নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

সুইফটে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ‘অবৈধ হাত’

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৫


হ্যাকারদের ফাঁস করা কিছু নথি ও তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, যাতে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অবৈধভাবে ঢোকার ইঙ্গিত মিলছে বলে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন।
বিভিন্ন ব্যাংকের সুইফট সিস্টেমে অবৈধ প্রবেশের তদন্তে সহায়তাকারী সাইবার সিকিউরিটি পরামর্শক শেন শুক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফাঁস হওয়া নথি ও তথ্যের মধ্যে কম্পিউটার কোড রয়েছে, সুইফট সার্ভারে ঢুকে মেসেজিং কার্যক্রম নজরদারির জন্য সেগুলো অপরাধীরা ব্যবহার করে থাকতে পারে।

‘শ্যাডো ব্রোকার্স’ নামে পরিচয় দেওয়া হ্যাকারদের একটি গ্রুপের ফাঁস করা এসব নথি ও তথ্যের বেশ কিছুতে এনএসএ-এর সিল রয়েছে।

রয়টার্স বলছে, এনএসএ-এর সিলের সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থার বক্তব্যও তারা পায়নি।

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম। সারা বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো এর সদস্য। এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়ে থাকে। এজন্য সুইফট প্রত্যেকটি সদস্যকে একটি নির্দিষ্ট কোড ও সিস্টেম ব্যবহারের জন্য গোপন নম্বর (পিন) দিয়ে থাকে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে সুইফট মেসেজ পাঠিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের কতগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া হয়।

কারা সাইবার হামলা চালিয়ে বাংলাদেশের রিজার্ভের ওই অর্থ হাতিয়ে নিয়েছিল সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা সম্প্রতি ওই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়ার দিকে ইঙ্গিত করেন।

বিশেষজ্ঞ শুক বলছেন, শুক্রবার যে সব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন ব্যাংক হ্যাক এবং অর্থ চুরি করতে পারে, যেভাবে গত বছর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছিল।
সুত্র

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: যে পাঠকের খরা তাতে এত্ত মানুষ কেমনে পড়ে আপনার লেখা। এই সব বাদ দেন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

অরুদ্ধ সকাল বলেছেন: :(

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

গেম চেঞ্জার বলেছেন: তাইলে বুঝাগেল বাংলাদেশ ভ্যাংকের কেউ-ই জড়িত না! ;)

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৮

মুক্তমনা বাতাস বলেছেন: তালপাতারসেপাই তাই নাকি?? আপনি সিওর তো??

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৭

সৌমিক আহমেদ খান বলেছেন: ফিন্যান্স মিনিস্টার না বলসে সব টাকা ফেরত আনবে?
ইউএস, ফিলিপিন, লংকা ভ্রমণে গিয়ে কত টাকা খরচ হইসে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.