নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
Name: BA-5916 Maj Syed Md Ziaul Haque,Inf
Present Unit: MIST, Attached to Logistics Area (Absent without official leave).
Present Appt: Student Officier (Computer Science and Engineering).
Permanent Address: Vill-Mostafapur, PO+PS+Dist- Mowlovibazar.
Present Address: House # 512 (4th Floor) Rd # 9, Baridhara DOHS, Dhaka.
Mob: 01552426925, 01736052571
Officer’s Wife Name: Safa Zohra
Father’s Name: Late Mokhlesur Rahman
Permanent Address: House # 10, Lane # 6, Dakhsin Sobuj Bag, Potuakhali Sadar, Potuakhali.
Officer’s Father Name : Syed Zillul Haque
Permanent Address: Vill-Mostafapur, PO+PS+Dist- Mowlovibazar.
Present Address: House # 512 (4th Floor) Rd # 9, Baridhara DOHS, Dhaka.
Business address: Best Buy Shop, Eastern Plus Market, 145 Shantinagar.
Officer’s Mother Name: Mrs Jahanara Haque
Permanent Address: Vill-Mostafapur, PO+PS+Dist- Mowlovibazar.
Present Address: House # 512 (4th Floor) Rd # 9, Baridhara DOHS, Dhaka.
Officer’s Brother Name :
Permanent Address:
Present Address:
Officer’s Sisters 1. Name: Sayeda Tahera Sultana Haq
Present Address: Eastern Rose, 4th Floor, Mogbazar, Dhaka.
Name: Sayeda Nazia Haque (Student)
Permanent Address: Vill-Mostafapur, PO+PS+Dist- Mowlovibazar.
Present Address: House # 512 (4th Floor) Rd # 9, Baridhara DOHS, Dhaka.
Officer’s Father in law Name : Late Mokhlesur Rahman
Permanent Address: House # 10, Lane # 6, Dhaka Sobuj Bab, Potuakhali Sadar, Potuakhali.
Present Address:
Officer’s Mother in law Name :
Permanent Address:
Present Address:
Officer’s Sister in law 1. Name: Maksuda Khan
Permanent Address: Doctors’ Quarter, Savar Bus Stand, Savar.
Name: Umme Asma
Permanent Address: E 4/7, Warless Colony, Mogbazar, Dhaka.See More
মেজর সৈয়দ মোঃ জিয়াউল হক, পদাতিক ৪১ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন । অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় তিনি নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জংগী সংগঠনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছেন । আন্তর্জাতিক বিভিন্ন জংগী এবং সন্ত্রাসী সংগঠনের সাথেও তার নিবিড় যোগাযোগ রয়েছে । অফিসার সেনাবাহিনীতে তার অধীনস্থদের মাঝে মৌলবাদী ধ্যান ধারনা সহ ধর্মীয় গোড়ামীর অনুশাসন প্রচার করছিলেন । তাঁর বিরুদ্ধে একাধিকবার ধর্মীয় অপপ্রচার জংগীবাদ এবং সন্ত্রাসী পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে ।
তিনি এযাবৎ তিন বার যুক্তরাজ্য সফর করেন এবং সেখানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক জংগী সংস্থার শীর্ষ নেতাদের সংগে বৈঠক করেন । যুক্তরাজ্য ভিত্তিক ওয়ার্ল্ড রোমিং মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে তিনি তার জংগী নেটওয়ার্ক রক্ষা করে চলেছেন । তিনি বিদেশী বিভিন্ন জংগী সংগঠনের কাছ থেকে নিয়মিত অর্থ গ্রহন করে থাকেন । মেজর জিয়া (পলাতক) বেতনভোগী বিদেশী জংগী সংঘঠন সমুহের একজন সক্রিয় এজেন্ট । তিনি বিভিন্ন সময় তার পদ পদবী ব্যবহারের মাধ্যমে দেশের অতি সংবেদনশীল তথ্য পাচার করে আসছিলেন ।
মেজর জিয়া (পলাতক) ধমান্ধ, মৌলবাদী এবং জংগী মানসিকতা সম্পন্ন একজন অফিসার । কর্তৃপক্ষ তার এসব জংগী কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার অকাট্য প্রমান পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর নিয়ম মোতাবেক তাকে তলব করে । তিনি সেনাবাহিনীর সমস্ত নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন পূর্বক পলাতক রয়েছেন এবং বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক মহলে জঘন্য মিথ্যাচারের মাধ্যমে সেনাবাহিনী তথা আমাদের মাতৃভুমি বাংলাদেশের নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছেন ।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ । লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি । আমাদের রয়েছে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির ইতিহাস । এখানে ধর্মান্ধতা, গোঁড়ামী, ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কোন সুযোগ নেই । বাংলাদেশের জনগন ঐতিহ্যগত ভাবে ধর্মপরায়ন কিন্তু কখনোই ধর্মান্ধ নয় । মেজর জিয়া (পলাতক) সহ কতিপয় বিপথগামী ব্যক্তিবর্গ বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্থানের মতো আকার্যকর ব্যর্থ এবং সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করার দুঃস্বপ্ন দেখছেন । এ দেশের দেশ প্রেমিক সেনাবাহিনী তা বখনোই হতে দেবেনা । তিনি সহ অন্যান্য পথভ্রষ্ট ব্যক্তিবর্গ জাতির বহুল আকাঙ্খিত যুদ্ধাপরাধীদের (গোলাম আযম, নিজামী, মোজাহিদ, সাঈদী, কাদের মোল্লা সহ অন্যান্যদের) বিচার বানচাল করার মিশনে নেমেছেন । মেজর জিয়া সেনাবাহিনীর অফিসার নামের একজন কলংক ।
বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক এবং সুশৃঙ্খল সেনাবাহিনী । পেশাগত উৎকর্ষতার জন্য আমাদের সেনাবাহিনী বিশ্বে সমধিক সমাদৃত । সেনাবাহিনীর সকল স্তরের সদস্যগণ দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত । প্রতিটি সেনাসদস্য সকল রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে দেশের সার্বভুমত্ব রক্ষায় দৃঢ় প্রতিঙ্গাবদ্ধ । এই সেনাবাহিনীতে ধর্মীয় আবেগকে পুজি করে কোন রকম মৌলবাদী ধর্মান্ধতার ধারনা প্রচার কোন ভাবেই গ্রহন যোগ্য নয় । মেজর জিয়া (পলাতক) সেনাবাহিনতে একজন উশৃঙ্খল এবং বেয়াদব অফিসার হিসেবে পরিচিত । তিনি ইতোমধ্যে তিন বার ছুটি ছাড়া অনুপস্থিত থাকার কারনে সাজা প্রাপ্ত হয়েছেন । তিনি ভাল অফিসারের লেভাসেধারী একজন অবিবেচক অBসিার । মেজর জিয়ার (পলাতক) মত নব্য রাজাকারগন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি অত্যন্ত সুশৃজ্খল এবং পেশাদার বাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের প্রানপ্রিয় সেনাবাহিনী তথ্য মাতৃভুমির অর্জনকে ধুলায় মিশিয়ে দিতে সচেষ্ট । দেশ প্রেমিক প্রতিটি সেনাসদস্য মেজর জিয়া (পলাতক) সহ অন্যান্যদের দের বিরোমী, জংগী কর্মকান্ডের নিন্দা জানায় ।
সামরিক পরিমন্ডলে সমসাময়িক অফিসারগনের মাঝে মেজর জিয়ার কোন গ্রহনযোগ্যতা নেই । তাকে সবাই একজন ধূর্ত, আত্নকেন্দ্রিক এবং স্বার্থপর অফিসার হিসেবেই জানে । বিপথগামী এই অফিসার অন্যান্যদের মাঝে তার ভ্রান্ত ধারনা প্রচাতে লিপ্ত ছিলেন যা কিনা সেনাবাহিনীর নিয়মনীতির সম্পুর্ণ পরিপন্থি । তার আসল চরিত্র বেড়িয়ে আসায় নিজেকে রক্ষার জন্য নানারকম মিথ্যাচার এবং কল্পনা প্রসুত গল্পের সৃষ্টি করছেন । আসুন দেশ মাতৃকার প্রতি দায়িত্ববোধ থেকে মেজর জিয়া (পলাতক) সম্পর্কে কোন তথ্য থাকলে তা নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করে তাকে গ্রেফতারের জন্য সহায়তা করি
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৬
তালপাতারসেপাই বলেছেন: গুরা ..
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১
অঞ্জন ঝনঝন বলেছেন: আপনি এত তথ্য পাইলেন কই? রেফারেন্স উল্লেখ না কইরা একগাদা বয়ান দিয়া গেলেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৬
তালপাতারসেপাই বলেছেন: গোগোল চিনেন?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাল লিখেছেন,আমাদের সবারই আশপাশের ভন্ড লোক জন কে খেয়াল করা উচিৎ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৭
তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
তপোবণ বলেছেন: ইনিয়ে বিনিয়ে এত কিছু লেখার দরকার কি? পাবলিক ঘাস খায়না। সেনাবাহিনীতে থেকে আওয়ামীলীগের বিরোধিতা করলে এমনই হয়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৭
তালপাতারসেপাই বলেছেন: চুলকায়?
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
নিউ সিস্টেম বলেছেন: বুঝি না কিছু কি হচ্ছে এসব দেশে ?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৮
তালপাতারসেপাই বলেছেন: নিউ জঙ্গি
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭
পাগলাগরু বলেছেন: চুলকায়?