ধ করেছে জাকির নায়েককে। বাংলাদেশের আলেমরাও দীর্ঘদিন থেকে তার বক্তব্যের সমালোচনা করে আসছেন।
মহানবী (সাঃ) কে মানা হারাম. .. ডাঃ জাকের নায়েক
আপনি এত বড় মুসলাম কেমনে হলেন যে নবী করিমকে মানা হারাম বলেছে সেই লোকে আপনি মানে কি করে, ...
ভিড়িওটা দেখে নিন,

‪#‎বিতর্কিত‬ যত বক্তব্য :
জাকির নায়েক বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত।’ তিনি আরও বলেছেন, ‘আল্লাহর বাণী যাচাই করতে হবে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে। যদি বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, ধরে নিন এটি আল্লাহর বাণী।’ তিনি বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তির ফতোয়া দেওয়া বৈধ। কারণ ফতোয়ার অর্থ হলো মত পেশ করা।’ (সায়েন্স আওর কোরআন, পৃ. ৪৩)। এ ছাড়া তুলনামূলক ধর্মতত্ত্বের নামে তিনি আল্লাহকে ব্রহ্মা, বিষ্ণু নামে ডাকা যাবে বলে মত দিয়েছেন (লেকচারসমগ্র-১, পৃ. ২৬৫)। তার বক্তব্যে রয়েছে ‘রাম ও কৃষ্ণ নবী হতে পারেন’ (লেকচারসমগ্র ভলিউম-২, পৃ. ১৬২)। ‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ (ভলিউম-১, পৃ. ৬২৬)। সন্ত্রাসবাদ নিয়ে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের ভয় দেখাতে হলে সব মুসলমানকেই টেররিস্ট হতে হবে। ওসামা বিন লাদেন যদি ইসলামের শত্রুদের বিপক্ষে লড়েন, আমি তার পক্ষে আছি। তিনি যদি দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করেন, আমি তার পক্ষে আছি।’
@তার বিতর্কিত বক্তব্যের মধ্যে আরও রয়েছে—
সৃষ্টিতত্ত্ব : ডারউইনের বিবর্তনবাদ কেবল একটি তত্ত্বমাত্র, বাস্তবতা নয়; আমি বিশ্বাস করি সৃষ্টিতত্ত্বে। আমি একজন ডাক্তার, এ বিষয়ে আমি বোকাদের সঙ্গে তর্ক করতে চাই না। নাইন-ইলেভেন : ওই হামলার জন্য আল-কায়েদা দায়ী নয়। এমনকি একজন বোকাও বলবে, ওই ঘটনা তারা (যুক্তরাষ্ট্র) নিজেরাই ঘটিয়েছে। পোশাক বিষয়ে বলেছেন, শরীর দেখানো যদি আধুনিকতা হয়, তাহলে পশুরা মানুষের চেয়ে অনেক বেশি আধুনিক। উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির আবদুল করিম নায়েক। যিনি এখন জাকির নায়েক নামে পরিচিত। মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাইস্কুলে পড়াশোনা শেষে তিনি কিশিনচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। পরে মেডিসিনের ওপর পড়াশোনা করতে টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। এরপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
সুত্র

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২০

নিরীক্ষক৩২৭ বলেছেন: ভিডিওটি ভুল কনটেক্সটে ব্যাবহার করেছেন।
বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন।

২| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৬

সেলিম৮৩ বলেছেন: অাপনার লেখাগুলো নিঃস্বন্দেহে ধার করা ।
অাপনি ডাঃ জাকিরের যে বক্তব্যগুলো তুলে ধরেছেন তা সম্পূর্ন মিথ্যা।
‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ এই শব্দের অাগের এবং পিছের কথাগুলো কই গেল?
" বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হবে-‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ কিন্তু অাসলে এগুলো ভুল নয়"
যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা ডা. জাকিরকে জিনগতভাবে নিষিদ্ধ করতেই পারে।
ডা. জাকির বাদ দিন, কোরঅান-হাদিসের ব্যাখ্যাগত সামান্য মতভেদ পৃথিবীর বড়-বড় অালেমদের ভীতর বিদ্যমান।
তাহলে বলির পাঠা কি শুধু ডা. জাকির?
মুহম্মদ (সাঃ) কে মানা হারাম (নাউযুবিল্লাহ) । এই ভিডিও লিংকটা অাপনি নিজেও বুঝেননা।
এখানে বলা হয়েছে, কোন কবরের নিকট গিয়ে মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া হারাম। যদি সেটা মুহম্মদ (সাঃ) এর কবরও হয় তারপরও হারাম।
জাকির নায়েক বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত।’ এটাও বক্তব্যের কাটছাট অংশ।
ডা. জাকির বলেছেন, ডাকাতরা পুলিশকে দেখলে ভয় পায়, এখানে ডাকাতদের চোখে পুলিশ সন্ত্রাসী তথা ভীতিকর বিষয়। সে হিসাবে ‘প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত।
এককেবারে ছোট করে পুরো বক্তব্যের একটি অংশ বললাম।
ভাই, এরপরের সবগুলো কথাই অাপনি এভাবে কাটছাট করে বিকৃত করেছেন। লেখা অনেক বড় হয়ে যাবে বলে লিখলাম না।
ডারউইনের মতবাদ সম্পর্কে ডারউইন নিজেই সংশয় প্রকাশ করেছেন।
অার এই মতবাদ বড় বড় বৈজ্ঞানিক কর্তৃক প্রত্যক্ষ্যাত-সেটা কি অাপনি জানেন?
বানর কিভাবে অাপনার পূর্বপুরুষ হয় ? ভাবতে তো লজ্জা করা উচিত।
বর্তমানে দু'একটা বানর মানুষে বিতর্তিত হচ্ছে না কেন? উত্তর অাছে কি?
"শরীর দেখানো যদি আধুনিকতা হয়, তাহলে পশুরা মানুষের চেয়ে অনেক বেশি আধুনিক"। এই যুক্তি অাপনি খন্ডন করে দেখান।

৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪০

তনম্য় বলেছেন: ভাইযান দেখি আমাদের ব্যবসায়ী মুল্লাদের মত কথা কাতচিত করে বলেন!!!! মুল্লারা ব্যবসার কিছু পার্সেন আপনাকে দেয় নাকি??? এক গুনি শাইক এক গল্প বলেন। তাকে এক লোক প্রশ্ন করেন আপনারা বলেন আমরা আসছি মানুষ থেকে আর ডারউইন প্রমান করলো আমরা বানর থেকে কোনটা ঠিক?? শাইক উওর দিলেন ২টাই ঠিক । আমি বলি আমাদের বংসের কথা আর ডারউইন বলে তার বংসের কথা!!!

৪| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫১

সেলিম৮৩ বলেছেন: ঠিক তাই।
ডারউইন তার বংশের কথা বলেছেন।
অার তাই উনার বংশের যত বানুষ(বাদর থেকে মানুষ) বর্তমানে পৃথিবীতে অাছে সবাই বাদরের জিনগত বৈশিষ্টসমৃদ্ধ একটি জাতি। শুধু লেজটা নাই।

৫| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাইজান, ভিডিওটি আরো কয়েকবার শুনেন এবং শেষের কথাগুলো আবারও শুনেন কি বলেছে বা কি বুঝাতে চেয়েছেন তা বুঝে শুনে মন্তব্য করেন। আপনার লিখাগুলো সেই কবে থেকেই দেখছি অন্যান্য আরো অনেকের মত পূরোণো কথাগুলোরই পূণারাবৃত্তি।ব্লগে আমরা যারা লিখি বা মন্তব্য প্রতিমন্তব্য করি তারা সবাই নিজেদেরকে মুক্তমনের ভেবে থাকি, তাই না? তাহলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করলে দেখতে পাবেন ডক্টর জাকির নায়েক আমাদের অনেক ভুল ধরিয়ে দিচ্ছেন যা কিনা আলেমদের বিরাট একটা শ্রেণি এসবকে ব্যবহার করে ব্যবসা করে গেছে যুগের পর যুগ। প্রকৃত আলেম ওলামাদের জ্ঞান গবেষণা আমাদের জন্য পথের পাথেয়। কিন্তু আজ আলেম ওলামা গণ ৭৩ দলে বিভক্ত করে রেখেছেন আমাদের মুসলিম ও ইসলামকে। এই বিভক্তি ভঙ্গ করে ঐক্যের মিছিলে এক হতেই হবে। তাতে, কারো ভুল-ভ্রান্তি হলে বা কেউ অন্যায় করলে শুধরিয়ে সুপথেই আনতে হবে। আর, এটা সকল ঈমানদার ও সহিহ্‌ বুঝ প্রত্যেক লোকের জন্যই প্রযোজ্য। ডক্টর জাকির নায়েক মিডিয়াম্যান। আমরা উনাকে লাইনে আনতে পারলে আমাদের দ্বীন ইসলামেরই উপকার হবে। উনাকে শুধরানোর চেষ্ঠা করেন। ভালো থাকেন। হ্যাঁ, সমালোচনা অবশ্যই গঠনমূলক হওয়া চাই। যাতে, যার সমালোচনা করলাম সে উপকৃত হয়। আপনাকে কষ্ট দেয়ার জন্য বলিনি।

৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

শফিউল রনি বলেছেন: এখন কত পন্ডিতের দেখা পাওয়া যাচ্ছে, এতদিন এইসব পন্ডিতেরা কোথায় ছিলেন, নিজের যোগ্যতা আগে ভেবে দেখেন, পরে অন্যকে ধইরেন। ভাবার যোগ্যতাও যদি না থাকে তাহলে সেটার পিছনে শ্রম দেন ।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৫

রবাহূত বলেছেন: Crazy! Stop lyi'n dear!

৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৪২

আদর্শ সৈনিক বলেছেন: এবার ব্লগার @তাল পাতার সেপাই কে নিয়া পাল্টা কিছু বলা যাক। উনি দীর্ঘদিন যাবত আওয়ামী ভাবধারার মতবাদ প্রচার করছেন। দলীয় যেকোনো অপকর্মকে জাস্টিফাই করার জন্য যুক্তিতর্কের কাজ সুচারুরূপে করে থাকেন। ব্লগার @তাল পাতার সেপাই সরাসরিভাবে নাস্তিক নন, এগনস্টিক টাইপের। @হাসান কালবৈশাখী নিক উনারই মাল্টিনিক। খুব সম্ভবত উনি পেইড ব্লগার।

৯| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমি চিন্তা করতেছি এই মালগুলো ছিলো কোথায় এতোদিন। একেকটা মাল এসে একেকটা বক্তব্য থেকে একেকটা লাইন কেটে বলে দিচ্ছে জাকির নায়েক কাফির। আমাদের আশেপাশে মানুষরুপী কত অমানুষের মাঝে চলাচল করি।

১০| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: ইসা (আঃ) আল্লাহর পুত্র। এই ব্যাপারে বক্তব্য দেয়ার সময় জাকির নায়েক অনেক লেকচারে অডিয়েন্সের কিছু ছেলেকে দেখিয়ে বলেছে, আমি যদি বলি এই ছেলে এদিকে এসো তাহলে কোন সমস্যা নেই, কিন্তু যদি বলি হে আমার সন্তান এদিকে এসো, তাহলে লোকে আমাকে খারাপ বলবে, একথার মানে এটা দাড়ায় যে তার মায়ের সাথে আমার অনৈতিক সম্পর্ক আছে।
......এই গল্প থেকে একটি লাইন কেটে নিয়ে আরেকটি পয়েন্ট বাড়াতে পারেন তালপাতারসিপাই, "জাকির নায়েক বলেছে তার অনেক মহিলার সাথে অনৈতিক সম্পর্ক আছে (নাউজুবিল্লাহ)"। আরেকটি গুরুত্বপুর্ণ পয়েন্ট বাড়লো।

১১| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @সেলিম৮৩ঃ সেল্যুট

@দেশপ্রেমিক পোলাঃ "জাকির নায়েক বলেছে তার অনেক মহিলার সাথে অনৈতিক সম্পর্ক আছে (নাউজুবিল্লাহ)"। আরেকটি গুরুত্বপুর্ণ পয়েন্ট বাড়লো মাথা বটে ভাইডি =p~ :-B =p~

১২| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১০

মূল-উপদল বলেছেন: মানা হারাম কৈচে নাকি মাংনা হারাম কৈচে!!! কানের মাথা খাইছেন মনে হয়।
যাগগে কোন বিষয় নিয়ে বিস্তারিত জ্ঞ্যান না থাকলে কোরানের নির্দেশ মতে আমি মতামত দিতে পারি না, আপনিও মুসলিম হলে পারা উচিত নয় বলেই প্রতীয়মান হয়।
তবে ভিডিও থেকে আপনার ক্লেইম টা কানে শুনে ভুল মনে হল তাই বললাম।

আল্লাহ আপ্নেরে হেদায়েতের আলো দিন, জাকির নায়েকরে নেংটা করার আগে ঠিক ঠাক মত দেখে নেন নিজের কাপড় ঠিক আছে কিনা, নাহলে স্মরন করেন সেই দিন যে দিন আল্লাহর পাকড়াও থেকে কোন মানব সন্তান রেহাই পাবে না। কারোর বিরুদ্ধে কিছু বলেছেন তো কপ করে ধরে রক্ত পুজের ভিতরে রেখে বলবেন প্রমান হাজির কর, না পারলে এইটার ভিতরেই চিরকাল থাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.