নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দিলেন প্রধানমন্ত্রী

০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৩৩


মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষাবৃত্তির টাকা বিতরণের কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি ট্যাবের সুইচ চেপে এই কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারাদেশের প্রথম থেকে ৫ম শ্রেণি এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত এক কোটি ৩০ লাখ মায়েদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে যায়।

আজ বুধবার সকালে গণবভন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ উপবৃত্তির টাকা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে রুপালি ব্যাংকের ‘শিওর ক্যাশে’র সাহায্যে মোবাইল ব্যাংকিং দ্বারা প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা বিতরণ এই কর্মসূচি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসির চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে মোবাইলে উপবৃত্তির অর্থ বিতরণের ওপর একটি ভিডিও ক্লিপিংস পরিবেশন করা হয়।

মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং পদস্থ সরকারি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুত্র

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


যেই ৪ লাখ কিশোরী বাসায় কাজ করছে, ওদের একাউন্টে কত টাকা জমা হলো?

২| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০৫

কলাবাগান১ বলেছেন: চাদগাজী ভাই যেটা হল সেটা নিয়ে কথা বলে না .যেটা হল না সেটা নিয়েই ব্যস্ত।

জামাতি রা ৮ লাখ কিশোরীদের কে বাসায় কাজ করিয়েছে যখন ক্ষমতায় ছিল...এখন তাও কমে সেটা ৪ লাখে নেমেছে

৩| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: কথা হল ৮-৯-১০ পর্যন্ত পড়িয়ে লাভ কি? এরা পরে অন্যের বাড়িতেও কাজ করতে পারে না। আবার চাকুরিও পায় না। আবার সরকার প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় দিতে চায়! কিভাবে কি হবে?

৪| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


@কলাবাগান১ ,

যেই ১ কোটী ৩০ লাখকে টাকা দিচ্ছেন, মনে হয়, ২০/২৫ লাখের টাকার দরকার নেই; কিন্তু দেয়া হচ্ছে; যেই ৪ লাখের দরকার, তারা পাচ্ছে না; এটা হয়তো শেখ হাসিনার মাথায় যায়নি; একই ভাবে আপনার মাথায়ও প্রবেশ করেনি।

৫| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:

@সাইফুল১৩৪০৫ বলেছেন, " কথা হল ৮-৯-১০ পর্যন্ত পড়িয়ে লাভ কি? এরা পরে অন্যের বাড়িতেও কাজ করতে পারে না। আবার চাকুরিও পায় না। আবার সরকার প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় দিতে চায়! কিভাবে কি হবে? "

-পড়ালেখা প্রথম, চাকুরীর কথা আসবে পরে; শিক্ষিত মানুষ পথ বের করতে পারে।

৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

হাফিজ বিন শামসী বলেছেন:
ভাল উদ্যোগ।
পাশাপাশি যারা বিভিন্ন সমস্যার কারণে স্কুলে যেতে পারছেনা এবং স্কুল থেকে ঝরে যাচ্ছে সেগুলোর দিকেও প্রধানমন্ত্রীর নজর দেয়া উচিৎ।

৭| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

হাতুড়ে লেখক বলেছেন: ভাল।

৮| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫

আহা রুবন বলেছেন: সুসংবাদ! কিন্তু আমাদের লক্ষ রাখতে হবে টাকা ঠিক মত ব্যবহৃত হচ্ছে কি না। দেখতে হবে এই টাকা আইসক্রিম, ফেয়ার এন্ড লাভলি কিনে ফুরিয়ে না ফেলে।

৯| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দুর্নীতিবাজদের জন্য উপরি আয়ের সুব্যবস্থা হলো।
বলার কারণ:বাংলদেশে এসব টাকা ভুক্তভুগী সঠিকভাবে পেয়েছে এমন দৃষ্টান্ত নেই বললেই চলে।

১০| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: দ্যা ফয়েজ ভাইর সাথে সহমত

১১| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

বার্ণিক বলেছেন: একখান ভাল কাজ । তয় যে কাজের লাইগা দেওন অইছে তা কি ভালা মত অইত্যাছে ।

১২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬

বার্ণিক বলেছেন: একখান ভাল কাজ । তয় যে কাজের লাইগা দেওন অইছে তা কি ভালা মত অইত্যাছে ।

১৩| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর জন্য প্রধানমন্ত্রী এবং তালপাতার সেপাই ধন্যবাদ পেতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.