নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
প্রিয় বন্ধুরা,
আসুন আমরা কুইজ খেলি !
বলুনত,
আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল ?
বলুনত,
আমাদের কোন সরকারের অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছিল ?
বলুনত,
কোন সরকারের স্বরাস্ট্রমন্ত্রী খুনের আসামির কাছ থেকে ঘুস খেয়ে ঘুষের টাকা সরকারী কোষাগারে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রীর ছেলের পাচারকৃত টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রী ছেলে খুনের আসামী ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রীর ছেলেকে নিজ দলের নেতা ১০% বলেছিল ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রীর ছেলেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট দুষ্কৃতিকারী আখ্যা দিয়েছিল ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রীর ছেলে এফবিআই'র ক্রিমিনাল লিস্টে ছিল ?
বলুনত,
কোন কোন প্রধানমন্ত্রীর ছেলেকে তার দলীয় এমপি কুলাঙ্গার বলেছিল ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রী বলেছিল আমি সাদাসিদে জীবন পছন্দ করি,মোটা কাপড় আর রেশনের চাল খাই !
কিন্তু তার বাথরুম ৭ ষ্টার হোটেল মানের....বাথ রুমে কি যেন রঙিন পানি পেয়েছিল ?
শতভাগ সঠিক উত্তর দাতাকে পুরস্কৃত করা হবে ৷পুরস্কারের সাথে সাথে অতিরিক্ত দায়িত্ব হিসাবে উক্ত প্রধানমন্ত্রীর আমেরিকার IRS সম্পর্কে জ্ঞানদাতা হিসাবে নিয়োগ দেওয়া হবে ৷ যাতে তিনি তিন শত মিলিয়ন ডলারের ভুল থিওরি থেকে মুক্ত থাকতে পারেন ৷
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
বাংলাদেশি বাঙালি বলেছেন: তিন জনের ছবি টাঙিয়ে, ব্লগে "কুইজ-কুইজ" খেলার আসর বসিয়েছেন জনাব। বেশ সাহসী সুপুরুষ তো আপনি!! জাতি তো আপনার মতোই একজনকে খুঁজছে, যাঁরা গদির তুলো চেটে তৃপ্তি পায়!!!
শ্রদ্ধেয় ভাইজান, কুইজ খেলার ইভেন্ট কিন্তু আরও আছে। তাজাতাজা অসংখ্য প্রশ্নও আছে। কিন্তু আফসোস!!! এসব প্রশ্ন আপনার মতো এত বড়ো বিদ্বানেরও বুঝি জানা নাই!!!!!
অসংখ্য ধন্যবাদ ভাই, চালিয়ে যান!! এখনই তো কুইজ-কুইজ খেলার উপযুক্ত সময়!!!
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
আশা প্রত্যাশা বলেছেন: বলুনত!
বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর পরিবারের সরাসরি মুক্তিযুদ্ধ করার সার্টিফিকেট রয়েছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
বেশী কুইজ কুইজ করিয়েন না, শেখ হাসিনা 'সেইন্ট' নন।